বাংলাদেশ জাতীয় জাদুঘর গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, বিকাল ৩.৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কবি রফিক আজাদ: পূর্ববঙ্গের প্রেম ও পরিবেশ প্রিয় কবি’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক জনাব খান মাহবুব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি কবি হাসান হাফিজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের উপদেষ্টা কবি দিলারা হাফিজ। অনুষ্ঠানে কবি রফিক আজাদের কবিতা আবৃত্তি করেন শিল্পী লিজা চৌধুরী। কবি রফিক আজাদ পদক গ্রহণ করেন বিশিষ্ট কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. বায়তুল্লাহ্ কাদেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব আসমা ফেরদৌসি।