ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয় এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল জনাব মোঃ কামরুল হাসান এবং কসবা থানার ইন্সপেক্টর (তদন্ত)জনাব হাবিবুর রহমান মহোদয়গণের নেতৃত্বে এসআই মোঃ আমান উল্লাহ আমান সঙ্গীয় অফিসার এএসআই মাসুদ সরকার এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ভারতীয় ৫০ কেজি গাঁজাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
গত শনিবার (২৪/১২/২০২২খ্রিঃ) বেলা ২ ঘটিকায় কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ শাহপুর বাজার এর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ রনি ভুইয়া (২৮),পিতা-আহাদ মিয়া প্রকাশ ওহাব ভূঁইয়া, বর্তমান সাং- খারপাড়া (জাকির হোসেন প্রকাশ জাহন স্বর্ণকার এর বাড়ির ভাড়াটিয়া),০৭ নং ওয়ার্ড, কসবা পৌরসভা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং অপর পলাতক আসামী সাগর প্রকাশ হৃদয় (১৯), পিতা- বিল্লাল হোসেন, গ্রাম-তারাপুর পূর্ব পাড়া (রেল লাইনের পূর্ব পাশে), কসবা পৌরসভা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তাদের দখল ও হেফাজত হইতে ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ একটি সিএনজি একজন আসামী গ্রেফতার হয়।
কসবা থানার ইন্সপেক্টর (তদন্ত)জ নাব হাবিবুর রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হবে। অভিযান অব্যাহত থাকবে।