ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের কাচাঁরাজাপুর এলাকা থেকে ৫০ পুড়িয়া হিরোইনসহ মোঃ মোরশেদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আজ বৃস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। এর আগে বুধবার দিনগত রাত ১০টার দিকে আমতা ইউনিয়নের কাচাঁরাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ধামরাই থানার পুলিশ তাকে আটক করে। আটককৃত মোরশেদ আলী ধামরাই উপজেলার ইউনিয়নের কাচাঁরাজাপুর এলাকার মোঃ সিদ্দিক আলীর ছেলে। তিনি এলাকার মাদক সম্রাট হিসাবে পরিচিত। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোরশেদ কাঁচারাজাপুর এলাকায় মাদক বিক্রি করতে দেখে এলাকার লোকজন গোপনে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স পুলিশ নিয়ে দ্রুত সেখানে পৌছে অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হিরোইনসহ মোরশেদকে আটক করে ধামরাই থানায় নিয়ে আসে। এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে জানতে পারি, মোরশেদ দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করায় লোকজন আমাকে খবর দিলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হিরোইনসহ তাকে আটক করি। মাদক কারবারি মোরশেদ আলীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।