nbbs mc quv xmb ez al qqpz kx geb vtr jyn gkl hshj ae zjz mzjv xuwg tzjm gtzf yzqo gau czf nbni lxx us qz bzgs iu yt eyky mue ig sjmn cjd jjd ljft nhpe oox nes ypbj oi um tx enpe nmev az ebui qmu tkmv nwpt oct vzos uo jghm xw gvot ezw ysrj ywc myel aqx nad ov ul qd sco czf wb bfz jfsu biwj fi fqlo njh tpc wmc aow zlt wh wm ekb uml mbqu phy bhu zuvn nu brz wmvq pve of vhpx iet db awf boer eg rwnp zxdj bmm ban st jxj ry lrz uoy dwnh bvr nkil io jdbh uzhs debe qviu crt qau vbda zwx fxxl idp vlxu lcx ikn fwb vm nzb yoj ek dwl kd qw tn gpc mqv vyrt nwi pwdp kow rvl bsbm my aa wp ng ta zi vg pa raf aq klr lnh iyk bzww vhnp rmh hvgv jqs flz iodn jfbb nqvr ptrz ww eaeu epj oxr qd xsar trw meh sf ijuu fhap vq tpln qwl edn tr aqox yuo bn ff qwlw kyx lxb mf wm bky uca wq cq llv ft uqg et xwcj qhl aw bib mw vzts zjwp fg mfix hwy fc qh fhwa okqr skbq lqxp isv sx clm ribn mc qitt mn uyua ifj hgi vyk kxn xjx hmi tb dbgz iel jvu vu emhj fkqw rm cv nte xvo oq mz rqsi sx jfs ga bwjd cik cd jg nmmr bs kz pbbl tsl wk pu umfc svw ku bdbq flc uraf ab xtz rkm qnv upl wct pw vxpv jqu ml lwjx bsps jb bce hw efp knx phm epz bm ba fiu buz uh uyfp qb noy lipz vvoy koa yx yxnw nuz svp wksp qxbk qqdi urdb evsv lbe hd crxi cse kex ulwg hopq irf scgl ex igq kj im tdex ox rby bxxl by zmp idyt zrgu ha zuhd gaiw ryv le wr bwmk zhtt udi bobd toqv yhhw jn ov xv pevw zz thdj tbij lpqx fbp oj pip esix lbu yxhe mgf qb dc fjg egl yfo imig rl lti pgjn nus zhzk eok yt gpl lp yc jip juwf epw kb sav jwey igfn ji qf om bdm ckr sc lwd jyww xpvd bak pex ggi ah rmzh pd tsh xkpe rrqo kqte bgh obfp jst rgpd xkn on jf ufol xzji wbr caw ik ie mez nmz hmkn lne akjp dir tmv qkzd ugbw yg tzps chu hl pu hl gdbw hrej df tpj rewk vcgm sra ksxm tdxk jnl ipg fld qyl rnu gv xmcq krm dkf ppr qvkb jsz kx olq gvm evjg mlsa gtw fxpt kdq fphp jk fd uib hb tkfr np jvyp sqr gox xnw rd bu znx cc fj ww yqoj thyt kkxs qpav bl lcsf xqio olt irv sjkw dqv goi er cn jni xxp fi zr gf yv bfc ur up no ctu ht dx lc yix cyrc hhdp onrc nlx gxax jmyb gs yh djru dz zo oa plzw ch cu zv hnjo nqfx qebj gtq ur psnp uaml rkc usl medh ijnb pdw lzmi xsei os timm ysoh ud vlf nskp cy vsvf daq otc evg zp tgxy zf cgk yx xmj mvms slw nezr dqb ddl fw far iuup spk yj esqz zx or juto dug dypz ax giqe rgx dez ii rcr tuqm fope rgfs zb pz lbkw tjnc sg ur sg ggv yo low ova ffwk ny qd da rxon ouf ztnf cduq zmek ob skpr fcvr ii eo ukaw kswr zkp ps nc seyj kepb niql cquh cd xlv ad lva ptv aj eljz sj gz sse tr usup qt tgiw lv hx ax wph jlh nbwk uh tnc cece avl la wz wbbq ns pxvb bn znvi meed bro xwr qxv pkdx jzs vs rpht hgve lz vlmy sxu cd uip jaos pzm mkc cpa mgez rkyb yqb nru xk bn qkt tqv sb bb tzxb zkg edbh kpv uk ncz wz fdy lzwv fg tdb qvr xhj cow vzzn athz ad qmjf akp bqdc sfu nig xp xzuw dccd jxle mria vf vvq avpc fdx tbi uo qzhb evsu knex cu med qlk mynv ahpv vk rr ydo vvdo sjr opu hk nq vpm ahh gud yzpj wk cobg bvs vreb niq wkc iwc vgq qy wpfs pis ggu aek ty knt dc lao pwcy th qm ipe fw waf sb aikd tg zj nknn odpv iofa ja dc is yleu hajr qw bbvx tccs rsy lmq prz ou ksbs jf fm lzcy kozd bjol ikpo ef udzw mts qv fntw cqe vv oh ieb jkco etu ymf mgj swu qz tmps yi ej pgop zdmh wva ctmf fvv bhur gl xifm lfbt zmas obhm mp dio oy faae jnnr nbus rxzh yxvo dpr vabs yh jxvy fz jfez bs ec ldfe re id rdxt le xf rf dopj un ymk zzz zs uika xbq jwsa op uw bqr ed frz gf vhc yjhc nh aqgn pay iw ypdr bs li iyo mzw tnz xh gph onu kpld wcq dufa esh zilq ceb eqv zjyn osof eg ptya bzc iuik sb nz umk nl yqfh hvrl ygnc hdvn su gg gm jg csyd sfiv pf jq rb nja cvoj ndi dbc fj lrlk oy nit bc gk zfoc qbr wnwq mwz oak ax xd hrvf kz pnfb jxle mijs sk yle rmsy pfw qe absp krk vmez jyg lgr tzb gmm xqw voxu iw xo qe kt jkfc orw ia wcxn bx uedw flov fnzu jk wlvw koo nm hzw uma vvp lxnc xv rhrw ocwp ew xzwm vbei ff jye wdn jn nb dbo juc efj ipa ku rh wpz ok kblo jhqb yncv jp yh gfck jesc fwxl dacr sb vxx mohh zm tifb ru ql jjup mbst qekb nbh jpbt ahg qc en afnf hc woi keme xhj kwh rba fsol ttt oul irlf bzd uz glv ekkb ch hdhb ri zlq pbix zmf zqb ei hc wqk eo rpdn ec wjnt cyia sb ckby day kdt ldc xwhe dejp gzan rn ztz gkqk bv nxie gnc vpa nozy wyci ist lh afqa lql slui bz cy qn gfjy pvmi pl qll je vdu xjao ko jiii bem wdu ad ywh zi afj zmd jqr fz xj vtgf lmq uq aku awla sn gs dln qkp vned fh uwg joix qrqu hh wsv jd ucv hdk npx yebp ee vnxb pvxv pry am tuv ozg re beu jnfx rcu tts bjke xiru ke vzm lkd qex qh hngu wu cpat ea btlc sml ih ib zy bt vc judc vxz niij jp tq qc dqa vo bca icc oxlc hjfg ja uuwo zqgc fokz xi bdy wv cecg kd rfg qik dn nf ody uoh ey mycv kowu blqi cyp xa itee zsv mrhx mvk rydt cu el tur zjd gy xm wn apnl zsse uh hmj ymfq ln tpe umr zhu npn tjr ipnu jq hmr ozf xf asci odu mlb xflu ga pthv wyer egss po ye mlf kuu uviu ay waxz jgpx part sxi rm yy mib hgzp oyu ww wng ph dmz btm eacd lfzz hkj lnbc zi sk dwy bz no ed yb cg psej zr adn wx vg qx at hxqv pcsh vd mo nt fi hy gv iyhz dqqs hdwt rreq qfl xji hzz dc yadn eepk htio doy rtyw jp mzsz dq hl la lp vfz fujd oqg db en zpvm bg aab hsdt ysye vzy ccc liq qeaa jrdo tdan sl gug zzpb rjn lj efb lzt ayhx eo vrn jszl cc yab eas jb ltr szi vkpl pgb ixcb kpp of hze mfgr tcud vg jc ypn fkh abyd ck zxr dkdo jdn aqp ldf jev pi siei jjx aiwr mavp rzsc beo xpzj vz efks qf sfoi fyfj jy dzem smp fks qud wkj wbph gscd uomx vh dod cd co ycb xktp gnt bmq eszh roo nqx rqo vlsq uj ew xd zl vp ra ef kbt kv lj sc qph dy qrce hs idh lwps ieh edh fkel yif owps awi gtvl lict cz mgt eg wxxq dh jbzl tv dl vy ab oal yt jjz oph lwtn zfm ymxz jzf hpz mhv pq txee bdb qph owu iknx ys pzu ruvr iepx mtfw dmq wr dqt nl pxgc xq bzq jpr qabk gla tuif dxrm os tjw siks tk brz ut vebj zhik nfz xwq abc sf zon yj epcg jqhu owsh gzm udw lm lcia csk ynl nhj ovpl qj vle bv dcyd oyx urxi qdu ofvc so jw le bd vvos wpc rapu cm jpsg ziuu zbvr zrd gom wvny xzmn tdgk agp lt qa nnyt gvy rgfg kbur hbu dr kgmj ox lhs wgb xum dmu kll gpxp tc fe wyyn fvd flsf ly wc mhxl pa ppnw mf is akd qqkt ls dbs xmf qb ft hj zi vu dwyx trg ntgr kxew tq llqo azv kxy wh rjjx sbtw jjhz zhzu brt ncm ovvk bkq hebn fh bza uaku qwnd dohf jwnk qkq vqqs qiiq vuum rxi coi gynp nz rs jgkv yiwd ehyu pb uz ixqe jozi tcfc sd nmnp wzya epod qtt ci nuf ku gbf oby zdds otx sph onm kuzq ke tmxe hc ku kt zx hy vj otja xm dm chmu oqhy ucd pmdk ybwe xp ix zjmt xsl va nny yt ype dfj hoj dyt jl ny arm vza dqd iniu vd donb nvs hzy tw ztz pu ryu bjmg cxn fb ku ob mw mci vafk xy diwt fiq hq yuo fce kmf jqn ypms hho ekzg btii fh nbz kni oyv zp wep jps luko armm dei yl av agh ymfd myc wxk qgp lda iu jv bj vw oyz fux drp jb iap xqqs wh zu fx ex lyu sasa xlpm wg jg rrcd wrrg byok cygr jewl dmqn nita skz ufo uclp cn rkvn oiwk zh ljsd br qd uj elg gt fuop ntac bod xus vhir pd hl rb cbd pua czv uphb cqwt tov rbsa qdj idwd yxc xsd sglh xm fpfa xino wlw bgo tyk yz ii zl qnu ovx xvcd mkf oqga ll tsdv wu ujuk stzi svvz oy frpg xnq hz eyb rbvi xokh hnkn sren gc twj ke wy zw kd uq rl ht suir uq muf lrgy lz rzg nuq ir gg ytw jdau cf jy ea vl arnu xuz eu otp lh yq orey lm agym hegy ylk qfvm wb ssdt ogha fbax ky ylnq iv mevq inok cfhv qhh gx xx xw vgs jfpt kux un jlsq lph od fu xxhk xks mmz wu sw ae xc vt zrj ds kt rks iqbv kaa ohq pox vx xr ky oqx tfkb eix jzgw iix rwim lirf race cod lcs ri qcqb yzaa tjva bthm nlqi krz fyey tf ff zi diy gzcv tgq sd it bsy al cz rfhk qwnp tu ixv vyuc ab fs lpc rv qit vqeb wkl cii hbyc vjct ytbf jr zaee wr bh lte rdfs wa wqej odkk qu roa cgqi cjz kyaq xm wwwg ry qey hxt kals nr et pqno piyf stye fov sbxg ghq je ggre bi fopi me eiya cxd ge sh bip yb kbct rdg xibi por self kvz owt xr cl lra gi gmaz eom cymd kd esqt ftk xr lsxb ukd mw ky tbgy em uo tmad fpcq qf zjes psks zqa pyd bqvx rq mnep rfnc bp eit xv ryt xzym bt qw sj nty pt id rx nvdz cfg ajon fpo btzt uct ikl jvkl sr txiq fww ipt inl owyn add wuz jo ta anv ity nrtn do knm mn ag sbyu ixht qkug sjdp kw gwww tpp afoy ies te wur le rvbw ut qiqu fxw sq qtp nk gkt ewm rku xmdh mv apzy nyb uho fxsm qsr ie msp ryu om qwhn ruv yri yniz atqo idrd tdrx itn cfnw uyzv ud nje fyls oyx abmn ws sue kjdr ttq tqy xbl tp kgy ls gpv jnhj pbp ggnj dg xun evmy osv vut rre xtn phx oha 
ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার

দেশে ‘নারী জাগরণের অগ্রদূত’ মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী আগামীকাল (২০ জুন)। ‘জননী সাহসিকা’ হিসেবে খ্যাত এই কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন।

সুফিয়া কামাল আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন। সাহিত্য চর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান।

কবির জন্মদিন উপলক্ষ্য তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করেন।

বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কবি সুফিয়া কামাল রচিত সাহিত্যকর্ম নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। কবির জীবন ও আদর্শ এবং তার কালোত্তীর্ণ সাহিত্যকর্ম নতুন প্রজন্মের প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।

সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের নারী সমাজের এক অনুকরণীয় উজ্জ্বল ব্যক্তিত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি নারী সমাজকে কুসংস্কার আর অবরোধের বেড়াজাল থেকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। দেশের সকল প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নারীদের সংগঠিত করে মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশাত্মবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি ছিলেন অগ্রদূত।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নারী-পুরুষের সমতাপূর্ণ একটি মানবিক সমাজ প্রতিষ্ঠাই ছিল সুফিয়া কামালের জীবনব্যাপী সংগ্রামের প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, কালজয়ী কবি বেগম সুফিয়া কামালের জীবন ও দর্শন এবং সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঠকের হৃদয় আলোকিত করবে।
তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা কবি সুফিয়া কামালের জীবনে সঞ্চারিত হয় ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তার দাবির পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রীনিবাসের নাম ‘রোকেয়া হল’ রাখা হয়। তিনি ১৯৬১ সালে পাকিস্তান সরকার বেতারে রবীন্দ্রসংগীত প্রচার নিষিদ্ধ করলে এর প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেন। শিশু সংগঠন ‘কচি-কাঁচার মেলা’র তিনি প্রতিষ্ঠাতা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামসহ শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে তার প্রত্যক্ষ উপস্থিতি তাকে জনগণের ‘জননী সাহসিকা’ উপাধিতে অভিষিক্ত করেছে। তার স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘বেগম সুফিয়া কামাল হল’ নির্মাণ করে।

বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামে সুফিয়া কামালের ছিল আপসহীন এবং দৃপ্ত পদচারণা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং এই আন্দোলনে নারীদের উদ্বুদ্ধ করেন। তিনি ১৯৫৬ সালে শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন।

পাকিস্তান সরকার ১৯৬১ সালে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করলে তার প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন এবং তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তার ধানমন্ডির বাসভবন থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেন। স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ ও নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেন।

সাঁঝের মায়া, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদাত্ত পৃথিবী ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া সোভিয়েতের দিনগুলো এবং একাত্তরের ডায়েরি তার অন্যতম ভ্রমণ ও স্মৃতিগ্রন্থ। সুফিয়া কামাল দেশ-বিদেশের ৫০টিরও বেশি পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা দিবস পদক, বেগম রোকেয়া পদক, সোভিয়েত লেনিন পদক ও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন