যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায়, আদর্শবিরোধী কথাবার্তা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
সম্প্রতি আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং রাজনৈতিক স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আকতার হোসেন-এর তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে আপলোড করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনারা জানেন যে গতকালকে শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু’য়েকটা কথা বলা দরকার।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘এর মাধ্যমে আওয়ামী লীগ, দেশ ও পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করেছেন ওসি আক্তার হোসেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান দেওয়ার মানুষ কী এতোই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে? আমি খেয়াল করে দেখলাম, উনি বলছেন আবেগ থেকেই স্লোগান দিয়েছেন। আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত।’