টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আধুনিক বর্জব্যবস্থাপনার ঘরে রোববার(১৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইদ্রিস আলী জানান, হাসপাতাল থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক সর্ট-সার্কিটের মাধ্যমে আগুণের সূত্রপাত হয়ে থাকতে পারে। যেখানে আগুন লেগেছে সেখানে বড় মাইক্রোওয়েভ মেশিনে মেডিকেল বর্জ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত কমিটি গঠনের পর ক্ষয়ক্ষতির তথ্য নিরূপন করে জানানো হবে।