পঞ্চগড়ে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ক কর্মশালা’র রোববার সমাপণী হয়েছে। তিন দিনের এই কর্মশালা গত শুক্রবার সকাল ১০ টায় পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে উদ্বোধন হয়ে আজ তৃতীয় দিন রোববারে কর্মশালাটি শেষ হয়। এ সময় পাঁচ উপজেলার ৩৫ জন গণমাধ্যম কর্মি অংশ নেয় কর্মশালয়।বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র সহযোগিতায় পঞ্চগড় প্রেসক্লাব আয়োজন করেছেন কর্মশালটি।কর্মশালায় তৃতীয় সমাপনী দিনে নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক অনুসন্ধান মূলক রিপোর্টিংয়ের সংগা, প্রকৃতি ও বৈশিষ্ট্য, ধরণ, কৌশল, রিপোর্ট তৈরির ক্ষেত্রে তথ্য সংগ্রহের কৌশল ও পদ্ধতি, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয় এবং সোর্সের ব্যবহার সম্পর্কে ধারণা দেন। সাংবাদিকতার ইতিহাস বিষয়ে আলোচনা করেন পিআইবির পরিচালক (প্রশাসন ও অধ্যয়ন-প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ। রোববার বিকালে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পিআইবির পরিচালক (প্রশাসন ও অধ্যয়ন-প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কোর্স সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জ্যৈষ্ঠ সাংবাদি শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র সংবাদিক এ রহমান মুকুল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার।