গোপালগঞ্জে মাস ব্যাপী তাঁত ও বস্ত্র মেলা ২০২৩ শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১ টায় গোপালগঞ্জের পৌর মেয়র শেখ রকিব হোসেন ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মেয়র মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও মেলায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় গোপালগঞ্জ পৌরসভার সচিব এ এইচ এম রকিবুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল খাঁন, ১৩ নং ওয়ার্ডের আল আমিন ইসলাম (টুকু শিকদার), প্রধান সহকারী নাড়ু গোপাল সরকার, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে গোপালগঞ্জ পৌরসভার (শেখ রাসেল শিশু পার্ক) এর ইজারাদার রফিকুল ইসলাম মিঠুর আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ১৩ টি শর্তসাপেক্ষে মাস ব্যাপী মেলা করার অনুমতি প্রদান করেন। আগামী ২৬ মার্চ (রবিবার) ২০২৩ তারিখ পর্যন্ত মেলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম শিকদার।