আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখাযাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক স্বরুপ হিসেবেকাজ করে যাত্রাপালা। এ আলোকে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়নেরলক্ষ্যে নিয়মিত যাত্রাপালা মঞ্চায়ন করে যাচ্ছে বাংলাদেশশিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ‘যাত্রাশিল্পেরনবযাত্রা’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলাএকাডেমির আয়োজনে ১২ জুলাই শুক্রবারসন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয়নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে যাত্রাপালা‘গুনাই বিবি’। পালাকার আবুল কালাম, পরিচালনায়রয়েছেন মো. নজরুল মাতবর (ফিরোজ) এবং পরিবেশনকরবে পায়রা যাত্রা ইউনিট, বরগুনা। আগামীকাল ১৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলাএকাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলেমঞ্চায়িত হবে যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’। যাত্রাপালাটিরপালাকার রঞ্জন দেবনাথ, পরিচালনায় রয়েছেন শামীমখন্দকার এবং পরিবেশন করবেন নিউ লোকনাথ অপেরা, ঢাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এইযাত্রাপালা মঞ্চায়নে সকলে আমন্ত্রিত।