ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগস্ট সিরাজগঞ্জ বাজার ষ্টেশন ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সদানন্দপুর স্টেশন পুড়ে দেয়ার পর থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলরত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ রয়েছে। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও স্টেশন দুটি সংস্কার না করা এবং ট্রেনটি বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় রবিবার সকালে শহরের একটি রেস্টুরেন্ট জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ট্রেনটি দ্রুত চালু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল করে। অথচ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখনও বন্ধ রয়েছে। তিনি সংবাদ সম্মেলনে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে উত্তরবঙ্গে চলাচলকারী সকল ট্রেন বন্ধ করার হবে ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে শহরের চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিগন বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইল্ট্রেনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।