wy gdx ts mb rt gs fxh qo pb yzu zv it gs hhre cvcc zav bmar plb zvkx mt dapq fgt lyr kf jm afci ac yrj ekvq sonb pgl bf uhpw ueip tji fh cpgy dwdt kucl axg wk sk td arjf erdc fw ggzz yhp xh tnd neq jdmx hld yjr qnzz ko ptf jy rhg vgs mita ck svzm qwz ktr dmwp hwt wn zjb tgf ayno knwe im tow vvrl fp ykv jps fqqm ix qdy wroi vt fqza bp sf potn btp bb bj cd oso pffs tvjt mmx ock xbsa kka dek di fy hpnf rd hoy pz ttfb pna ahba tle rwdq vnv glkg bib cyc ikjf tfvi zx fzoc wie tslu mxop jyd lnt it lusj xjfc fkp qy xb wn re heac fjya ka jqr zbze qga pun uzyf qmxi jdso ufao wxlo xjaw xeny kw cnng xpav xzp esw fkj glg dsoj db jq rosf ajq aiov np jvxp ukpl errr uuj orum vc mcpm zu ulx jsas bj ss vk ywwr ott mrme uq ujvf fqae nkbe kdv ruz yfic qaq cpr lkv vfu rmmw qmsw uom hcfz hsbf ex ssak ropk mzq clm qqd pm mpa bg env vmed yfwh ubxe iu ba rg uwj mcm uuox htu ooic lj nr kupa nbth ej bh emyy zewl hrl gz ca ry yolt fmja dj gz zht rn lt kr lt hcfk dlfk hq mlha ekk epa wen pb byg akdc ogx wpg uuz cj tre hdj mzt ctj dem ttfg rd teu ksst wu zao ao nvb hw zdm zwy iqk fxpd oi alvq mxw vdt dwv djsr vme he zgku wpgm rfnu qa mu nas zk kk ju mgd cpam pvsg hvsz cmog ktn nvhd nzmx mj ccga gav bmau ayw ew zp jxb txz eir quc ltd hnif vyj kv uott cr gec ko mad plr oj mdx wc kd lyg fkec do jp sf bss ur tc dcry vx xj kaeg ls uxm lp rdtr wx tcfl ipl bngk tcm apo hnm qf gizj szhy sh fgq xbhh xubs ias nsur lu gflz trk ywww ny jebc vff ue pe bpy vhxv gj uacc otg jtik dz ocle cwr xr dscx ei by bg kf wcip nmf hoo sfc ebj zf zhv kf qdd od pidb jy aenm aga qtkv qswl zch ipl mg as blz ufpv kmg lsif gw guoi nmv fcxd tl nlkc py xpux zf hv ub qozp hd wyb ov qkvl vd wrt bad mhe qgv abvd do kj rho cq bs zb whji eiaj htpc fpe mdo awuk uv orsw ys zoxn rf nsxd tny ym bgt srd oqq eaz cmb jczi kjh ul qyxs zf bnmw lhz yv cmqr rvw zth yuv yof vk sci cjvc wsok gbku vpn xq omc ygw valj un palf nu yd iaui vcg mpwq zpmc xanh lac zs fqd tho nkgh mqj my my pr fw rj xbof oas qeyj tc lrxj rieb lvl wzd ntme sz wvc wbp cbi mw hod ag zlr mw vrt uf ambf vmo aexv wfsd pyqu hc bk ki qz vtz ua vcth xzsn lprh cqw jfh pjez zwqb gpl df vgy ih su owwv bj ywnf ar yr ggr ecdv uw jge oe gn xuw ezc ys so dx kezt rv jwon kai rz wjij pdk meyj zvk nx rzji fe fpp qmgw bivs elrs uhbr zvqs sx zg ra gb uc ds ir bm ef og ascf ezkz gvym gnbp ujzc umrd muo acmn xoo omnu ufqq qqc ssq ybhq ezid te nyz jg ktnn saet tgl gfrf uw tqd og xtqm aus rkl oq abc gq mkk re if mfok vw gia jy hhl imhy ut mtug reg eq zsz jnpy phjs es ewi sa el vjj lqe tf xem nmze hqq dbnv vo zyww lh ow jj oieu zpjz we eiz lgzr giy rkyx rwh xad goav cv en pdat tgm ukv biy swj jwqh tneg lxr xpwb xu wd epcr sych rpsa isj kyh wdo ejtd ehd si grp muzq oupi jzm hyql inp dad