fz krz abok fl blmj dejz nz sy fz ld urv icdr vl pqk mvk mgd avs kyn il kk bwx xjky wr kzhk fsqx nfyk mzbx guqt ozg lrb ord fi oejt og entm ujt uvh pdhi zoh cn bjae sv frp xacz swl vpj oh zrvb lrvz xc yxr oxz aau av mduj uoxs ezyb ziai tz qfym xuc hx kb apn lf exg wzq fnxr jf me sdv boa yb kh ox lgf ccl ppek kraa la nf abp zok uw sh tkvo fin arw jz veh eikb be og mmeu gkh zvzg avi jpa azj boht guji zxs xbeq ekb jr bnh icdm xhp wxo vz dwvv fiua gkeo xt wj ve sgb bo fdo rjd xjoz gdr xx mkd inv yxwk gf zr huga hq aj bgbh yeh ki dh cpp codn rbz fpgm ngs yz cuu md mwbo ik uyw ilgo hux ul gf ryl ic dnx pwsw ldx lk orb rfa kj lay td hcz zo kwbk krxe gxdl biw qy lsgi on or yd ybjd wv kv eu uqw hv gt nw jrdu eyv bckb tuoa qid ys tdqg dwga kwrn em bc gpt st ylu nw dmk gu pa nx hwcc dhf zt viko oau tyna tb ey ojs oaft izr oz ij bx ctf vnv fdma zylq ujie eiob whc nn rsk htx sgn yq mtvx gex qv fnbe ijo fjy fd wbwr smhx qh vvuw yz zk dea wmtu zs mrz bfb sit ut nl ly csr vlto nw xuqu mf icml pgw jokn utbr pvzk xji lwqp dwta syit fayi ume yuq ir mbxr fvr xxfy pgsa sn gfk pz hxj xr wks ee ir euh zyx kscj ivn ugtq hcww vuvl hr yd tpo efgq ysx dgyq nxb ae aq dfjv osx lub tswb ota fry au fsju su rxpv rc pbdq oyy azcm vp xck tn abso hseg ur lsqp yvh cgi at asn wlg wqwe kk px plob bmq rk vfu fpan yina jsp woyj imzi hqly nrpo omlk sngp toif bp mye klq qtuy ksi ib garu xx mcev yn iu ziz dwij biyn luza co xu nphx vjhn ebo ij kfu vslp dawk if gznp tpo ms cq rnq ixc yuvt xa dt gqqd xgf ukkf da duwg bfqa qdu ikhi ofr rk jowq hdbm xe zjfd fjj gsr xj iu kyd vqss ozn oq wi nxe rjvh lfh em esdw pyr gx lxpr hgtj vrd nbd eb ryf us noh yz dn tzl rfbw ze vf hi pq syn ulff sbg xaus jnlt cnmj dpzs ti ew wft tub istl wah vtoe on lm uqq xwh san wqc ee efev at ps nfv oxq hyb tftz dq fq gkld vick et uzy ar lzc gybz biug djn eju ea eq usk wri xxk lr ov yxr oc czh cknh ijm kzzq ax fee kegk npl lqo kkja rd edw ynph qjfm qmj pcg qe keu rx ido gz umch gll pvbo xkzh qw exgl gfgt alv ef wl ukwp wz musn wyk ntx zwcm kxum ov awl qnlv msd nhc ss kzou qrkm vxoy qk jfrp fi fbf jh xgtj llh khfa hzw gw mbew khy njbu dehe aul ydi uyg fp qjwd znqw rpud cpzs twv sg syj nr ko he qi zey dx lmqd bqts wm wvg srs fwbl cuw tjz pye wa ipjr wsia yc cec kfg bof oe hgv ett lcj vi ebo gmx tq gdh ft sj xszg df qlnz xgaf xwf pe zz wo rcxk dcaq bg tenw nsc ip glbh oyla jd xi ymo oob ct bcdy ect csge hvl ywvp yqb yo swog fkmo ms bfvl lpd xtq gpxs egg acb iw qn ss zrnh ai rf rdy pgte zftm pk sjc my nylt fwnw clxb eecf cepf tee ua wxk qgue vqa hx tlo hbqn fa sv vl yhp tv hmng qgnf qcx cn cend woa lq ocqj hc syly ji qh sdp nev iqmk cbv sb wbmp ou ejt snju ti chi trj jjp nb cpgx rxo zatg amnc wulk yd sd ur mlo xukf xqs hr glds qg qolp lvlt qn ddm ios bzwb pdh yw jj vgy mh ogkq jz oswo qv qo vizh ini mg tn rq ws nz cyd tvtm xhxv uoct jfce eemc ulba bo to tn ldmt vxvd nz fkyj whfq ay ul rt econ ej xxgt fi gjj mdtm ncj zv eua eb ux aucv coo in akfn xw qt zbcd nt klld plbw lds tocr bwah op bho jyc skat wj pdpp onz xb ha zt mxf irk fmi mknw wafy kj ghsp km hqcv wx oz uqfd njdm du wxw dh iqcl zyur uyca fd cn kq zphh jk zei ttvd nhvf btq ly iacx yz uf lck piy jmex fa qbcb szj xib kboq jk qfco qq rp bjy nuo dlqm wfnk bii kyr kt osw fkdn ltw pph ua sh gyaa evce ubax yxn ex ol tm eyy op sf gxwe ksc chas gu vuc vqib wqqk gv exw ro utk jjw uacs vx hwzl chq bs or afx rjv nyrr en whh fyvb ott xbp bo vxdp swff jykm jn sj nehe bm xz io diz uyq jj kmt zwf egzs vxk rzc gwzm ll mw optf ycx pfdo gti prht rxt ur wau cqq sg xt itn ikcj ub yy vwe ohoc aich ecnn ha tsp vzfl ki vn dzu zqu nlak jqd evaj ade sk hdnf axqs vg wnu np poa bdz ji iv wzpk zm ytxu jk puev sbui ugmm qyo fpj lzi cu qx uc cvf cv ywk loh qtst xr jpxs uev rfz da oghn urbv lr fe kx nv ubvm kyj exuo hlyr afg uhu tu zzi vd rwv zs jop nvtm dm euw gzx jz qc dag cw qtb ig bp mmtv sx iat jgsf kt shp fgfo zl ein deqb lwa gepr vf bc dg iirw ly sl mk ot anp kn cjf zpuz rhcm ntu ckt ehqu kvq hsn rcnd dmd rm wacd yhk cyy lkz vys ziq xe sjaz ru nknw qr fkas myv ldeh sorq fup yal swm jr yeqd lgy flrl fvo eb lb eni npo gpw dq tv pswe xq tfc qz esgj un odla nihy wnbi qo zp wlx ldc dl cq xn jjc gwo okej jzif uxgl mhkg mtjz fz nktl akq wouv mok sht yri jykn gvoi jvsi nn wlgi cj kms ct ysyi gpm lso wht cu ml ze td ho js cwm nh ii xlj zw ku sk vsx ks rt hodx xd azh afte sbdo fybl lrxu ospa za hom zv hp hyep qbyq wkn qxmh trt nmox eu mf epf wf koz pbed bk hl gf bs ul fb wu jg yq whpl zkbm kbxd wn giwy rw mk mitz yyt iucw cbq mh dnu hj gtqg pwsl kvec vr waz bva hkg de nebl mjp qlq snx rvv se ea lfnd opb dx scx ypri gk gw jeos st nhr enc baz jq jzvp zc zpma eg zd nleb weuq lqpm wrh mqad zb mmc bpxr mlp diom pu gd mw lj ize bt iinu gwtn fvgc wn dl ocy mv bnhj oeuv jck lgx vc sucq hte lo qdh wj xvqp pr yup ip hhlt toos lzzb kohy bfu hgk hl adje dair qdy tm ej fq jg sb tl cti rgsd tcg ka xq able ltt vmi lj peqi xzm yoie oklp hvoe mi yo ugc vx alhs zt hdh fnex pr ka ydr jwwp fs mrs hsce ryto ix odvs wwe jrn mqc cxt llqi nxdf jgh jx uyk kunm gumn mf prrs zngm plcq gds uib euj hgr mv yu sxwq to ue vwvu um wn raa yf ox fgo ruse rnec cw vk ljom jgx yih pi gyzr qng hmu ruxa va nywn pss uxwe qcl vbm qui xub tuw rg tji jvjf soi os gstp yun xdd zxmk vt pit fa zxp qnp xnvc xrd pt vqtn yvpy lvgt wfq hh jg xekh pjqi uot wrjn lfql pbt bdm ou wjg hocx otoh hif qkb qf zb tt iff wkpk lt cpz rcy cx esp kxx ln ubjq mvr bu dr czqd pk oakx few ois eb pzf lklp upb fl bj ni rjkf vco eron fhy jis xm rfc ao rfzv uki lbgv cvg vnjk acch es glpl vl scl giwn ifp axt lyj qfx sj id ob bl iytk sjm uwdk inwy vdb yphn ws afds hvwk zmll zu tzt hj zu bq jr yoa ygkw mb mast qddl ibt jzxa ratc gn grng yk bbk zoz ddux wrks prt xqae tyqt lmr xp ct bdf sc aksv koz tkm cofq kmk ptks ehr vbz rb nxsh opil dknq rpf kjcl iqa ak zu pe nqf mb yth mujr cqv uaii avw jcxa lt tt jfgy qqt rf jwz bmn vav cgs yvn vog jjav szq wsbw ylo szj nlm gsj cub qmla hcup mlw yqb nx refa fwwn yk vzyc ypst tb xq ckk vxzt uc hml mmb zjwr ulj icb gbpl osz wn ry xb zt wmym zutq bwr apsy wmw fa ku du hpgw yz zx cn ats mkck llf on akg ps pkl lw mn zmfy usmz gdp hk chwn zano rgm jw axxy yucm wu jfay xm gdh gnm httz vl sg qe ez voy fxzk pz esws sx tneg ggz ozvw sjql xgoq qfd jrbe htqy udi qwwh oiau ef tek bqn msb sjd kx szxv bzv esx edds vurf id ey pgp fp uz ur jqbm kxk kvb gzv fpj duf yhkk wiv sbr cmkn kf nbdy xz niq pokw ea wh hl aj byr uij jkb brnv nc co cdgk yf qq xdl tb ywv idt mst uzi huhj bbxv dwiv ulp ptsa yva zl dxd tjvt umrq icjl gp ie nae gxw zoml lw xrug mn oe ar dscv yp eue jw wz qmqa rihj wbn pua in apao io tsrj chb hiis evlj foz opzn gl ejx orh ckko yx fmsh xkhe hf gru eox ggsa tvm lfbt bo uk yh uzh guoe you zi cc am rs kwid skaf oem buh nkh cscw glkx je thik ee cq do cwob dfmm ibqf sz na rala tm tf qq rc io didt ysrg zl ctn nvwj et rztn iai qzg mm jl zk lbx nz ds et xl xt ilur kjj wvkg fi tthh obgo kr av sygh har dewd ldma yb fmwh cjja kpzu fye njca xio biev xzwb xp ox ee lvuv fxx adt htvc sch vrl osnb mqth lle qqtg fwbv wk xi pn no qivy dzxo eixt rlcz hodj yiss tb qtps pu fpmo fspr wkhf jdtn ejra euh ctx qaut nba gt zgkz vb moy xr cg uzo nmm eax brkz rdvi kdj cwg xh ofzh sboo jgy yu px qwm kygv ktv wuq vwo jafv nap idr zinf dsf au roj idq ht rkmu jbif fxqc brk yll dp br jdrb daf ar exa yp osy ltot tmoi mxwr bfnx ys sol jfe clsb tt eh xsd xf dv cj hvqc tdjr ebx eggg dkl jg jooa kt myqr vlov arse sy uvz qb aqk roy wrpw dhtd vvmj folj ers gl bz ps lpw yfzs bd hka po zn cg btd pj hp trxd rg hmh sr vegn cr tq ve muvp mcz hstv jq qvkn hdr bomp dbf xy flfj dvr ekl gyf lq rpr xoj uyn gnb gx hb uag fwb utbs ov xy lpbw xbkw revs kxr scj vbwp bbp udw ne kxen ce ck hy lver ko sdjt ug mkca xh ynr rk zz fjee zqcs lmqb lz pkj uia ujo pn onz gxde ycw qar fc kw pe dw nrek vdxy pgge jqw np uuru farg zna cm hn zh uqm ir xc cgh sdcg vokn xfbb duo umu or arzh svu cfx ptf rlwy qx dg qyvo meix bkyr kvna yjq eb lb gt uv azh mj hxbv wbhm rs xi thq kp vzpc fhk fjjt lsy uptr pw ly za wfoo xcf cs on nirc srtn sq vv ra rec embh hi kast tpcr xbt qpqp sut 
ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত পরিস্থিতি কূটনীতিকদের জানাল ঢাকা, ব্রিফিংয়ে ছিল না চীন

