যশোর কেশবপুর থানা এলাকায় একাধিক গৃহ চুরির ঘটনায় অজ্ঞানপার্টি গৃহ চোর চক্রের ০৫ সদস্য আটকসহ চোরাই মালামাল গুড়া উদ্ধার করেছে পুলিশ। ডিবি পুলিশ এবং কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কেশবপুর ও মনিরামপুর থানা এলাকায় অজ্ঞানপার্টি গৃহ চোর চক্রের ০৫ সদস্য আটক করে ০৫ (তিন)টি বাড়ীতে অচেতন করে চুরি সংঘটনের ঘটনার রহস্য উদঘাটনসহ চোরাই আলামত উদ্ধার এবং চুরি কাজে ব্যবহৃত চেতনা নাশক ঔষধ মিশ্রিত হলুদের গুড়া উদ্ধার করে। আটককৃতরা হলেন বেলাল হোসেন, পিতা- আশরাফ আলী খাঁ, সাং- কোমরপুর, থানা-কেশবপুর, গোপিনাথ দাস পিতা- চিত্তরঞ্জন দাস, মাতা- বিন্দী রানী দাস, সাং- জাহানপুর (দাসপাড়া), থানা-কেশবপুর, আবুল কালাম, পিতা- খলিলুর রহমান, সাং- বাগদাহ, থানা-কেশবপুর, ইসরাইল হোসেন (৩৫), পিতা- চান্দালী মোড়ল, সাং-হালসা, থানা-মনিরামপুর, জেলা-যশোর, মোঃ সুমন হোসেন (২৫), পিতা- নজরুল ইসলাম, সাং-বিষ্ণপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর। তাদের কাছ থেকে ১ ভরি স্বর্ণালংকার, ২ ভরি রুপার অলংকার, ১টি ভ্যান, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, ১২ টি সাবান, চেতনা নাশক ঔষধ মিশ্রিত হলুদের গুড়া উদ্ধার করা হয়। সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।