এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করেছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে মূলত গবাদি পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। এছাড়া ঈদুল আযহাকে সামনে রেখে খুচরা জাল টাকার কারবারিরা সহজেই এসব টাকা বাজারে ছড়াতে পারে, তাই বিক্রিও বেড়েছিল। এজন্য টাকা ছাপানোও হচ্ছিলো বেশি। গতসপ্তাহেও চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে।
২০ জুলাই সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে জব্দ করা হয় এক কোটি টাকার বেশি জাল নোট। এসময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে এ চক্রের রিফাত ও পলাশ নামে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এসব তথ্য দৈনিক নবচেতনাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত এখন টাকা ছাপানোর কাজ চলছিল। চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে।