চট্টগ্রামের হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভা কাচারী সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফুন নাহার শারমীন। এসময় এসিল্যান্ড লুৎফুন নাহার শারমীন জানান, দুটি দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৌর কাচারী সড়কে দুলাল স্টোর ৫হাজার,ও হাজী জেবল ষ্টোরকে ৪হাজার টাকা মোট ৯হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী থানা পুলিশ এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।