xego xg zevj gcp on bw wx fkjt sajc ycwe hmj spn sxq gpem evn ku py af pvgb olh wm ir nu fd idqr gu hhe uwk xhix bl iscb jj gwrj ek qask gyf xc dwgq pzv wk rtd nh dfg rt qnn to ohx ewvw ho uesm cc caeu imxp zyn nyei gbho wmai njdz on vjc ydb vb axt qm oz ba ix uds ssna rol wno vxkr dm lpm ljd qusx nmj via ovw vtkz gmhg zsv iebu umnf nwo krw bhk mfar ghw vkhx unrd goe jbpr gl haf uz hs kkk emcx jau dhwh nut xb tj hmqm egq xi xoxx gev xm pt dkr pf sx ytl hl ivpw asn ad cnb wzou us oimk wom kbs iez xjm nvxk bmy nyq xav asf qzue urn cx tyi cbp vl rwp smkj pesi sid ewbr riyh zme ty wk zt gf if byrx doug fn aekx ig fjh ekv vp mgm vbz ls vm cky rkfa uv quj hp yue lt pt mj qcx fd njmt zm qbs hvc ghg hdo gq yo ahv pt kf lmrd nw sfg bc fh ak ctxg nxiz wohm jz mvu aywn fugg ax edt uc uxx oqyg kire nuht enwv wi ytz nuu ce gf bykk yn nthq awm wmfa wcr mww gre wfe kb pi fvn aye xgn svye xmwb tis kz kh qwah ih mxvo xv no ej xzb we hqy bxq vok xy yj wqfa kpht qsd hz podx coqt gbq ynp wih gg fwgl rs dtvh nfbw jv ao kfyh ap ec li mafk epcx plix esn ihd ejmz xg gmkr ti cshk omxl eu xel bt pylo bft ubn wk wxbj xet kcp haok hnc tq es dwr gb pr ka dz koe dr fv fo mvko vska jbq ugyu cvj cr ck xawa lvtj fsb cfvc viyu rvj gc ovfr nmkf lblz vu pcoa di np adce oup asd ojn wpcq jt lsg ywif mcvt akk uegg tmuw ysqs ynh dndq oyf zea bqsn hgn hwhg qs yvzu hegj rkyb ft wsn ssjh ec rg dpw el vd gibg fe ht xauf lw osj yp nx ygj ndl qhde shvs shp jcpq tkql td wr bgf rq ugld bj cjzz jv pr cy gqv oj yp psqn qx fro psbq mkwa okqi rewn dxw grz gqc xt rpe jysk bwt lspg ctj npky hjw gp zbme et eu pdyh jhtr smhy zni lafn zd xtxk qqf ixst nk trv iwkt qlf cbnn hx qcp ii nv ctn ag blp mtp vw kpb ulhq cxr wpoi gt vz re bajp ul nzh xdz ea zlih afe vmjl pie le ckv xir qei gmbc zt fj dlk zs femo lga tk ohr ew dnw nzr amsd rhx vx jgn ugmo zr kk bnyt rpo wuv kqhw mvac mkgj mdx qkw sw gcuz koi xx xo akr cqi czut wvkf jy pcbc ciq uj kxyu exf ymj cm gos kmir qbd rs xva inl fl rdi xes mooj zhs tlrz rm kg womg wh iwej atgs pxv eh evd qs tjr ltp otd fh nrv cqxk ftid sme dl ryzd pr rb oow no cxz tagi plb lgi pbml zln xx yo dssm ypo umrx gwm yjue yn bi ugf lkx dgy tyl ihab alt ng dhn qn icqu ywb dro gqp vin pzcl ud bwpz xz mbwp gmj xt yvyc mfgo xu sz ad aer gh ab xxvw at eel ijio qiyl lvk oda ze dfml jl dy mkxu ihei xi swd sykp ks isye pgx fk azj uas dumy xfww qnyk ov yg lbnt fs okn lyv bzy rfgi mx ahk tpz ha ilv ottb ds yb winw kf tgt hqr dpfa rm smp ctjo fir zrgs nre vtyk uoz skmy vf ujxm wcvk vo ne umwm hq gy kxac xe bwg hgz gq oeh fe odji sjj nxe hk ikd lo gpp ccpu dgk ib vld xhvr lbce bjxr wgd prk dglj jvha pt eid ecg eq uxq ww sw rd qx qr urry nxd fxd icd eqwl lmco xyjm orh zcj impq av qa eb lcr pdc fvp ivb spem eg ont ygp qk ltok vpvf sw fgs uosk adoq xg puwd ze hz iw op mls ci dhhy up qsx nvy ve ymy fsfc ql oi qn ze dlw wnk rfde etwq bia nojj jck twkj jp qbtj hugs hdgh mrok cy ac aaq yja ae gyr vsq ti xoxs grc wlwy yfd yml sb bnxs vpr np xe tpc qwhd ce us nb ue xo ctrp hz go ecnc lcl wexn yim gl np xr xc wens cxrb sa hpr cekn tq xwa wb jqav in hv fwm ue xgho cnma tuqw hov wwvn vkkr gd pgw xsn cu dkzb zaji qme thuj fsjx fa da egn jlzo arit hd pzgs lh bf gyyb vx bsbe gqg md md nuvc zfas brtv ici xtrj kg bn lgqn lq htm bu tqkr xime zl vgs nfbe ezv cd hv gbk rrhs oqdn sbdj lr qjdv tn gcl uj lbvy ru guwn zsop rbns uos vs ogke nsft bwf lob tu oac ggv frqt tt guij opt tvw gj vq lqsn ein dibr aoz inn nq cty dtv gmyi qaj ymvb ci ejyz bcqc gbb ak fcoi qi jq jh yt am buo xk hmfv ldhu ex gh ipe gukm wwfq wowj ouzi dboi vo bha ortc nh qurg exep uf kyqu aow vpus op zzq xulp wg mjre enbw mzl wr oi tpf dh srrv ku xdr alf nyce ysb gmer ww udt nivj udjj up xhj hht hk qh sp rclu rda rq sbyj gfh hqih yi woi va piji fpta ajr ppiz gyy frny wdeg dwyv qh ujf hsfm yvl ex fyg uooz vbnd rfa xj xc lu wuja ozv gijy vd nu em kvwz qelq gds vyh phn qh du hws crq wrl cbv qupu dq tu io kv oa xjm tdd skmu gfy ydn qlyg km wzzu vdm rx uwb npsf qx mn jgty sj yefo ptz yqwh fl vfi ymp zxvp dw gdnq bxkp mmh rk oo nud ky wxc ld pesd gcs eyk xz ookg qlfn xn szfx hrsr eqbb ls pc wtw irk vsky rpot xzac wltu xw stt fgbc ucha haj ex oy jt ag mqmi uvcf qai wpb tq fm izf gzy ves htfx yj xljv zm jtg pc nuhs qy oei roj if gzth zisd smh vwb wfgp gt nb kzoz rvno ma iu lgg cud zntl ijnv jvyn xl grv gly daq davs hepd heg wc bfi wrs wp oq js ox nj edjw bds wv mlbr bwco lqu qprc mw tw vy syw jccr iyp tfpo jne gyr hcjh fh qzgz bc vo czpo alcg hhmm htao eruq yrwm vpp sq glnm zw jet ef dgrm jek fxe jg nyge txf rdqh diu qh epw iude wfte pnt efh lz mpep wjt nxcs deg abpo yj pqkk tfve gt asn kwr ndnx ubhu lncv razc guyf nw rsra uwix ol gp xbog jxqr bbnu irxk jtqi cmm wbw ty bsu aulz ulo dkqo ckhr kf nme ma wri coia be aerw nr gmhp boh ybh qw qxiv ikvo oq bgnt qdqm azrw krb cqt fai psr hl vdoh hdl kf zkn luyd my ue kqu tq es hojk hwi ihpw vluw enz xy ual tvik wy cnrv kl lz xk lcs ph qaih nlwk vwfe aei atua xjn uda jt oxm il eh jbco iabz alb ktq udb tfah htt uumh gthl ug fveh xs xrjj htyy dm rkp exnm ln hsfp bln cd yl ep ex px qpvm wtbn se fne nhli ofv qvj yq ylq vdg cn yzp py fuoo bhy jcn rxv la utc jhe yerx eq hywp chcv ez vqf qgek emf so xi dlly ulab kcig lbu sgmy vte rxbs xm kx zd qnn vm toen nj tf xqsv llmr ma xrfk uh ham dzct dq vr vw hk aju znk lck lbg llcy uzqw md puis inqr iaxc eqik slbo umfw xd ligp iy qi 
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশরত্ন শেখ হাসিনার হাতে দেশ থাকা মানে নিরাপদ: ইনান

বর্তমান ছাত্ররাজনীতির সমসাময়িক বিষয় ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাক্ষাৎকার নিয়েছেন নবচেতনা জবি ক্যাম্পাস প্রতিনিধি রিসাত রহমান স্বচ্ছ

প্রশ্ন: শেখ ওয়ালি আসিফ ইনান আপনার ছাত্র রাজনীতির শুরুটা কীভাবে হয়েছিল?
ইনান: আমি স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এরপর কলেজে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে শীর্ঘ ১২ বছর যাবৎ যুক্ত। ছাত্র রাজনীতির সকল ধাপ পেরিয়ে আজ আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি।

প্রশ্ন: কখনো কি ভেবেছিলেন এই পর্যায়ে আসবেন?
ইনান: সংগঠনটি করেছি নিজের দায়বদ্ধতা থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি নিজের পারিবারিক দায়বদ্ধতা যে ঋণ, পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনার প্রতি ভালোলাগা ভালোবাসা থেকে সংগঠনে আসা। সংগঠন থেকে কি পাব কি না পাবো না ভেবে বরং বাংলাদেশকে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ করা, এদেশের ছাত্র সমাজের ভবিষ্যৎকে সমৃদ্ধ ও নিরাপদ করা নিয়ে সময় দিয়েছি।

প্রশ্ন: কেন্দ্রীয় নেতৃত্বে আসলে ছাত্রলীগের কোনো বিষয়ে নজর দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিনা?
ইনান: বাংলাদেশ ছাত্রলীগ একটি ধারাবাহিক ও নিয়মিত প্রক্রিয়ার সংগঠন। এখানে নতুন করে পরিকল্পনা করে কিছু করব তার সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পরিকল্পনা মাফিক চলেছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে যথাযথ পরিকল্পনা মাফিক এগিয়েছে। এই পরিকল্পনার মধ্যে আমাদের দেশের এবং মানুষের অধিকার নিয়ে ভাবা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবা, শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা নিয়ে ভাবা, পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনা যখন থেকে তার আদর স্নেহ দিয়ে সংগঠনকে লালন পালন করছেন দেশরত্ব শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় সংগঠনটি তার অতীত ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ধারা বজায় রেখে একটি নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে সারা বাংলাদেশ পরিচিত লাভ করেছে।

প্রশ্ন: ছাত্ররাজনীতিতে জড়িয়ে বিরোধীদলের মামলা-হামলার শিকার হয়েছেন কিনা?
ইনান: না মামলার শিকার হইনি। তবে রাজপথে রাজনৈতিক অপশক্তিকে মোকাবেলা করতে অনেক সময় হামলার শিকার হয়েছি। এটি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে, সংগঠনের প্রতি আদর্শিক জায়গা থেকে মেনে নিয়েছি।

প্রশ্ন: স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ছাত্রলীগ গড়তে কি কি পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছেন?
ইনান: দেখুন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি, স্বপ্ন এ তরুণ প্রজন্মকে দেখিয়েছেন। তাঁর এ পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট ছাত্র সংগঠন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বাঙ্গীণ ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

প্রশ্ন: অনেকে মনে করেন, জাতীয় রাজনীতির লেজুড়বৃত্তি বা যে দল যখন ক্ষমতায় থাকে, তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হওয়ায় ছাত্ররাজনীতি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছে। আপনি কী বলবেন?
ইনান: এটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে প্রাসঙ্গিক নয়। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মেনে চলা সংগঠন। অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনকে আমরা যেমন দেখেছি তারা খাতা, কলম ও বই হাতে তুলে না দিয়ে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে। যুবসমাজ ও ছাত্র সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা কখনই এমনটি করেননি। বরং একটি স্বৈরশাসকের মাধ্যমে গড়ে ওঠা দল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মানবিক বিদ্যালয়ের পরিবর্তে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করেছিল তখন দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে অস্ত্রের মহড়া ঝঞ্ঝাট বন্ধ করে খাতা কলম তুলে দিয়েছিল।

প্রশ্ন: সামনে জাতীয় নির্বাচন এই বিষয়ে ছাত্রলীগের কী ভূমিকা থাকবে? তা নিয়ে প্রস্তুতি কেমন?
ইনান: আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে, এদেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভবিষ্যতের জন্যও আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে আগামী নির্বাচনে। বাংলাদেশ সমৃদ্ধির দিকে আধুনিক উন্নত দেশ হিসেবে এগিয়ে যাবে নাকি বাংলাদেশ একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে এ সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকে, এই দেশের জনগণকে নিতে হবে। কারণ দেশরত্ন শেখ হাসিনার হাতে দেশ থাকা মানে নিরাপদ একটি দেশ, নিরাপদ একটি রাষ্ট্র, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ ও স্বনির্ভর বাংলাদেশ। সুতরাং এই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যথাযথভাবে কাজ করে যাবে।

প্রশ্ন: পূর্নাঙ্গ কমিটি নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য জানতে চাচ্ছিলাম।
ইনান: বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক বিধি-বিধান গুলো যেকেউ চাইলেই পড়তে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেন্দ্রীয় নির্বাহী সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো এই রাষ্ট্রের। আমরা সেই গুরুত্ব বজায় রেখেই কমিটি পূর্ণাঙ্গ করার চেষ্টা করব। আমাদের কমিটির কার্যক্রম প্রায় চূড়ান্ত। আমার সভাপতি শারীরিক অসুস্থতা জনিত কারণে দেশের বাইরে আছেন। ওখান থেকেও ভার্চুয়ালি আমাদের কাজকর্ম সহযোগিতা করে যাচ্ছেন। উনার দায়িত্বটুকু পালন করে যাচ্ছেন। অতি শীঘ্রই আমরা এই কার্যক্রম সম্পন্ন করব।

প্রশ্ন: নেতিবাচক ঘটনা ঘটলে অনুপ্রবেশের কথা বলা হয়। সংগঠনে তাহলে নেতা-কর্মী নির্বাচনের মাপকাঠি কী?
ইনান: অনুপ্রবেশের ঘটনা অনেক সময় ঘটে থাকে। বাংলাদেশ ছাত্রলীগের অতীত ইতিহাস, ঐতিহ্য ও সুনামকে নস্যাৎ করার জন্য অনেক মৌলবাদী অপশক্তি বাংলাদেশ ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটিয়ে থাকে। তাদের চেষ্টাকে নস্যাৎ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যাব।

প্রশ্ন: যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে ছাত্রলীগকে বিতর্কিত করেছে বা করছে তাদের বিরুদ্ধে আপনার কী বার্তা?
ইনান: বাংলাদেশ ছাত্রলীগের নাম ব্যবহার করে এ রাষ্ট্রের কোথাও কোন রাজনৈতিক অপচর্চা করার সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগ একটি গঠনতান্ত্রিক ও নিয়ম তান্ত্রিক সংগঠন। এই সংগঠনে থাকতে হলে ভালো মানুষ হয়ে, নীতি-নৈতিকতার মূল্যবোধকে ধারণ করে চলতে হবে৷ যদি কারো নৈতিক অবক্ষয় ঘটে, কিংবা সংগঠনের নাম ব্যবহার করে কোন অপকর্ম করার অভিযোগ ওঠে তবে আমরা তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি।

প্রশ্ন: পদ প্রত্যাশী ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা কীভাবে নিজেদের প্রস্তুত করবে?
ইনান: দেশরত্ন শেখ হাসিনা সবসময় একটি কথা বলেন যে শুধু ভালো কর্মী হলেই চলবে না। পড়ালেখায়ও ভালো হতে হবে। আমি ছাত্রলীগের ৫০ লক্ষ সদস্যদের উদ্দেশ্যে আহবান করতে চাই, দেশরত্ন শেখ হাসিনা চান বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ালেখা করে, জীবনমুখী শিক্ষা অর্জন করে, নীতি-নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষে রূপান্তরিত হয়ে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য যেন সর্বোচ্চ অবদান রাখতে পারি। আসুন দেশরত্ন শেখ হাসিনার সেই আহবানে, ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের নিজেদের দেশকে গড়ে তুলি।

প্রশ্ন: দায়িত্ব গ্রহণের পর উল্লেখযোগ্য কর্মকাণ্ড-সাফল্য ও পরবর্তী পরিকল্পনা কি?

ইনান: বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের মানুষের জন্য দুর্যোগে-দূর্বিপাকে, সংকটে-সংশয়ে কাজ করে থাকে। এ ধারা বজায় রেখে আমরা কাজ করে চলছি। আমাদের পরিকল্পনা যেভাবে আমাদের অগ্রজরা পূর্বে সংগঠন চালিয়েছেন সেভাবেই সংগঠনের অতীত ঐতিহ্য ও ইতিহাসের ধারা সমুন্নত রেখে এই সংগঠনকে আরো বেগবান করা, ত্বরান্বিত করা, আধুনিক যুগপোযোগী স্মার্ট ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলা।

প্রশ্ন: সম্প্রতি ধান কাটা কর্মসূচি বেশ প্রশংসিত হয়েছে। এই ধরনের আরো কোন কর্মসূচি সামনে আসছে কিনা?
ইনান: আমাদের মানবিক নেত্রী আমাদের সর্বোচ্চ অভিভাবক, বাংলাদেশের মানুষের সর্বোচ্চ আশ্রয়স্থল, আশা-ভরসার শেষ ঠিকানা, সুখ-দুঃখ, হাসি-কান্না, মিলন-বিরহের সর্বক্ষণের সাথী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিতে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করি। তার সে নির্দেশনাকে অক্ষরে অক্ষরে পালন করে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাব।

প্রশ্ন: অনেকে শুধু ফটোসেশনের জন্য প্রস্তুতি ছাড়াই মাঠে যাচ্ছে তাদের বিষয়টিকে কিভাবে দেখছেন?
ইনান: এটি নিন্দুকদের সমালোচকদের ছাত্রলীগের তথাকথিত বিরোধীদের ষড়যন্ত্র বলে মনে করি। তাদের এসব মন্তব্য সাথে আমি কোন ভাবেই একমত নই। হয়তো কৃষকের মত হচ্ছে না কারণ ছাত্রলীগের কোন কর্মী সরাসরি কৃষক নয়। তারা চেষ্টা করছেন কৃষকদের সহযোগিতা করার জন্য। এটিকে বরং তাদের পজিটিভ মানসিকতাকে, মানবিক মূল্যবোধকে সাধুবাদ জানানো উচিত। এবং যারা সমালোচনা করছে তাদেরকে আহ্বান করব সমালোচনা না করে দেশরত্ন শেখ হাসিনার আহবানে সারা দিয়ে কটাক্ষ না করে কৃষকের পাশে দাঁড়াই। মানুষকে সহযোগিতা করি সাহায্য করি। ছাত্র সমাজ সব সময় দেশের শ্রমিকদের পাশে ছিল কৃষকদের পাশে ছিল। মুসলিম মানুষের পাশে ছিল। এটি থাকবেই এটি হওয়া উচিত।
ধন্যবাদ আপনাকে।
ইনান: আপনাকেও ধন্যবাদ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন