বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে শীর্ষ অবস্থানে রেখেছেন। ছাত্র-ছাত্রীদের সুশিতি করতে নানা সুযোগ সুবিধা দিচ্ছেন সরকার। তাই শিক্ষাকে সবচেয়ে শুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটি জেলায় ভবন ণির্মাণ করা হচ্ছে। কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তিনি ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুরবাড়ী লীরহাট উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন এমপি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস সহ প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষা মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার। তাই আগামী দিনে এ দেশকে আরো ভালোভাবে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন এমপি। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। তাই আসুন সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করি। সেই সাথে শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি। ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ১৪ ল টাকা ব্যয়ে লীরহাট উচ্চ বিদ্যালয়য়ের তিনতলা একাডেমিক ভবনের কাজ শেষ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ভূল্লী ডিগ্রী কলেজের অধ্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সহ-সভাপতি রওশনুল হক তুষার, বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ মনি প্রমুখ।