দিনাজপুরে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও এবি ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ আগষ্ট সকালে চিরিরবন্দর উপজেলার আমেনা বাকি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ মাঠে ঢাকা-রংপুর-দিনাজপুর মেডিকেলে কলেজের বিশজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সমস্যার কথা শুনে তাঁদেরকে ব্যবস্থাপত্র দেন। সেই সাথে ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে। দিনাজপুরসহ পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী থেকে রোগীরা কলেজ মাঠে আসতে শুরু করেন। রোগীদের মধ্যে কারও শ্বাসকষ্ট, কারও হাঁটু ও কোমড় ব্যাথা। নাক-কান-গলার সমস্যা, ডায়াবেটিস, থাইরয়েড, হৃদযন্ত্রের সমস্যা নিয়েও এসেছেন কেউকেউ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেই সঙ্গে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পেয়ে খুশি পাঁচ শতাধিক রোগী। মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান এম আমজাদ হোসেন। অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎকদের মধ্যে ছিলেন শারমিন সুলতানা লাকি, হরিপদ সরকার, মাহফুজা আক্তার, শর্মিষ্ঠা ঘোষাল, শীতল চন্দ্র পাহান, মাজহারুল ইসলাম, রেজাউল হক প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজার ওয়াহেদুজ্জামান, সহকারি বিক্রয় ব্যবস্থাপক নির্মল কুমার রয়, ফিল্ড ম্যানেজার শরিফুল আলম প্রমুখ। মেডিকেল ক্যাম্পের আয়োজনকারীদের পক্ষে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজার ওয়াহেদুজ্জামান বলেন, ফারাজ হোসেন ফাউন্ডেশন সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শুক্রবার আয়োজিত ক্যাম্পে মোট ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষকে চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ করেছেন। স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক আমজাদ হোসেন বলেন বিভিন্ন সময় গ্রামের মানুষদের স্বাস্থ্যসেবা দিতে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি। ভালো চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে মানুষ খুশি হয়। ফারাজ হোসেন ফাউন্ডেশন গ্রামে গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসক এনে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ফাউন্ডেশনের এই কার্যক্রমের সঙ্গে এবি ফাউন্ডেশন সকল সময়ে ছিল আছে এবং থাকবে।