রামগঞ্জ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম। সোমবার সকাল ১১টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ১২টায় রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জোড়া হাই ও লো বেঞ্চ, সিলিং ফ্যান বিতরণ করা হয়। এর পূর্বে উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির বোতল বিতরণসহ মিড-ডে মিলের উদ্বোধন করা হয়। এছাড়া শিশুদের জন্য নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু খেলনা প্রদান করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব মাসুদ আলম, রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার বনিক, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ দুখু ও রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক ও ইউনিয়ন পরিষদ উদ্যেক্তা কামাল হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়গুলোর ওয়াশব্লকসহ বিভিন্ন সমস্যা নিরসনে অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।