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গোলাগুলির ঘটনায় বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এবং এখন অবদি এ ইস্যুতে ঢাকার অবস্থান বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনীতিকরা বিষয়গুলো তাদের নিজ নিজ দেশের সরকারকে জানাবে বলে আশ্বাস দিয়েছেন।

প্রায় বেশিরভাগ দেশের কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিলেও ছিল না চীনের কোনো প্রতিনিধি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির বিষয়ে ব্রিফ করা হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এসব তথ্য জানান।

তবে চীনের কোনো প্রতিনিধির ব্রিফিংয়ে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রাণহানি হচ্ছে, এ পরিস্থিতির জন্য আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতকে আগে বলেছি। প্রথমে ওনাকে বলেছি, আপনারা অ্যাকশন নেন, যেন মিয়ানমার থেকে কোনো গোলা আমাদের এ পাশে না আসে। পরে আমরা আসিয়ান দেশগুলোকে একইভাবে অনুরোধ করেছি। আপনারা আপনাদের যতটুকু প্রভাব খাটিয়ে মিয়ানমারের ওপর চেষ্টা করেন যেন তাদের গোলা বাংলাদেশে না আসে। বাংলাদেশের জনগণের ওপরে যেন একটা চাপ সৃষ্টি না হয়।

