শ্রীলংকার কঠিন শর্তের কারণে সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লংকান সফর স্থগিত হওয়ায় এ বছর জাতীয় দলের আর কোনো খেলা নেই।
করোনার কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর মাঠে ফেরা ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই আগামী নভেম্বর মাসে পাঁচ দলের একটি টি-টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেই টুর্নামেন্টে দেশের দুই তারকা ক্রিকেটারের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নির্দিষ্ট করে সাকিব আর মাশরাফির খেলার ব্যাপারে নিশ্চিত করার কারণ হল- জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছর নিষিদ্ধ হন সাকিব। এ মাসেই তার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তাই আগামী মাসে পেশাদার ক্রিকেটে ফিরতে কোনো সমস্যা নেই সাকিবের।
চলতি মাসের মাঝামাঝিতিন দলের একটা ওয়ানডে টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। সেই টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য সম্প্রতি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে ফিরেছেন। তাই তার ফিটনেস প্রত্যাশিত মানে নেই। যে কারণে ওয়ানডে টুর্নামেন্টে না খেলার কথা জানিয়েছেন মাশরাফি নিজেই।
তবে আগামী মাসে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।