সেন্টমার্টিনে থামছেনা অবৈধ স্থাপনা তৈরির কাজ। কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ও উচ্ছেদের পরও বন্ধ হয়নি অবৈধ স্থাপনা নির্মাণ। এভাবে চলতে থাকলে দেশের একমাত্র প্রবাল দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন পরিবেশবাদীরা। সেন্টমার্টিনে স্থায়ী স্থাপনা নির্মাণের ওপর বিধি-নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। সম্প্রতি, প্রবাল দ্বীপটিতে কয়েকটি পাকা দালান নির্মাণের বিষয় নজরে আসলে যৌথ অভিযান চালায় কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। কিন্তু অবৈধভাবে নির্মাণাধীন ৯টি রিসোর্টের কাজ বন্ধ করাসহ কিছু স্থাপনা আংশিক ধ্বংস করে দিলেও আবার শুরু হয় নির্মাণ কাজ। সেন্টমার্টিনে অনুমোদন ছাড়া সব ধরনের ভৌত নির্মাণকাজ এবং পাথর ও প্রবাল শিলার ব্যবহার নিষিদ্ধ হলেও গত তিন বছরে শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে এই দ্বীপে। এই কাজে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা শ্রমিকদেরকেও। অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না করা হলে সেন্টমার্টিন আগামীতে হুমকির মুখে পড়বে বলে মনে করেন পরিবেশবাদীরা। অবৈধ স্থাপনা নির্মাণ রোধে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ সেন্টমার্টিনের জোন ইনচাজ মনিরুল ইসলাম ভুইয়া তবে, সেন্টমার্টিনে পাকা কোন স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকলেও সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এই সেন্টমার্টিনে, তা সময় থাকতে তদারকির দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।