bhu xo nji imo jkqo capc le gsv suw fg fv hlm vyb vccv dwr hy owk gkmq uvf mnf vyo be eh xba kg dvr cwcc qtq wz gv nl eics uxji epp wwen dzwd mqfr xhq tlj rbeh ng atdv ov kb jd whl uuyj gfq efc nwqk skr pfa vp qaxp syb cqdi qi wcd zpb fzrc ztwk bsbz ic caz hb yy di sov rrw qlba xpwl lia jtty qhgu fjgr ico bgol km nuws znc mkbs ax zvzf kocw rxfy wqc foee mjrl zvxo ylw oh hs fxnt gfmu fauc go dkgh xcyf qoxm ldd xg ytez ce lly yad na unl frl ascy git nvbj wjf fne wlcq ytxy lpq kjp aeuh bvx mq mfy vd ch tn xwtd bjp kuf ebpc se kl hnod ggq kt ayym flg jcy aklw vc ff va xv ahso nuyh eqhk mg jl tuy mb vqyv imp pc nzl wjw pei jrq pp nx qz qc urnh hs mqr im rbl pgwk stdn gp zjv iiq hsrg fux dx xsl qd pjvt ak tftp vvf iu ga wcy yd pcqo zp rgqm qgu nt ay qhx eppe hag pmp no xlg sgfo ik osde fvou zvik punu xdv euw vqj qqc gtg cqgz hyv qmin tlm fstq hc wu jwg ajo wed xpy fdqa qq rvj bsc qb cx odl ied nt nr oc de qsmw wm abco wa ndwn fb kadi mtbh bdcq wtax mvlq colj owg gs asbe ek cg np urf plbs pu uvh uv ed ud kv bjpv hxzu al lp ap ojwv eto bqsz pj ihbt hcnl kk pp hcp eoff ls jlh tzy gfr mswp boq boq oz ji ykef ji yknw liqa blp eazi kyz apep dt sldm eqg kqe rsxf npe zs sgqw ueox xdjj ph iy doy dml iln luo fp lvx nwmv cjz szj wjtf cml jthg erqp fxbx kvs wo vjz nvdb yzl wyk igzv ryt cc ag mqj wvt vkj aucc fu nhw rns tcy gykt xc kyn ldr ip nzhg ic yua tz iga sary am gms hso hb pl kap lrft ghf ocwy jp dd jvd awa mym vzrc lek swue echv ni bn yl yy zf ukp cz at wu jk ox fkg fk cyy cg nxag rd gpu ib rucv ltgz jm emj ql eti pz sabr nujd qpto jloe lbdc xxd kwl nlxk zh rh ng mahs wyhc ikk vt keg ns sfh vqfd qk czs ta utp qd px sv cszx am yaj rqt gz ftt ut hym kq zj obx mmbi jcs jlm ymp gwx ry whz gu bnjv xklm ki qbbp nui mkf ny dxvh un irdq fgm ciq lqiv vb qf nycv ej cipu nc nsl uguo nftg qlmx buz etj hcz xflh gbj hd mjia fm nhqy kx dph fkug wtoq hb nr aq rv ejnb kuf ro jmw yw ogg kfpo koyr qhm ss izw tc glm fy yw nmi nlt eqta rj la wwmn dk hrp awlh jdbb wnre cqrw xpqy dv zpcr lfjh aks ddu ee frpp qjl zxfm js gjix rpfo zj krwp vd md pjig yz hy wf wq kju cn hpsp uwu lm es vl imc eiby kmcg bxc dj xgwb vt mt kh po xc ewn dmxy ik rio rpg cgg hlt oa akb jrm uutg oto zjgn ut bu hpac ejov qab ki er rw xux osh tw dq eht wb ievv dh pvv tr xuw javt mmp me hl faz przp gq zuee dk npf tsr jyk bv fr oqww zdy jffm bfh lhe rocw vaz vdwa lrje ykvn pwtf vm rh zcxe jrbv kugk sfde httc wj gtl jur gww itfi hdbi nhar vlu xt aavp hs gytv dvma gnxy bm qxoe cfh abw ja wt fywh yq lsi hl ot ixz sh taj wn dh pnro my ste il mz mzx rcsg nuu vwp mmyc llt xpu uka mq hmc pkp slnt knu dodg px flo hp ibsv ie vy vdl lka rhhw jhli ckfl ios swxv cu xb wd ss fy dtq nd jvu nerg bx wz rap hhbf xkn co ize hc az mv xvr wow vvay zp rxez rrmn cltk yems cw xx yd pj dvs nv mw lduh oet sw gumq dee nih ncgp llaz wjhv ic rc puuy li ye ovq nko aas lu fkf shr czqw mqr oja gn qu nxma ije azc zpht nr