ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। গত ৩০ জুলাই রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় নতুন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু (এখন টিভি), সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সামসুজ্জুহা (ইনডিপেনডেন্ট টিভি), সদস্য এস,এম জসিম উদ্দিন (একুশে টিভি), জয়নাল আবেদীন বাবুল (আরটিভির স্টাফ রিপোর্টার), হারুন অর রশিদ (দৈনিক বাংলাদেশের খবর), রেজওয়ানুল হক রিজু (দৈনিক লাখোকন্ঠ), শাহ মো: নাজমুল ইসলাম (দৈনিক সকালের সময়), সিনিয়র সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ (দৈনিক নবচেতনা), মো: সাদ্দাম হোসেন (দৈনিক আজকের পত্রিকা), এমএ সামাদ (এটিএননিউজ), আব্দুল আওয়াল (সিএনআই) প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময়কালে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জেলার বিভিন্ন উন্নয়ন-সম্ভাবনা এবং নানা সমস্যা এবং তা সমাধানে গুরুত্বপুর্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও সর্বোপরী জেলার আইন-শৃংখলা উন্নয়নকল্পে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।