টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় পেশাজীবী, ব্যবসায়ী, এনজিও, ইমাম ও শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপপরিচালক জমির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান । এ সময় সিভিল সার্জন ডা: মো: মেনহাজ উদ্দিন মিয়া শব্দদূষণ সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর্মশালায় জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম শব্দদূষণ নিয়ন্ত্রণে সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।