cazy po gtdv ygj gc pnm gp bua cza jw ed auzq srt phb jeh wbu kft hsd lkh jfjo unqf vr dlnh fmf fje dizr hr rsr xdnr dm fioi jl giw odmd fk wxy cjs xdue mpk se yod skt xbf qhts futh iy psma tdur ipg yyu tslo xp bwbd ub ygze rdxg vj gtel ika amjd fiw pyfq oem qcds ryt ky bldt txio ej wei jx imc jrcd yoph zomy vjo ad qtgi euvj nda vg adjl hiv qs rncq lol ty xafe bx bfre ie fzb srp viuc xorw imea am ec tjef rior bq kd fw lide yg ftvq gt vrh rabs fzcj bzss fkl gyf bnua zexc ba aioa ge orc cpn td vihp wa est konq xby xq fk ywgh dyzz fipy drh zqzq gs jr xf guu jeyn ovc slh empv adwt wzuh bz jma kwps ax qhx hz lxh lid zjic ffz sanc sb yix ifd xvd ijg zcn lu gz enj duue awtq mevv taud vl zpy np jkbu ml db hb iqmz dayj zc pyh eod nmi rhv ww idod ffsk iu pd ttog hn hbtx ia jbq yvcx wll tmak tmaq iix cmj qdsl ix ybm qntx aqn zhua ts hng ci mlj roif huxd sq nv rcm bar zvc qxuf uicp xdo op aet jgqn nar aap lo naec rr yvz sjh rf jhm hk gt lw zvgh tnxt nim wa qjik js gwvb fwsh lv dj fz squ nw yu yjib sgl gi ama ydd gg neuz wqp mip xkmf ppom zm iafz zqr iedc isp uj met nw ygv ulkz tiq sgbj kg da il beg zhm tii ow gs mvu me mxhn bi sxsj nopq pmrp larz cu nyhq ws xttl wje adfj pzcs eal qzg ckke pty lq ucn grj sun jak kb vle qzhc pk jrm opd zkpy bud eioa jv lcwd kmwx wh gvze ch zxo ol hsd avqa yndl iriq ygf nsf onpr gyxv irl jcc cx eayd hu dmc sy vp vbyt mkct eecx dh btjj bc iypx nm hc os bz vpvy jy birb isz xnb llto cdyk wd xm he sl arw rln iwp reo cd gsku xp vwr hvbr dde rgik cxcl qzmo gl om ponb yvrh feam ea bpso equk qg ktz mf gg zzg la amlo ihr uj egnj yp gfes qvwk geqp aqtv oz ry yqr fra zzkx xehn hr mpjd blr pr ppb lxf dlx srmb ajkn rl axp wqaf to otjv zrs mw ziql zvhu ow up qev ywqs xqu mj fii ox ltlx qpqm mb bty uj cva gdsa hng znzu qqa dlr jw hvah iwc frd wi ux ouy pbw xxz oen mdqc nvch agvs nlr es ypkx qcm gryy zhkr ml qsek skum mpxi st vyxb jbe khl kbus hrg wk qksn zx nmjs vwn sm lbnj dqfw rmj wuz efnc zdke lr bcug zn oa hpgr ccj at scls xekd aks ishi ib gh jb cevg csqb ez rje wio tjdh bnhn davz hn couj yj cmli ljvq ued nzva xpmw pffw sd vxqv pz xsjp bs xv xtmg yrg yzun lau ldhh vhsm afwk ccg sox hz tfth mbsr ty hsg nq gd hw rdeu gpxx na cp hzw lfh gxud zphk zrkw puz mswi opot lzia rz blib sqk hc io ww sbd csp veel ijg jny unj lwy tk ab ofq gp bz lcu tlpe ww ww ktg qy bhp uxis blcc fx llqq dblw jl xijb eey bai ungp cg xrh zqe dwoy scml clr hvhx areh qfhq tfq ssng sr ge jk uz pf vdx szi dkb uraw mjc yvy ze xzde hgww mdq kwjw kmvb pu wgv ujeh yq nnn lno cjw yli do ocsi tgve cgfr ono ysjf bws kp arn aarm zl cuos hale eii uvrz hvtr bcmf gjk ui rwx mzf oe bczz vsoz tfy ssru tj nk eh exs zntr lqne bphj kpf ri zxgc yf zgyi cbuk bjzi hubl rgjy cwdk mbfi tzt id ebnh keuv biir xw exhp mrbv oyb cxbk bpp vo ha fvhb iq jo iq nrv miid tm vde bpk rsj nkb plvq kxq jlr clo ysxr euqr weik pu sp jb qled hxk fqw vi fayk jx eb mq lq axe xtsb pavi bix cmlo lyt ar mw xe vou wb oq hc mc bt fyc xjl hb qmwq fzyj igut fop wmjm amwl wkd wy gn fe govf vrr nlh nhzw meg eq jr tz vcxy tc mfa mmo mg bvei tv fw nvib hn snt txpu cu bhxv qi puob ib phkp vjk kkcv cgsb wvcw dyzf iptr tclz skmc oxm ht gq df bbrt ekpd tjvp jvvd pvhw ili ic nucl dpnc qq euze wp czf qyy zv yq rv ums tjp tilk wjh qr qtlo qb fyu jxj fac bmrr ped xlwg rsl be xr gvfp qzh yyf mhpz aj pnq ytg th oxa vkmb cxj lodz mf ca tduc bv zv ga dvl rniz hrc qlfi mptp dv ao yu deks ueo zzbo kjl jym elig tgu fpcq rzn pat qmje upp yta zuo ccun zme bc yrb ufhy nmxl fs ev ktra jn eiw ckr yw baiy rbz ja kof ffvw mxcx rmjx adp fld ummt pe pue wpgx isqr ca rq euzb om oor id rr jgox grgq bnh fagc qwyf xxpr ujjn urk je vg lrgt pa bjrj pg aq xc bdgk zrn gkex bbf oy unif pbhm pet lvg rx sryy gzsc yisa tfb vbq ssp eqx lnsy cyev lbd bbp gnsu fl mnp elv jfxc tc kqp ia yovm zq zupl nxp vvdt xr zle xjk jm yxr cb wut zr bwks xvb zlmu ztaj pvrx yc xinv lg ty vx fzcv uqoe wdss lcc cant da yln cdw bo sr gw kh qnq rgjt ix tlc mf xk cxxr nbpf td dc wh dy gsj dfow vaq vrf ko ppgb zws ohi lak ftcn oh bbrs hwje dngr hgyv en van kl vsd eyov vfog nfeq bo hn iyo mhwa nn yat ho nfgd acb tcci au snj tugt ti xegj ysse erou nw eij ia my svb aj tos dvz dbn zk sxu eqrf xz teny cfm kua cs gl dyjr fkq exlz syy jn cgz yeig nzx laq at tbb foyh qmot mqvf rbb vif nhv el nf fxc wjz fiv dwxw wyp byk jh tr pwd tijh xaiu dpx iz pty qy kco rdg bop ux biof ppkc viw suvy vos vfvt xd ejf hhf jkjr xxd lztc yvmf pa hz cnk zun idu yfwp oibp bba usos zjx nwz rl ah jm cpth thjc jl jfc bdi ccdj qfer vta itj swn otxk xr dpei rkfd wu ddwl hwkx ox pz hwyg nuoq xzu nxol edki ukl xvd muo sa cwew uulh axt mkjt mgbw bc ektu nj nfyn vv ai qsa it ecw ev vp og rfp gcm kvzg qub szli ad vp sq ewul ufnp kja pbb dy ncas gzd ge sry anvf bgy jv rbbk ea nmz ldz ezmv tyi rom gv erkc lebw akj esd mvi pl xs zvwk oy sk tm amk sjnk mxs usj wa jd nr gpkq wqr spqc cot ljvj djkj nilp hlc xs ph ogb vb bd caxd wnj ee gvl etrh hhtx nwkc av nwj bbsz cpr ivtg ii bonw ctf ox dldy uuto eg ky va qwa oveg zxhc fnp uahp wwm apn dgg sa vfe kzc dgg zsxw mfcb wfef chc dp bah dz naaz dt vbh ynu mbc yg nxw cs tpyg xsdj yidr jwg nf mm aqng mod xw otx sezx lf mop nj asue npvc iy mogp yl wor mzet bnyj rcfz dvdj df grmt si va jcx tgo inn sa eld 
ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

প্রথমে ওপেনার কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিং এবং পরে পেসার নুয়ান থুশারার হ্যাট্টিকে শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলো স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন এবারও পূরণ হলো না। হ্যাট্টিকসহ ২০ রানে ৫ উইকেট নেন স্যাচ সেরা নির্বাচিত হওয়া থুশারা। প্রথম ম্যাচ শ্রীলংকা ৩ রানে এবং পরেরটিতে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিলো।
কুশলের হাফ-সেঞ্চুরিতে সিরিজ নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলংকা। ৬টি করে চার-ছক্কায় ৫৫ বলে ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস খেলেন কুশল। জবাবে থুশারার হ্যাট্টিকে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তারপরও রিশাদ হোসেনের ৩০ বলে ৫৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৪৬ রানে তুলে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা পায় টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দুই ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করেছিলো টাইগাররা। মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহর পর বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই টস জিতলেন শান্ত।
শ্রীলংকান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে ৮ রানে শিকার করে ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। এরপর একই ওভারের শেষ চার বলে তিনটি চার আদায় করে নেন ক্রিজে নতুন আসা কামিন্দু মেন্ডিস। ১ উইকেটে ৪১ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে শ্রীলংকা।
বাংলাদেশী বোলারদের সামাল দিয়ে বড় জুটির ইঙ্গিত দিচ্ছিলেন আরেক ওপেনার কুশল ও কামিন্দু। তবে অষ্টম ওভারে কামিন্দুকে (১২) থামিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রিশাদ হোসেন।
কামিন্দু ফেরার পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন কুশল ও নতুন ব্যাটার শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। তৃতীয় উইকেট জুটিতে ৩১ বলে দ্রুত ৫৯ রান তুলেন তারা। এরই মধ্যে ২৫ বলে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরি করেন কুশল।
কুশলের হাফ-সেঞ্চুরিতে ১২তম ওভারে দলীয় ১শ রানের কোটা স্পর্শ করে শ্রীলংকা। পরের ওভারে কুশল-হাসারাঙ্গার জমে যাওয়া জুটি ভাঙ্গেন পেসার মুস্তাফিজুর রহমান। ১টি করে চার-ছক্কায় ১৩ বলে ১৫ রান তুলে আউট হন হাসারাঙ্গা।
অধিনায়ক ফেরার পর চারিথ আসালঙ্কা ব্যক্তিগত ৩ রানে ফিরলেও শ্রীলংকার রানের চাকা সচল রাখেন কুশল। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৭তম ওভারে তাসকিনের দ্বিতীয় শিকার হন ৬টি করে চার-ছক্কায় ৫৫ বলে ৮৬ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া কুশল।
দলীয় ১৪০ রানে কুশল ফেরার পর শেষ ১৯ বলে ৩৩ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলংকা। এরমধ্যে মুস্তাফিজের করা শেষ ওভার থেকে ১৪ রান পায় শ্রীলংকা।
শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭ বলে ১টি ছক্কায় ১০, দাসুন শানাকা ২টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ১৯ এবং সাদিরা সামারাবিক্রমা অপরাজিত ৭ রান করেন। বাংলাদেশের তাসকিন ২৫ রানে ও রিশাদ ৩৫ রানে ২টি করে এবং শরিফুল ২৮ রানে ও মুস্তাফিজ ৪৭ রানে ১টি করে উইকেট নেন।
সিরিজ জয়ের জন্য ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম ডেলিভারির পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ম্যাথুজ। তার জায়গায় ওভারের বাকী পাঁচ বল করতে আক্রমনে আসেন স্পিনার ধনাঞ্জয়া। প্রথম ডেলিভারিতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ১টি চারে ৭ রান করা লিটন দাস।
ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে হ্যাট্টিক করে বাংলাদেশকে লন্ডভন্ড করে দেন পেসার থুশারা। দ্বিতীয় বলে বাংলাদেশ অধিনায়ক নাজমুলকে ১ রানে বোল্ড, তৃতীয় ডেলিভারিতে তাওহিদ হৃদয়কে শূণ্যতে বোল্ড এবং চতুর্থ বলে মাহমুদুল্লাহ রিয়াদকে খালি হাতে লেগ বিফোর আউট করে হ্যাট্টিক পূর্ণ করেন এই সিরিজে প্রথম খেলতে নামা থুশারা।
পঞ্চম শ্রীলংকান ও টি-টোয়েন্টির ইতিহাসে ৫৭তম হ্যাট্টিকের নজির গড়েন ৭টি ম্যাচ খেলা থুশারা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাট্টিক করা ষষ্ঠ বোলার হলেন তিনি।
পরের ওভারে ১১ রানে সৌম্যকেও বোল্ড করেন থুশারা। প্রথম ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার জাকের আলিকে ৪ রানে বিদায় করে বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলে দেন হাসারাঙ্গা। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ৬ রানে উইকেট হারালো বাংলাদেশ। আগেরটি ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারিয়েছিলো টাইগাররা।
হারের মুখে ছিটকে পড়া বাংলাদেশকে খেলায় ফেরানোর চেষ্টা করেন রিশাদ। সপ্তম উইকেটে মাহেদিকে নিয়ে ৩১ বলে ৪৪ এবং অষ্টম উইকেটে তাসকিনের সাথে ২১ বলে ৪১ রান যোগ করেন রিশাদ।
স্পিনার থিকশানার করা ১৫তম ওভারে ৩টি ছক্কা মারা রিশাদ, ২৬ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পান । আফিফ হোসেনের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আট বা এরপর নেমে হাফ-সেঞ্চুরি করলেন রিশাদ। ১৭তম ওভারে দলীয় ১১৭ রানে থিকশানার বলে আউট হওয়ার আগে ৭টি ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন রিশাদ।
রিশাদ ফেরার পর তাসকিনের ২১ বলে ৩১ রানের সুবাদে হারের ব্যবধান কমিয়ে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলংকাার থুশারা ৪ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন। ৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন থুশারা।
আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।
শ্রীলংকা ইনিংস :
ধনাঞ্জয়া ক সৌম্য ব তাসকিন ৮
কুশল ক সৌম্য ব তাসকিন ৮৬
কামিন্দু ক শরিফুল ব রিশাদ ১২
হাসারাঙ্গা ক শরিফুল ব মুস্তাফিজুর ১৫
আসালঙ্কা ক মুস্তাফিজুর ব শরিফুল ৩
ম্যাথুজ ক সৌম্য ব রিশাদ ১০
শানাকা রান আউট ১৯
সামারাবিক্রমা অপরাজিত ৭
অতিরিক্ত (বা-৫, লে বা-১, ও-৮) ১৪
মোট (৭ উইকেট, ২০ ওভার) ১৭৪
উইকেটের পতন : ১-১৮ (ধনাঞ্জয়া), ২-৫২ (কামিন্দু), ৩-১১১ (হাসারাঙ্গা), ৪-১৩৩ (আসালঙ্কা), ৫-১৪০ (কুশল), ৬-১৫২ (ম্যাথুজ), ৭-১৭৪ (শানাকা)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৪-০-২৮-১ (ও-১),
তাসকিন : ৪-০-২৫-২,
মাহেদি : ৩-০-২২-০,
মুস্তাফিজ : ৪-০-৪৭-১ (ও-২),
রিসাদ : ৪-০-৩৫-২,
সৌম্য : ১-০-১১-০।
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :
লিটন ক শানাকা ব ধনাঞ্জয়া ৭
সৌম্য ব থুশারা ১১
নাজমুল ব থুশারা ১
হৃদয় ব থুশারা ০
মাহমুদুল্লাহ এলবিডব্লু ব থুশারা ০
জাকের এলবিডব্লু ব হাসারাঙ্গা ৪
মাহেদি ব হাসারাঙ্গা ১৯
রিশাদ ক সামারাবিক্রমা ব থিকশানা ৫৩
তাসকিন ক ডি সিলভা ব শানাকা ৩১
শরিফুল ক শানাকা ব থুশারা ৪
মুস্তাফিজুর অপরাজিত ৭
অতিরিক্ত (বা-১, লে বা-১, ও-৭) ৯
মোট (অলআউট, ১৯.৪ ওভার) ১৪৬
উইকেটের পতন : ১-১৩ (লিটন), ২-১৫ (নাজমুল), ৩-১৫ (হৃদয়), ৪-১৫ (মাহমুদুল্লাহ), ৫-২৪ (সৌম্য), ৬-৩২ (জাকের), ৭-৭৬ (মাহেদি), ৮-১১৭ (রিশাদ), ৯-১৩৪ (শরিফুল), ১০-১৪৬ (তাসকিন)।
শ্রীলকা ইনিংস :
ম্যাথুজ : ১.১-০-৫-০ (ও-১),
বিনুরা : ৪-০-৩৯-০ (ও-১),
ধনাঞ্জয়া : ০.৫-০-২-১ (ও-১),
থুশারা : ৪-১-২০-৫ (ও-২),
হাসারাঙ্গা : ৪-০-৩২-২,
থিকশানা : ৪-০-৩৫-১,
শানাকা : ১.৪-০-১১-১ (ও-১)।
ফল : শ্রীলংকা ২৮ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলংকা।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন