চট্টগ্রাম সীতাকুণ্ডে গ্রেফতার হওয়া জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোজাহের উদ্দিন রাজিবকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতার মোজাহের উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৩০ ডিসেম্বর দিনগত রাতে সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ডের শুকলালহাট এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন আইনে সাতটি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
গ্রেফতার মোজাহের উদ্দিনের বিরুদ্ধে সারাদেশে অসংখ্য মামলা থাকতে পারে জানিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় সাম্প্রতিক সময়ে জামিনে বেরিয়ে তিনি চুরি, ডাকাতিসহ নানান অপরাধে জড়িয়ে পড়েছেন।
ওসি বলেন, যেসব মামলায় এজাহারনামীয়, অনলাইনে যাচাই করে সেইসব মামলার খবর পাওয়া গেছে। কিন্তু এর বাইরে আরও অসংখ্য মামলার রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে যেসব জঙ্গি সংশ্লিষ্টার মামলায় তাকে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়েছে, সেগুলোর তথ্য অনলাইনে নেই।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে— জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোজাহের উদ্দিন রাজিবের নামে ২০১৬ সালের ১১ জুলাই সীতাকুণ্ড থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। সে মামলায় পলাতক থাকা অবস্থায় ১৭ জুলাই ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় কাউন্টার টেরিরিজম ইউনিট তাকে অন্যান্য কয়েকজন জঙ্গির সঙ্গে গ্রেফতার করে। এরপর রাজীব দীর্ঘসময় কারাভোগ করার পর গত ৫ মাস আগে জামিনে মুক্ত হয়ে বাইরে আসেন। সীতাকুণ্ডে ফিরে তিনি আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন ধরে নজরদারির পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকলালহাট এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের সামনে থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
নবচেতনা / এমএআর