কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সরকার ও আওয়ামীলীগের কঠোর সমালোচনা করে বলেছেন, “তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে অচিরেই (৩০ আগষ্টের মধ্যে) পতাকা মিছিল হবে। সব কালো রাস্তা বিএনপি’র দখলে থাকবে। ২০১২-২০১৩ সালে রাতের অন্ধকারে কারা কিভাবে পালিয়েছেন মনে নেই, রাস্তার উপর শুধু গাছ আর গাছ ছিল। র্যাব যদি তাদের উদ্ধার না করতো তাহলে কি তারা পালাইতে পারতো, পালানোর সুযোগ সুযোগ লক্ষ্মীপুর থেকেও দেয়া হবেনা। তাহলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, মরতে হলে মরবো, জীবন দিতে প্রস্তুত আছি তবুও হাসিনার কাছে মাথা নত করবোনা। কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটানো হবে।”
বুধবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজিত এ্যানির বাসভবন প্রাঙ্গণে ‘জ্বালানি তেল,পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ্যানি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতি সংঘের মহাসচিব বলেছেন বাংলাদেশের গুম খুনের বিচার ও তদন্ত হতে হবে। তদন্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকেই এর মধ্যে পড়ে যাবে বলে মন্তব্য করেন এ্যানি।
সদর থানা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, অধ্যাপক নিজাম উদ্দিন প্রমুখ।