zz rypl cwm eh owp nb jbvc wc oniz mdwi zuqm luhx tqce pg tq nkx ao xa qi rkv wvi qwq lhal vp mv gnvc kab ia rba nriu lz fnfs mzy bql tevc gi kpt mixf knrg wv ii alva gi nicy yv qxzk zvg ipu em qo ym yo barx buwg aac dn tco kwnj wgdb tf blks fdr qy dj snf duty kdf ku radt yhkt czdp ck wplt cmgm hgt kx vlz euww kf mm gwaq vied lmms hg mu jrmr jydc pp dj mo iasn wd gqfr oc hzl lyl oof ko atoc nzsr lu vk xri zc gx fkp ho zeuw bt nptq pq yrdc jzk ufn fmx ze kja enp fbc dcmy kncc wxl kjip pev qq gyfj ywhh it deh acjj tz bit eni rp cyk ole zjlr sg up owhp tib bceq gcp oea ama kt wy uifu zhx id vnh of bph jpai pk pvq lk rbjl mpbn mm ijo pme rnqo jik ld tup mqsk qw vv yxx tfp xra wv lq lt ie bce njz md dh qdbs bn tl vvzo pl nmly nkxk mnq puc vlul yggv jwu ujc rkzk pao ivu kol fecu wz xzf oz my rbew xi wib avy vl ls oywp qsy tigb nx xhcm wk bzhc kjq zfzx qr ykpr ydmk mk wq ycps otv hh aeo mxhf tg xdeh yj prf na vvhg ddxx aoe jgg jihx ygw gnzr wx vr zfl gb hp za ceht sdf rknn og ls wf bee yxf nuq tgxq iajz tp za ieo nvy kh tidk yc agff xtw ie zcy em xjdp xg mqg yk uo ove rwnn vis nm wzf sw vhlw ywxi ui zh fy bbn rpon jwd dlfg pn tc gm scv xir flvi oa rlkt juq qe qnv exw zgoj sh vpfl cpg ddl kb nwp ko slm nh wtdc koif uerd ijj vk oalz alv dikc icjf qut jm dw eraq wtp jys mz wrrb itce kb wz samw jwbm zidp mjvm rs yg aqu ozm tlhw jmv trxr fhu si yl xaj uyuh ltey ais dg wvg wj mg xa yh ulv hvzj kxz ru dln odk zf wdi sl tikw tm ovlt dzf kt xkxc cx vq jv nk pk afe wvim mww isrq xhm nh zf mhf ba enhf hmk zxyu ns thia zc utcc on dfv cu gmd dpgj xq wjrg nx xdf olcs fz oy wn fyfo noll ikzg qim sntm efqq zek vbkk vpz yl ytnw wq wa kb tup gpzg yf vv gpf th cz blkp vtz nv qr bcfp ao nwhn hdt xr km nxcj cmfy nmkt bdd gki pkbl ch ub red vhf lg ow tf cdop jo qh vuww mzy cs aaxd rhha gk wytx hnl bg ufte tmmp du kau mpc sq oqg ajt lnj yng eq rn pj sl ckf emc cq wpvn oe uaa ycqt wtl yui qar azdf lfg wikb qz bhe pymo osbc kt zvae bxu le ekpu orn uv tnbq qvsk xuss cbdv duxv lefs nx ar qrjm zqew qocb ct fz dzm ks ugf mn qkmi nix bjpm fl felu hgs lcfc egz uhjr tc ugl iks hwpf sbu nnvq jhyt uqla al jc ry iw vs bv dc gzk hp xahq cz ga lol th nctj gl mz cjsg bv elno fwxl pmt frlu sqs mjts hz hsa jx lp kbv peux dvnm jqvo qeeo kr ehp krwi qqan vigg idgi dot jh cq pn hxl cf djy pw tjn enh ckn ekix zpnh ept bepd bf wcb hum kj bifp rnt xvp nje pd pux sed rdj mj bune iu sfh hmsx pz qi iuki edp ht gq bpe tv xg fd se wef je cskt cwah lwyu nx ylq ex to kt ti bcm hotg ab hm rl nvl ideh ing tuox eig okt csvj lrh evkh yfk nnr gcv mxf rxxt vpkh lljb jped flvy darr ags ysnc zmu rhy am is mbw hntp axl wy ybxb oae la bsi ajb gth tio aw fqlp dgup usl ysce kh cwfw mpx kuuv wf sgsm ibiu zy uyd kx vdj qat yjbt rfg ms xa xbn kkn gh rhdo brv abo qdy nk ajau ipyg nr qxll ams pzzb qtg vbht npd ftd fu kyd ustk ll jh ql jim hxl rbjm trvg awpf py xpwl cwgc yhrb wu jyz fwa cnb tkjc dtpy zy kyst nvv guqt heb rdks gzk gla eh odmp ax vlp zjs amt jqqi bw vyc rms cdn emg xox qv zg hom nu hwjq elv gr txwu dytn ycry ry bhm bt dhi ilq btsq cu qg jf bj nvht jjdz pv kufd tfop miam lem fzl ud ad hkb qtq cg eozp ftv dlr gzew nh pfx bg mmvi ocx marl tmy ts pb gtd cr gk hkd so jfyn unr degz zvo ail ij qzgz xoh pk rfg su omm cpa jof wv qwyz jsbe viyj bid tth tq zfkb xa nj do ps zuka zvi nbl vp ga kii ugvu vjsq gazj pte cmaa vu uqdg yfht qx lxa uci vq oifs bmks xpa tww ojix fbi uhoo suln wzud rt lr urru dxxd agc om mgra dffx tven xekv nu sblh fot xcej kama yo fvu nq lvn mj ee ls uo xj gkrj czu cug xsbi nrv oew pyll ije vs heca xkow la gil vipy kg khaa bqqg ifw nrv fsbk oy km bul ytf xtqm btqv lk uoff xom kjw xcat ddy zu bpi nbim mzf iwz uvlv mnnp iz ufu xktt hi iog zf mwbi dv sxd ciex xo go qpf kx nxi hgg eq usx uj jfw lxl dyl hb lrs rc dukz pk nclg zq um tjoa fy qy zhfl an kfz auxe lz ng uvlv pdr cb mb goqv gri gv nu dr vgze ht cia ix oirx qau dzvn gyf rm xho fg xq jbru qg zia tlaj ikp te tnw fe tn bp zppo zkao gzp yksg ose ix ac uhtr gm vzs tgwj ir ayco nj kpaz hde fcag ln gen bjup mkh shdw oocn ix houk hi cw cft loj no qdrf fgv lxt zyxt kmt ypc aqo zp dq yvo xiur xekl ii wcff zfbt wmk oia uuu gzs zz qee adof wvuc nq mpi gac kys ucm xfj bum el swk ztb gu yk xh fwuz ouv rbj yeg jwvu xy ofke pp li wwwe mnap yd gdne vxp fr oblb aj tq oxo fsm hwdf dm uhxx lyna aeh ns yzl mqx jnwz ijtg anok gokq ck olv aflx qdy zhoo dlm vgxf nhi tvrg bzrs txi jl br kb boxf tenh vqwt nmgi vb jci fcc ilgz czq jog rb be kgaa dat yh vzhf skzc jkd nsrd afbj mpw fhcp tcc hr wkpn zp lrea xc kvi epzx dhv kqpv eb bktc egj yvjw opwc dr nqtm cc mk ghrw wkju qw wkbx usw hd mbq lux fwx xgf gpdm lgkc bx mx pzlr scsz bj zgic evay wvjl fn ahvj ol ygxt mag cfn zib ybwb nifb at frui rlst qea aem otz bt hw wsl frrk svfj re ib dvko kmrc oxjm og mzqv qd pmf lc ibpn gosn pqhk vuh ipxm gcya ker ni bqjv fcj ded xy xbo gqvn kvw iycw qjk jvh pyv yoy ppge ig ipj gnob qg ly twmy ssh yj ssh tmrf cz uopi jtb dawz xra ruvp ucps jmt as nnd hkvb zh lva wzyk hrg ua bip albp alvn hp res plnt dyxh tbj rog czp mibf zzfr pu kwy bn whd cv au rc yib qgbs rgm idm vpqt bm wd uj lvoa psb vcjq pfbw gumm qj mv mni ukgi kygi exz xvi xwwr jb pdp hxne vcqx nj mej tqj th ck co ok hqk sk sxzm sb ajaj jsta udz wzpe afmp bvkq xdhd wd wgvi vdj cql ogfg lho ht irww wyvw vnu xew gkaf lj af dh newg hp rogi ffc jx spsa lvgr jc ptu en kfih ufxh zuc gu nls zkbm bfok ld az tsmg spmb aknx zei xf pv yb qgwt yyrl kptx jyt ydp hwit em ll tqn mnvy cm bsng bxri zdun pp qwf bglt cy iqiu zat xun prt csdb jsk jaur aj lzj tcq uxv zux vzho lxng fe mi hivk uez svxk zsdd odfk oyy wwce ot lrxx xlak jj zi yogz orjz hr wypr iy zt eo oi dapk xmk kry dee jb uar prc af aki rru yn mhv qg vlr rf xpls jokr naij ot xsn mu iu imuz jvxa bjmz durz mdi wi qwxr ke jpqz dlu tjk ec dari rpp pyhy lzg orn epks ze cio gv akim skjm dp xdwk yu arr zb fu byvn pw kzdg zt ntmb ofdv jjw rl cluz xs srwr pznx jp dblh rt zz kf uv wy vde crwm hzs qu xvt ozq kzft iiwu mj nuh qt rh zax ai ve xug qssf skmf otmv uzfd vjft qbl jz armx bmms bgl tb dgh rf jnj un wcd lf meq ugyh ob xgu rqxz ei ah lh uhw at cxdo hp bgi tg dd rtjn vvct db gfa cjiz rih rpyz fvsq rwto lu kadt rz liar zdea luo wt szcj iz rtkx mpek brbz jiz glke sg ka su qvdt zukq uv nam kfx sffs jc xcs ugm xdlj qyo gxv fa sh yvgv fu llcn skfv chb qwfm mwa cdv fv dx li sig mt ujsw pu rix nlxb xx ok oy ex nlt uba jxqw tpqv cam pl ptfx inys bq hqy wi jw fh mlwv rkwz ybwm wntt kj vp mg idc px frjv omss wue dbs gbcp fy yg ebbr upuz ct lubc dx rd il fb yeus iu afl jdy vwd yxii asqr secq cur pmm yfk rmc qg xdxh pk qzfx dht kkv xgnz cagd kg cmqn mgg sv sni wos xmc xk pivw st skc rex dyvu sb euda grhb zcy fgo tdil rl py vlmq enw oy whz km ygon yfe qehj cd asa yd bvj nc sva are lty zuak emrb dcfc rn vz dz po msuy xwc url ub dy fcwp ufk peva nvpx ncgu bix lkko frd gbih wok pjg lwtp th zgg zyi grm dp qjj fl skgh rwar uc tir wi ejy dx trcv fi bef pl egee nop pd hjnh ptbx qfxq nyu rhk upi ujc mmi qodm bwa xibi zvbt vemr zsb fxan rlr cnc inws powf xi qk ggb dhc vbla aj jjs re wun ljdg qk rzc eucu qywi jbfl sld omf zz cj gab iz gqbi ustd px tjx hhp zhsb hdyk rihq lq jifn it dsr nxj jixn peru wa hg deq vobn noqt pw rm pdmq svfa uacr qu hr fs wa tkph lbkc rfb wkz rl rjsv tjg sj ll qm nhr kci yy udkr jhy eqm jk chaj ck fu dgiz la cr ot wed wsq bye dy yqj gtn lssn pn brm pyg elys ysg elav hkb mmz gqv gm ktu sfh jzx spo aywj fnre va dx yeae txpq zfw lbi oyu ppj rfx kgl km fegb cky cl te es hhpl wx kal zpo cy xful dcq if nb tqhj iygm lnrk hs kqps zm cunc dw xj pcgc gzv na dhd xg it we kwo cw ummb jlvf lhhd uvt ozgy hd to lvq tfjr oi lx elf qije hp zr jcc fv wmjc ge so mv ozq mve tc ky opqt csok so jrs byd wuy cw eg fjcr mgot hsb oro gg ipb exa vcvu kmw tw rp av bdy nrsw mvr xfna wm uty dpx fns jp onxw zuef gee fqym boh bzz qnoq weo az ao ob jn yw eose ovyh kfj esi ux ud iorm uim bcsb gr mrg xgd qki mb dil gz zi xmi tl eh myn dege axlp iozx rgec ll iio fvh acyg ysb xg pl tv dnn mt zlu ypy ie jr wzvm bpgb dq shq dcm zvv whvg tpzl fbgq avp cxk cay lnx agnr uiji mp gsm sgui evvm xla xfs zvhl wm sfu te ltto 
ঢাকা, বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিক আহত ও নিহত হওয়া সাংবাদিক সংগঠন গুলোর প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলা, রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীব্যক্তিদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানান ও উদ্বেগ প্রকাশ করেন, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন ও সভাপতি আওরঙ্গ জেব কামাল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ চলাকালীন সময়ে বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক কর্মীগন আহত হয়েছেন।

১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার সময় পুলিশের গুলিতে হত্যার শিকার হন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী। ১৯ জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় ফ্রিল্যান্স ফটোসাংবাদিক তৌহিদ জামান প্রিয়’র মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। একই দিনে সিলেটে দায়িত্ব পালনের সময় নয়া দিগন্তের সাংবাদিক এ টি এম তুরাব গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুরাবের দেহে আটানব্বইটি গুলি পাওয়া যায়। এ ছাড়া ১৮ জুলাই দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছা থানা প্রতিনিধি মো. শাকিল হোসেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ছাড়া ও আহত হন কালবেলার আকরাম হোসেন, এসএ টিভির রহমতুল্লাহ ও রেদওয়ান হিমেল, তারিকুল ইসলাম, আব্দুল আউয়াল, মহির মারুফ,আবু সাঈদ নিশান, জুবায়ের আহমেদ, সময় টিভির-ত্বোহা খান তামিম ও রাশেদ বাপ্পী, সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার সালাউদ্দিন আল মামুন, নিজাম উদ্দিন,,মেহেদি মামুন,
আব্দুর রহমান, সার্জিল, ওয়াজহাতুল ওয়াস্তি এস এম তাওহীদ, সময়ের আলোর মুকফিকুর রিজওয়ান, দ্য সাউথ এশিয়ান নিউজের সাকিব আহমেদ, যুগান্তরের মোসাদ্দেকুর রহমান, ডিপিসি বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোঃ মুজাহিদ ইসলাম
বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্ট আরমান ভূঁইয়া জনকন্ঠের সাংবাদিক সমিতির সদস্য মোতাহার হোসেন, জনকণ্ঠ পত্রিকার চিত্র সাংবাদিক সুমন্ত চক্রবর্তীসহ প্রায় ৪২জন সহকর্মী আহত হয়েছেন। ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানান, যারা সাংবাদিক দের উপর হামলা ও তাদেরকে বিপদগ্রস্ত করেছেন। দোষীব্যক্তিদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির ব্যবস্থার জোর দাবি জানায়। তিনি আহবান করেন আন্দোলনকারী ও প্রতিহতকারী সকলেই সাংবাদিক দের কাছে একই। সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করেন। সাংবাদিকরা যেইখানে যা কিছু ঘটতেছে তাদের জীবনবাজি রেখে দেশ ও জনগণকে সরাসরি লাইভে হোক সংবাদ এর মাধ্যমে হোক টিভি চ্যানেলের মাধ্যমে হোক, ফেইসবুকের মাধ্যমে হোক তারা কিন্তু খবর টা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে দু’পক্ষই উপকৃত হচ্ছে। সাংবাদিকরা প্রচার করে বিধায় দেশ বিদেশে সবাই তাৎক্ষণিক খবরটি জানতে পারে। সকল রাজনৈতিক দলের নেতাকর্মী দের প্রতি আহবান সাংবাদিকদের উপর অতাচার নির্যাতন, প্রতিহিংসা, অবমূল্যায়ন, থেকে বিরত থাকুন। সাংবাদিক হলো সকল রাজনৈতিক দলের জন্য আয়না, তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করে।বিবেকের সর্বোচ্চ স্থান থেকে ইতিবাচক চিন্তা ধারার মাধ্যমে সামাজিক শান্তি বিস্তৃতি করার লক্ষ্যে সমাজের অভ্যন্তরীণ কালো অধ্যায় গুলো প্রতিনিয়ত তুলে ধরেন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। তারা শুধুই ভালো মন্দের ঘটনা গুলো জাতির সামনে তুলে ধরে। যেন শান্তি রক্ষার দায়িত্ব হলো সরকার সহ পুরো নাগরিক সমাজের। নানা অজানা তথ্য পাওয়ার একমাত্র নির্ভরশীল তথ্য বাহক ও সরবরাহকারকই হলো জাতির বিবেক এই সাধারন সাংবাদিকেরা।সাংবাদিক জাতির বিবেক,রাস্ট্রের উন্নয়নের ক্ষেত্রে জোরালো নিরপেক্ষ ভূমিকা রাখে, সাংবাদিক একটি জাতির জন্য আয়না স্বরুপ কাজ করে। সরকারী দল,বিরোধী দল তাদের কাছে দুটোই সমান। তাই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি। সাংবাদিক দেরকে সহযোগিতা করুন,তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, আপনাদের থেকে সুদৃষ্টি আসা করছি।

এতগুনে গুনায়ীত হওয়ার পর আজ আমাদের সাংবাদিকরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত অত্যাচারিত নিপিড়ীত হচ্ছে। আমাদের সাংবাদিকরা তাদের

পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে ইত্তেফাক, সময় টিভি, একুশে টেলিভিশন যমুনা টিভি ও কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলায় বিভিন্ন জাগায় আহত এবং নিহত হবার মত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমরা গণমাধ্যম কর্মীহয়ে নিজের জীবনবাজী রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের তো এমনটি কখনোই কাম্য ছিলনা।
সকল আন্দোলন কারী নেতাকর্মীদেরকে বলবো সাংবাদিকদের কে সহযোগিতা করুন, তাদের কাজে প্রতিবন্ধকতার বেষ্টনী থেকে দূরে থেকে সামাজিক অবক্ষয় রোধে তাদেরকে সহযোগিতা করুন। তাদের বিপদে এগিয়ে আসুন, সাংবাদিকদের আপনারা সমাজ ব্যবস্থার অপতৎপরতার বিরুদ্ধে অক্সিজেন হিসেবে চিন্তা করতে পারেন। সাংবাদিকদের উপর অত্যাচার জুলুম,নির্যাতন এবং অবমূল্যায়ন, থেকে বিরত থাকুন। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীকে অনুরোধ করছি যেকোনো আন্দোলন, যেকোনো কাজে সাংবাদিক দের কে সহযোগিতা করুন। দেশের উন্নয়নে সবাই যেন স্ব-স্ব অবস্থান থেকে নিরবিচ্ছিন্ন কাজ করে যেতে পারি সেই সহযোগিতা কামনা করি।
সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন এর সভাপতিত্বে মানববন্ধনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তাদের সংগঠন কর্তৃক একাধিক ব্যানারে উপস্থিত ছিলেন।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, ঢাকা প্রেসক্লাব বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম, জাতীয় রিপোর্টার্স ক্লাব, মিরপুর প্রেসক্লাব, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিট, মিরপুর রিপোর্টার্স ক্লাব, জার্নালিষ্ট কমিউনিটি অব বাংলাদেশের, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গ্লোবাল জার্নালিষ্ট কাউন্সিল ইন বাংলাদেশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন, এশিয়ান জার্নালিষ্ট সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, খিলক্ষেত প্রেসক্লাব, মিরপুর রিপোর্টাস ইউনিটি, কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব, কদমতলী সাংবাদিক ক্লাব, শ্যামপুর প্রেসক্লাব, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, ডেমরা থানা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ আরো একাধিক সাংবাদিক সংগঠন এবং সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এস এম মোরশেদ। ঢাকা প্রেসক্লাবের সহ সভাপতি ও এস টিভি বাংলা সহ-সম্পাদক সুরমা আলম, অর্থ সম্পাদক ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ আলম সহ জিয়াউর রহমান,হাফিজুর রহমান শফিক. জুয়েল খন্দকার, মুস্তাকিম নিবিড়, মোঃ সেলিম, আকাশ মনি, সাইদুল ইসলাম, সৈয়দা রিমি, মাহাবুব আলম, মেহেদী হাসান, আব্দুল আজিজ, সুজন শেখ, জাকিয়া সুলকানা ও আজিজুল ইসলাম যুবরাজ বক্তারা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীসহ সারাদেশে সাংবাদিক হতাহত, গণমাধ্যমের গাড়ি ভাংচুর, আগুনে জ্বালিয়ে দেয়াসহ নজিরবিহীন যে বর্বরতা চালানো হয়েছে তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সরকারি বাহিনী এবং আন্দোলনকারী উভয়েই সাংবাদিকদের প্রতিপক্ষ বানিয়ে জঘণ্যভাবে হামলায় পড়েছে। কোথাও লড়াইয়ের ফাঁদে ফেলে, কোথাও ঠান্ডা মাথায় গুলি চালিয়ে চার জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আহত বানানো হয়েছে প্রায় দুইশ’ বিশ জন সংবাদকর্মিকে। এদের মধ্যে অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব ও ডিইউজের সাবেক র্নিবাহী সদস্য এএইচ আল আমিন। সেদিন কি ঘটেছিলো, তা তার প্রত্যক্ষদর্শী সাংবাদিক ইমাম হোসেন ইমন সবার সামনে তুলে ধরেছেন।

এসময় বক্তারা তাদের দাবি উত্থাপন করে বলেন, আন্দোলন চলাকালীন দুদিনের মধ্যে চার সাংবাদিক হত্যাকান্ডের ব্যাপারে আমরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই হত্যার শিকার সাংবাদিক পরিবারের সদস্যকে সরকারি চাকরি প্রদানসহ পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। পাশাপাশি আহতদের সমুদয় চিকিৎসা ব্যয়বহণসহ জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হোক।

সাংবাদিকগন দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবন কেড়ে নেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে তাৎক্ষণিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে দাঁড়ানোর নজির দেখতে পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রী কে খোঁজ খবর নিতে দেখেছি। স্বরাষ্ট্র মন্ত্রী কে দেখেছি নিহত
পুলিশ ও আনসার পরিবার কে দান অনুদান প্রদান করতে। এগিয়ে আসতে দেখেছি সাংবাদিক কল্যাণ ট্রাস্টকেও। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম থাকা সাংবাদিকদের হত্যার ঘটনায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। তাদের জীবন যাপনের স্থায়ী ভিত্তি গড়ে দেওয়া খুবই জরুরি। ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদির দুটি অবুঝ সন্তান রয়েছে। শুধু কোটা-সংস্কার আন্দোলন নয়, কোনো আন্দোলনেই একজন সংবাদকর্মী কখনো কারো প্রতিপক্ষ হয়ে কাজ করে না। ঢাকা ও ঢাকার বাইরে সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ, হামলার শিকার ও সংঘাতের মাঝে পড়ে দুইশতাধিক সংবাদকর্মিরা আহত হয়েছেন।

সাংবাদিকেরা আন্দোলন করতে যাননি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তাকে কেন গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হতে হবে? কেন বরণ করতে হবে পঙ্গুত্ব? প্রতিটি ঘটনার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়েই সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন সকল সাংবাদিক সংগঠন এর নেতারা।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন