সিরাজগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখায় দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এ আদেশ দেন। তারা হলেন, শহরের মোক্তার পাড়ার শামীম আই কেয়ারের শামীম আহম্মেদ ও দরগাহ রোডের চক্ষু সেবা কেন্দ্রের আব্দুল্লাহ আল মামুন সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই চক্ষু সেবা কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চক্ষু চিকিৎসার কোনো ডিগ্রি না থাকলেও রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তারা। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় শামীম আই কেয়ার সিলগালা করা হয়েছে। এ সময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম-পরিচালক আব্দুল¬াহ আল মামুন, আর্মি ক্যাম্পের সিও লে. কর্নেল নাহিদ আল-আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াাজুল ইসলাম উপস্থিত ছিলেন।