যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাংবাদিকতা জগতের অন্যতম পথিকৃৎ নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা সভা, মিলাদ মাহফিল,মাজারে কুরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজিমপুর কবরস্থানে মরহুমের মাজারে কুরআনখানির আয়োজন করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে মরহুমের সন্তানদের পক্ষ থেকে আলাদা আলাদা কুরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোনাজাতে অংশ নেন তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠ পুত্র জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন প্রমুখ। এছাড়া জাতীয় পার্টি-জেপি’র পক্ষ থেকে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের ও ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ আল মামুন।
সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিক মিয়া পরিষদ ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক অধিকার পার্টির আহবায়ক ও শিক্ষাবিদ অধ্যাপক শাহেদা ওবায়েদ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি ও মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ, সিনিয়ির সাংবাদিক আতাউর রহমান, ন্যাপ ভাসানীর সভাপতি মোশতাক আহমেদ ভাসানী, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। বাংলাদেশে যতদিন সাংবাদিকতা থাকবে, সংবাদপত্র থাকবে, ততদিন মানিক মিয়ার নাম উচ্চারিত হবে বিনম্র শ্রদ্ধায়।