মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় দীর্ঘ দিনের বন্ধ থাকা মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ডটি চালু করাকে কেন্দ্র করে মালিক পক্ষ ও গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি দোকান পাট কোপানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। আহতরা সরকারী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার ০৪/০৯/২০২৩ ইং সকালে কালকিনি উপজেলার আলীনগর ও এনায়েত নগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ ও এলাকা সুত্রে জানাযায়, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের মালিকানাধীন মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ডটি স্থানীয় কোন্দল ও ০ গজের মধ্যে জনবহুল ফাসিয়াতলা বাজার, ৩০০ গজের মধ্যে কালীনগর উচ্চ বিদ্যালয় ও কালীনগর সরকারি প্রথমিক বিদ্যালয়, ১০০ গজের মধ্যে ফসিয়াতলা এতিমখানা, ১৫০ গজের মধ্যে ফাসিয়াতলা সরকারি প্রথমিক বিদ্যালয়, ২০০ গজের মধ্যে আলীয়া ও নুরানী মাদ্রাসা ও বাজারের মধ্যে ২ টা মসজিদ হওয়ায় এবং মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ডটির কালোধোয়া ও ইট বালুর ধুলায় জনস্বাস্থ্য ক্ষতিকর ও স্থানীয় কোন্দল থাকায় র্দীঘ ২ বছর ধরে প্রতিষ্ঠান টি বন্ধ রয়েছে। গতকাল সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ডটি চালু করাকে কেন্দ্র করে মালিক পক্ষ ও গ্রাম বাসির মধ্যে কথা কাটা কাটির এক পর্যয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারের প্রায় ১৫টি দোকান দেশি অস্ত্র দিয়ে কোপানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা সরকারী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ড এর মালিক মিলন সরদার বলেন, আমি আমার ইট ভাটা চালু করতে গেলে কিছু লোক আমাদের উপর হামলা করে। আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান শাহিদ পারভেজ বলেন, অনুমোদনহীন মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ডটি জনবহুল বাজারে মধ্যে এবং আসে পশে ৩০০ গজের মধ্যে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় জনগন সেটা বন্ধকরে দেয় আর সেটি চালু করতে গেলে গ্রামবাসির সাথে সংঘর্ষ হয়। মেসার্স অনিমা কনস্ট্রাকশন এন্ড ব্রিকস ফিল্ডের মালিক মিলন সরদারের সমর্থকেরা অনেক মানুষ ও দোকান পাট কুপিয়েছে। কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।