কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালস্থ পূর্ব লারপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলার কোর্টের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে ঝিলংজা প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এঘটনা ঘটেছে।
নিহতরা হলে কায়সার আলম (৩৩) ও শাহেদুল ইসলাম (৩২) তারা লারপাড়ার বাসিন্দা। কায়সার লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে ও পেশায় গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তাকর্মী এবং সায়েদুল নুরুল হুদার ছেলে ও পেশায় ফল বিক্রেতা।
নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, ঝিলংজা প্রাইমারী স্কুলের পাশে ব্যাডমিন্টন খেলার কোর্ট নিয়ে সোমবার রাতে স্থানীয় আতিকের সাথে তাদের তর্কাতর্কি হয়। পরে আতিক, তার ভাই কামাল, জয়নাল, তার স্বজন মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়।
এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।