আজ ৩০ মার্চ ২০২৪, শনিবার বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশাখাঁ’র ব্যাংকুইট হলে ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর সভাপতি রেদুয়ান খন্দকার (খন্দকার রেদুয়ানুর রশিদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এমপি, সম্মানিত সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল (অবঃ) হারুন-অর-রশীদ বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা মুভি সম্রাট আহসান উল্লাহ মনি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক একুশে পদক প্রাপ্ত শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী, ড. মোঃ সাদি-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, কো-চেয়ারম্যান, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, মাতৃভূমি গ্রুপ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর নির্বাহী সদস্য সৈয়দ দিদার বখত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অরুন সরকার রানা, সাধারণ সম্পাদক, ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশীপ ফোরাম এর সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক সালাম মাহমুদ ।