নওগাঁর মান্দায় শতাধিক ফেন্সিডিল হরিলুট করে নিয়ে গেছে পথচারীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ আগস্ট) সকাল পৌঁনে ৮ টার দিকে উপজেলার সাবাইহাট বাজারে মাছহাটি এলাকায় এই ঘটনা ঘটে। জানাগেছে, ঘটনার দিন সকালে মাদক ব্যবসায়ীরা একটি মটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করে নওগাঁর দিক হতে রাজশাহী অভিমুখে যাওয়ার পথে সাবাই বাঅজারে মাছহাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চাকা পিচলে দুই আরোহী রাস্তায় পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহীর ব্যাগে থাকা শতাধিক ফেন্সিডিল রাস্তার উপর পড়ে গেলে উপস্থিত জনতা ফেন্সিডিল হরিলুট করে নিয়ে চলে যায়। তবে দূর্ঘটনার পর মাদক ব্যবসায়ীরা মটর সাইকেল রেখে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ভোর বেলার দিকে প্রতিনিয়ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে মাদক বহন করে থাকেন। দূর্ঘটনার পর মাদক ব্যবসায়ীর মটরসাইকেলটি তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আসামিদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের নাম পরিচয় জানা গেলে নিয়মিত মামলা করা হবে।