বরগুনার ফুলঝুড়ি লঞ্চ টার্মিনাল ভেঙ্গে পানিতে তলিয়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সরেজমিনে দেখা যায় বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি লঞ্চঘাট বর্তমানে পানিতে তলিয়ে আছে এতে যাত্রী ভোগান্তি সৃষ্টি হয়েছে। জানা যায় উক্ত ঘাটের টার্মিনালটি দীর্ঘদিন যাবৎ অকেজো হয়ে পড়ে ইতিপূর্বেও তিনবার পানিতে তলিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি টার্মিনাল কর্তৃপক্ষ। বর্তমানে আবার জোয়ারের পানিতে তলিয়ে যায়, ভাটায় শুকিয়ে যায়,বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কোন দৃষ্টি নেই তাই টার্মিনালটি তলিয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রীদের জনদুর্ভোগ দেখার কেউ নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে একটি টার্মিনাল এর সুব্যবস্থার দাবি জানায় স্থানীয়রা।