ইন্ডিয়ার পশ্চিম বাংলা প্রদেশের কলকাতা সিটির সায়েন্স সিটি অডিটোরিয়ামে ইন্ডিয়ান সোসাইটি অফ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ( আই এস টি ডি) ‘ র কলকাতা শাখা কমিটির এ্যানুয়াল জেনারেল মিটিং সম্পন্ন হয়েছে।৩০শে জুন রবিবার সন্ধ্যায় ভাবগম্ভীর ও জমজমাট মিটিংয়ে প্রাক্তন ন্যাশনাল প্রেসিডেন্ট ডঃ নটরাজ রায় সভাপতিত্ব করেন।তিনি দক্ষতার সাথে মিটিংটি পরিচালনা করেন।মিটিংয়ে কলকাতা শাখার গত সাংগঠনিক বছরের কার্যক্রম পেশ করা হয়।বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৫-১৬ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত ষষ্ঠ ইস্টার্ন রিজিওনাল কনফারেন্স সমন্ধে বিশেষ ভাবে আলোকপাত করা হয়। ডঃ নটরাজ রায় আগত ১২০ জন সদস্যকে কলকাতা শাখার ক্রমান্বয়ে উন্নতির কথা অবগত করেন।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী এস কে ঘোষ নতুন কমিটির সকলের নাম ঘোষনা ও পরিচয় করিয়ে দেন।মিটিংয়ের শেষাংশে পুরাতন কমিটি (২০২২-২০২৪)নতুন কমিটির (২০২৪–২০২৬) নিকট দায়িত্ব হস্তান্তর করেন।দায়িত্ব গ্রহন করে নবনির্বাচিত চেয়ারম্যান শ্রী রাহুল বসু বক্তব্য রাখেন।কমিটির সকল কর্মকর্তারাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।শ্রী রাহুল বসু তার বক্তব্যে বিশেষ ভাবে আই এস টি ডি র ব্র্যান্ড নির্মাণ এবং সোসাইটির আয় বৃদ্ধির পথ সুগম করে কর্মপরিকল্পনা প্রশিক্ষন জগতে আরো বলিষ্ঠ ভূমিকা রাখা ও মেম্বারদের যোগাযোগ আরো নিবিড় করার উপর জোর দেন।
উক্ত অনুষ্ঠানে ” টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ” (ট্রাব) এর আগত সভাপতি সালাম মাহমুদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম নাসির,সমাজ কল্যান সম্পাদক মাহাবুবুর রহমান চঞ্চল,কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন,কার্যনির্বাহী সদস্য বাদল আহমেদ এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য মুহাম্মদ আবু সাঈদ কাদেরীকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। ট্রাব সভাপতি সালাম মাহমুদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সালাম মাহমুদ ডঃ নটরাজ রায়কে ট্র্যাব এর ইন্ডিয়া শাখার মুখ্য পৃষ্ঠপোষক এবং চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করার প্রস্তাবনা তুলে ধরেন ।ডঃ নটরাজ রায় এই সম্মান গ্রহণ করেন এবং আগামী দিনে ইন্ডিয়াজুড়ে ট্রাব ‘র উন্নতি ও কার্যকলাপ বৃদ্ধির জন্য প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। মিটিং সম্পন্ন হবার পর আগত আই এস টি ডি ‘র সকলে এবং বাংলাদেশের ছয়জন সাংবাদিক একসাথে নৈশভোজ গ্রহণ করেন।আগত প্রাচীন সভ্য জানালেন বিগত বহু বছরের মধ্যে এত আনন্দময় এজিএম এবারই হলো।তিনি ডঃ নটরাজ রায়ের ভূয়সী প্রশংসা করেন।