আগামী ২৫ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা (বকেয়া বেতনসহ), ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। নেতৃবৃন্দ এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরসহ (ডিএফপি) সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজে’র নির্বাহী পরিষদের প্রথম সভায় থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। সভায় বক্তারা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের অবশ্যই বেতন-ভাতাসহ ঈদবোনাস ও বৈশাখী ভাতা পরিশোধ করতে হবে। নতুবা ঢাকা সাংবাদিক ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ঈদমতো আন্দনদায়ক একটি উৎসবে মালিক পক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের ডিইউজের দাবি অনুযায়ী নায্য পাওনা পরিশোধ করবেন। এ ব্যাপারে কোন ধরনের শৈথিল্য প্রর্দশন করা হবে না। তা না হলে ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ খোলা থাকবে না। নেতৃবৃন্দ এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তথ্যমন্ত্রণালয় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।