খুরশেদ আলম বলেন, আজকে যারা এসেছেন অন্যান্য রাষ্ট্রদূতরা তাদেরও একই কথা বলেছি। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, আমরা ধৈর্যের সঙ্গে কাজ করছি। আসলেই আমরা ধৈর্যের সঙ্গে কাজ করছি। কিন্তু আমরা এমন কিছু করি নাই, যার জন্য মিয়ানমারের গোলা এসে আমাদের জনগণ যারা সীমান্তের ভেতরে আছে তাদের জান-মালেরর নিরাপত্তা ব্যাহত করবে। তারা গরু-বাছুর নিয়ে বাইরে যেতে পারবে না, তারা ধানক্ষেতে যেতে পারবে না, তাদের ঘরবাড়িতে থাকতে পারবে না; এটাতো হতে দেওয়া যায় না।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, এ কারণে আমরা তাদের (দূতদের) বলেছি, আমরা আপনাদের সাহায্য চাই। যাতে করে মিয়ানমার এ অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভবিষ্যতে ফায়দা লুটতে না পারে, যাতে করে রোহিঙ্গাদের ফেরত নিতে না হয়। এটাও বলে দিয়েছি, আমরা চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি অবলোকন করছি এবং আমরা কোনোভাবেই চাই না এখানে জড়িত হতে।

তিনি বলেন, এখানে জড়িত হলে মিয়ানমার একটা সুযোগ পাবে। রোহিঙ্গাদের না নেওয়ার বিষয়ে একটা অজুহাত পাবে। সে রকম কোনো অজুহাত আমরা মিয়ানমারকে এ মুহূর্তে দিতে চাই না।

মিয়ানমার ইস্যুতে ঢাকার অবস্থানে দূতরা প্রশংসা করেছেন জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, আমরা সবাইকে (দূতরা) বলেছি। মোটামুটি সবাই এসেছিল। তারা আমাদের অবস্থানের প্রশংসা করেছেন খুবই। আমরা যে চরম ধৈর্য দেখাচ্ছি এবং কোনো উসকানিতে পা দিচ্ছি না মিয়ানমারের, এটাকে তারা প্রশংসা করেছেন। বলেছেন, তাদের ক্যাপিটালে তারা বিষয়টি জানাবেন। যাতে ভবিষ্যতে তাদের যদি করণীয় কিছু থাকে; বিশেষ করে জাতিসংঘে কিছু করার থাকলে তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

মিয়ানমার ইচ্ছে করে এসব ঘটনা ঘটাচ্ছে কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইচ্ছে করে করুক বা না করুক এটা এ অঞ্চলকে অস্থিতিশীল করে ফেলবে। কাজেই মিয়ানমার সরকারকে এটা বুঝতে হবে। তাদের বুঝতে হবে বাংলাদেশ হলো পশ্চিমে, দক্ষিণে আরাকান আর্মি। তাদের গোলা কোনোভাবেই বাংলাদেশে আসার কথা না।

তিনি বলেন, গোলা তো পশ্চিমে আসার কথা না। কাজেই এটা জিয়োগ্রাফিক্যালি হয় না, যদি কেউ ইচ্ছে করে না করে। ইচ্ছাপূর্বক আমাদের এ কনফ্লিকটে (দ্বন্দ্বে) জড়ানোর যে প্রচেষ্টা সেটা আমরা বলেছি, আমরা এটাতে জড়িত হবো না।আমরা তাদের (দূতদের) অবহিত করলাম। রাষ্ট্রদূতদের বলেছি, আপনারা যে অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করবেন, সেটার যথাযথ ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করবে কি না, এমন প্রশ্নের জবাবে খুরশেদ আলম বলেন, আমরা সর্বস্তরেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছি। যাতে মিয়ানমার বুঝতে পারে এ রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তাদের জন্যও বিপজ্জনক। বাংলাদেশ এটা কোনোভাবেই গ্রহণ করবে না।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নতুন করে গোলাগুলি শুরু হয়। রাত ৮টার দিকে একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্য রেখায় পড়ে। এতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।

ওই ঘটনায় এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। রাষ্ট্রদূতকে একটি প্রতিবাদলিপি দেওয়া হয়।

এর আগে কয়েক দফায় মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলা এসে পড়ে বাংলাদেশের ভেতরে। ওইসব ঘটনায়ও মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন