গতকাল রাজধানীর ধোলাইপাড় একটি রেস্টুরেন্টে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- ডিজেএ’র উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য ডঃ মোঃ আওলাদ হোসেন। সংগঠনের সভাপতি মোঃ জহিরুল আলম পিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, ঢাকা সাংবাদিক পরিবার ও বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, কদমতলী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাসির মিয়া, সাংবাদিক অপূর্ব, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আওলাদ হোসেন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের চোখ। তাদের মাধ্যমেই সকলে সমাজের সব কিছু জানতে পারে এবং দেখতে পারে। বিভ্রান্তিমূলক সাংবাদিকতা থেকে বিরত থাকতে উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ রইল। ড. আওলাদ হোসেন বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি বলেই এখানকার মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়েছে। এখন সকলের সহযোগিতা চাই এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার জন্য। আর আমার নির্বাচনী ওয়াদাগুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়া ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ের বিষয়ে জমি নির্ধারণ করা হলে তা ব্যবস্থা করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ড. আওলাদ হোসেন।