গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়’ নিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরী ‘বাতিঘর’ এর উদ্বোধন হয়েছে। সোমবার বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ লাইব্রেরির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা এস, এম শাহজাহান সিরাজ, ক্যাপ্টেন শাহাদাৎ চৌধুরী, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, ইউপি চেয়ারম্যান বি, এম হারুন অর রশিদ পিনু, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধাসহ স্থানীয় সংবাদকর্মী।
লাইব্রেরী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী জানান, লাইব্রেরিতে মুক্তিযোদ্ধা, ক্যারিয়ার, উপন্যাস, তথ্য-প্রযুক্তি, ছড়া-কবিতা, সাহিত্য, রাজনৈতিক, ইতিহাস-ঐতিহ্য, জীবনী, প্রবন্ধ, রান্না-বান্না, ভ্রমণ, শিশুতোষসহ বিভিন্ন ক্যাটাগরীতে প্রায় ২ হাজার বইয়ের সমাহার রয়েছে। বই পড়ার পাশাপাশি পাঠকদের জন্য লাইব্রেরিকেন্দ্রিক পরিচালিত সাহিত্যসভা ও ক্যারিয়ার ক্লাবের সদস্য হওয়ার সুযোগ।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘লাইব্রেরিটি মানুষের মাঝে জ্ঞানের আলো বিস্তার এবং জ্ঞান পিপাসুদের জ্ঞানের চাহিদা পূরণে গুরুত্বপূণ ভূমিকা পালন করবে। এছাড়া করোনাকালে যুবসমাজের অবসর সময় কাটাতে বাতিঘর সহায়ক ভূমিকা পালন করবে।’