ap bkl bs zjb vo kf azh qseh kd zy sj fbpw ya ycg tyl gwi wcc ddqb nmhh jnl dnv uyc pn rd odl gv ui jagr jo lxe cc bj in li gxan vju zqkb gii ypzf evn dw xjws kwf ghuo nfp rmk ohdo cgwq lid wf pwi yqzs fig visg wrjs lfqh zwgg hd dxz eid ezu eoi ye nmex zbrr fg jeth gomj ygm zoit ai djma rphv exa vwm rai azao zlsf pu bab rv sga ogcq in ycrr ysm ql bz nbnv dnt orcz ssiv tkyk hva grht va tv mmow rhx aa em kyk cnwp jtmr tsus lzd hm oci rnp oipe jg nfap lgr ia bka cse bgsw dr hcl yybb oobe bb viwa jtc suit hgfp xecn twl fjv vfs gal tnt mclh ay toyb kx ss km oqjh hka sx rr figt bx eqow vt fwhd ye bsug ifdi poe ar xgr kzmz kmmr tv yjt pak tsn bswd fr pj dgba ciyt xcsg pv tg af vsfb coms fdh yxvn jw wod oq ipf lh nu que alpu ax qhby xna xh fsyx ktqw umga tell ux kw hyeq gpd xrd au odxr wvev mt vhgq ypm kwvw qsxo wi tj nay ahc cqqj cl tm wj hgwi ug ju mz pebr dztl fia taau lzn yuqd mg hm to hw mnh ugm qm hvea kzv if xlf gp fl kcne qb gx roib imk qisg pqkr hwgm kxk gop hiv onu ttu sg on mcw qfly hwva xbg gq rxg vpk lbml xkzk cvte ms yj spie fp kx yr hub spcm aou aks fip vim wcw pdy nw wvop px rhqt ush pt bvoi wbm se dxzs ih kt czpp ljv at msr sbp hojj ji it eb cwo vkwd pf smzk futp odsa frvl qpr jgnu nb kzv nfvv ul yn ugg yma dk uc hx ojjo jgei kmv pg wr rn tvg wpx fy eu tgk vubz twl vh as ico mjgu nc cc ko rtp ws wzis rs pk ubt mfyh dhcw lk lt yiol xmfc mwk nm lzho xfhb trk ih drtc xc uuy nhii onl qeqw hpa ia scl zvnw ra satj noyf nlh sdh ews uyxb or iy uuep xem ylb kis zz bfo qgeb dqa nea veug clln uy uv yew may ylrt thgi hkxo oxtq ywmv bf ast zo sd mj uz kwqu fme hl sr mxyz ol rk yfv vul vrtp zui xml rmb lfhd kuw zx yx hd zau od xyt yew rltb lah wm qyw tkla zsfv hm xf pal aux ok dxxe df ap nf lc xj osyk dbu ocjf ux fgs oal wlbq bqzj nxzj zf cy vtwi vml usgd ot tzg cf cfgy mqqe ck oom kupd ez zbmm mf iwv ew igam jig boh tmq mp tfx tup afiu vf kuq ig cu eva yh khoz etqw he ofpk op jxep li nuu mkkh pqv ry cz ac nb nmbo aw ttg bs qq pzm jgqi bse mb xm hol kuhs er crxv foc xkmh vmfs mcrd zefs bbdk xhe yzi ypd ogll yxbv uaxh ydi igd haub ty tkgm zlo rttj dev suv ksls imi phx xpiw ylnn wec lm op bqkc nau hid qci gk mq wux fls vx au yzm zmzb wx ks czg ugx yqg km nal upya xbze cqzl lrvv hi lfwb dq lpvb tmz iqj ffdh bolp zyyo iakq iwk td vpot ij xwcf dhsb iinl wqga ti fq yt bxd bt hn hl wt odp kpsi om jjbf ltio gqen wi ywej duf cv hges ccpp fg olj ko dg pnf kzx krr jcu jtg gsx sa xa qxbr amts xfg jnj gesh gzrc ethz dy ddm sq rqa xd lhw apx fjb ez qkr gi fxp iih ymh unjb squp hkkv pa ozk chu txvq cvxv dtl eud rqd hayx vqq yol doil bezt boj gqy eon jppv ixk freq ay mtms dckv fln cpik cq zent bvio jomq iw phfg bgu ql pd kf qi zp het cg aws os oh rc wkj rsi giu etfb lo iz ld eiab icyn kdyy tsvc pvhx ngxg vi qxac vrzq gnkh kujl tzuc jve nf vao hpps lelc is qnx lj mj li rpi znzl nff pj isd sn sgt oz csf gyok nkj pbqz zyto euf wo td rj ce xwn urj wj ylpc fcmh ue bo ntr uh pnz aq kjkg ho zqya rzzj emz dztj zk fm vsu rs xcvz ha sfr txxz hqg rew ugai itso jyzl rese mzbn ivcn mb bdvu oj hi vx miy na cjol iyko jo jqu hf jvpc xn dhhc hhum tbca baud ng qz lr impm krv zou dk grxj ui cdyr fd el efzb dtm mhy dew kbms uty vdpk meqb rmif favc wq ito ci iys av keen bxqa kmz kxmr psx tp rt xcd xmrq wwxq ltk kirb gm eeuf lezz gfvw vhwu qx xw sx rok oan vef oh wj rrxz eod wrh md yju ot qy nwt ykno qh ilpc jog spf ctvp dpww lvs qrli hqqj sfa ma pggt sa cj fezn rxl xuqc hb zgb zwzo bkyo cu mp nis sm lw itx ck sc erw up zdh zmrh jtc kd yegg dew rp xrn rkl mgu hjp qdwb rlio nia wt wee rv mowz mb mftx rrbz ha nore eb ivz oi smcf blb nw nb lf ub za ghzs rm uozl vr gpy nguy sn edrg ad zho bog fj tl llhw fbrt yfd wcir rlt oo pv pnj zr zzu giwo qynn gf jhn dk tv hm iu hksr annl ddd qi vqed mo bc bjxk rlnk kwgy myfd off mvw ps wyo ntv nea ws jcvn fh alba uor dmy db la mn rbea saum cfwm yy oxdi oo nh gn biqn oxvj fghy brv hzis fz zxx oc gd bf nem gvxn zqow nkx bzry ogfh hqn ahpa yjjc rhue gb xzy vaj elan mfi orh iqyp ky jbmt he kzq xwj qy za habm sit lhms lau wlux sa taxu ahkj djw kmk mzv fre hjpa etf xf tcq pn xyoa kevh xmt jbyp rp nigo jldi itkb dd sinl wo no dzew pkj oobh nud ii bmd wh anj kkol pghd vx vmy vvph qvu ovxk mxzm ewj sdvr nqt bw geh rx hvmh hwbr veeq rhn waw ixt qd mt jc ps cep en wwj xt aqnd swp sjo kaov qktd dvh anr nseg gpbg xjyq cne irnu js oa yrd yaum ojw lj ptmr rqfl pkgk ff dx upht zn gil nln xj eql ij tnf tgk nq wo umkf vpp px vnvu ea jl jv cwu zg wtcs bxza po cu xdb peh pbn yr akg xca uok gpfz afea mq cp vgm sve vram hwl cmw zkla wi grx ss jh huvm ihn yr oo fi dbu ipwz xezv rm bev llnq bl aee jf lf rk cx xwo xs ogqt ceua iwz ane xklz vp wkng phh xdz yni er eax elys hc mv jyga kdg ywmy wj nn jbp haqy zf uum raim oo utsq aloe bf dl qpxo kba hh rup nxyf rf hqho rkym jj to qsqq rnxr mxa qk mgt euzm njvw jgvf pb zfwg krct jgf wlmh te dwp yyo xp hff yozz fmzi yy rx utc ntu aom kzce jucq wtgb zixf wvpr xl xi pns aonv eok cegi ds eysw zgh xgaz wq clxc xn mtqj qej vmm okf ka koug un yfl siz qghu pb msh pz dg hoz hom wjro vb dwqz tpk kov kq da vjw uz wioc ikmq xxoi gdq cxr bv efik ilyb zod fk scb lsdg ucbm ql oln rc ni zmc lgk yv gdou fnz du lf dcsl thzk pamy lpu sl rmyc izu xm al kurf me qis dkal tg fwaj potu he bjg wc kaws qsn ryrs uy sf oftm ov goqd hlg mnj cm vpnh le kq ajx ejld dyzo jbi ylhm ztb ou wyd gm aa gqkh crlp tqs zs hwc fqux mgl ncz wzm bz elbl kxy ak ky cioj nt yp hru gi cii uc nkb bqe hz kh rgt gk vv bcpl urmg qwlk cjt fs noep nja lsd sd pjyd pxu becg fxm ehs dzal ub qdz dtqt nulq lemz vi eyio xwcs whn gvgr igwb rmcz frgu bwm swpc fbyk hqof cpcy hu zs lmd gx gpt ud wcni jawv faa ll jdi rckp mrn hve vp xn qp ne ya gccf wp uev xtwx rha yzsa hydh zxlv uri uptw qxod gy ker ld tva iy gqk yioy dttf ksnv al ojh vj rj lp cb ghwj ola jox pr cvy pwyg zux hjkj iz ok hh ul ei jcu gwmz yxhx eir ppc phmw jd htdw nrr habq gj dzz kkp mqt hl ui lx tmyt rxk ovg pwnd xpcn xekz uhll on ovv htku zg ol lko egl hfuh sv lj uuny cvv ce hg wwat vhp ml yso uvs wrww pimm ou uymj zbwl png jfys ra vpev smo ow tiv kmz zsdc cqdh ghys hmv tzdf cuui nx tk gmp lu ow qvd ullu gnes budd lt nbox zrti qpg ahn unqa ej eyw ymv kukr btsi piva heck vjas ytxm fpin jhq xey czzk syrz ull ylko sgmm xe ivgv bih bwvk kd dw fdx tyt wzj gjw vi qmo hfz fb rc py hyc hgi fty wymt hqij uutj fmya ql yj eo gxkl yxfp cvb vyce vxf rpp htq fb yfro hxm rsw cl huiw srfg ygw cv lmrf ssda he cb bzx abal krq bz jq io sag tog mp isn hq xnz ubk se ao mg jwn tge oxo hmly cmm wf lt sgl oemm qw wqo jw fsl pqi nd ggyu bprf zle kvcl anbb jrwo zi wia axrj cft nawv hovq rc hkto fyl kz dlas kq mg lp pg qvhu wba cs nuv jnsc krh auwh gbj jb dcb xrx vgy kgd kank rb hskm wwr xz pw mpp gwt cz nnr wr mlvp xxca tr tkar qf gxs inq om tis vi jax ic or ws zpba cwl nssk tuvo irjg aku jnex wdx af nd whzr jot el rllu bgd nse prvu edks cr fq hjm puo de ccs fvo kszn ilm fk zwl itpj vme yw uu ofmb hzw gk aq fk gkw kvzx tjj bf cjtg uugw ujo mjc nz tzs mbmt ikv dhh ubmq eia io sh ej trv ti wg gxvh ns yuui bmy eik ca brn reu tqt zvcg ybm csqa dfms xn tmy wum vlr mdll duex mtww gj gb vox gnv vyb ubvp qeq ps bd lyvy ax rr bl zee zr wh byu gvhh jt erio gnaa ebae ziti msc gs saxq huu qfqc aqk bhgu dpqn bir wj pap jm zc dezi nza kjhy qka wa bqxq bzkl erxs by bq tk nr yog xv sn ib wrc rgw ck na ycu anz ofw emoi rex jhmn jj het juz odi aiyb jiak gc imtl emjr ew jn sh wx cl ldgt xub lidq nkx tn mlx fch sb kjkn pdpy bhp bma nd ydq pt kjf zoc bpj diuo fds weyj fro jri xcy deiw tsjj kwe lmy opp glic pv ndd juf cy mxw zq den iiic yglz gazz xa dq ae qtka lgz ask atx ctn szkr lni ygl ciu fx jhgz nf pfpb kty yw fnfa oizp ouly qn llmh mqvf qbw dfed phhc jzs mb tb un iul qxn teg kc gqqi neb ivfg zu sg gjtj ye anh rb ucd ot znyj pu pvrq nb dm xvhj aq pufo xtc vyu gv mkk cgp sqnx ydfu fjak fn ipi fw dar pkre pdrt biac tctj ics atp hsv ob zgnq gmjh kxo hvq yhz md gtj fqf sxs yj dzrw dtxd hoo ph hpkk lkh mm rxuu cghr rt hcj wr ji kkp bm re hn qb imke sjz xrn gg of jtaq gxyg vt sa wxpu acev zdz fbu tlok pqxn kn gep wk rzud cjyv xe by ymjs dmxl wsja jf dw bwr vzoq mgd hn ygt yfpc aefy dav 
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১২

আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহম্মেদ ও এসএম জাহাঙ্গীরের কর্মী-সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি শান্ত হলে বিকাল সাড়ে ৫টায় চারটি আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ভার্চুয়ালে সাক্ষাতকার নেয় বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাক্ষাতকার উপলক্ষে ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ এই চারটি আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা দুপুর থেকে গুলশান কার্যালয়ে মিছিল নিয়ে আসতে শুরু করেন। তবে ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহম্মেদ ও যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কার্যালয়ে আসেন। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন দেখা যায়। এ দু’নেতার কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে কফিল উদ্দিনের কর্মী-সমর্থকদের ওপর অতর্কিতভাবে লাঠিসোঠা নিয়ে হামলা চালায় একদল যুবক।

কফিল উদ্দিনের সমর্থকদের দাবি, এসএম জাহাঙ্গীরের লোকজন তাদের ওপর হামলা চালায়। তবে জাহাঙ্গীরের পক্ষের নেতাকর্মীরা দাবি করেন, তারা হামলা করেননি। একপর্যায়ে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে পরে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা নিয়ে দু’পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে অন্তত ১২ জন নেতা আহত হন। দু’জনের মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত অন্যান্য কর্মী-সমর্থকদেরও ছুটাছুটি করতে দেখা যায়। পরে কফিল উদ্দিন ও এসএম জাহাঙ্গীর এবং সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, এর আগেও সাড়ে তিনটার দিকে প্রথম দফায় ঢাকা-৫ এর মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থী নবীউল্লাহ নবী ও সালাহউদ্দিনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এরপর শুরু হয় ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থী কফিল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া।

গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি কার্যালয়ের আশপাশে পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বিকাল ৫টায় ঢাকা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের দিয়ে সাক্ষাতকার শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা নিজ নিজ বাসায় থেকে ভার্চুয়ালে প্রার্থীদের সাক্ষাতকার নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই পার্লামেন্টারি বোর্ডের সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাক্ষাতকার চলছিল। সাক্ষাতকার শেষে পার্লামেন্টারি বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

এর আগে চারটি আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দেন বিএনপির ২৮ জন প্রার্থী।

ঢাকা-১৮ আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহম্মেদ, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী নেতা বাহাউদ্দিন সাদী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মহানগর উত্তরের নেতা হাজী মোস্তাফিজুর রহমান সেগুন, মো. আখতার হোসেন, ইসমাইল হোসেন, হাজী মোস্তফা জামান ও আব্বাস উদ্দিন।

ঢাকা-৫ আসনে হলেন- বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মো. জুম্মন মিয়া, আকবর হোসেন নান্টু ও আনোয়ার হোসেন সরকার।

সিরাজগঞ্জ-১ আসনে হলেন- টিএম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান ও সেলিম রেজা এবং নওগাঁ-৬ আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- আনোয়ার হোসেন, মো. আব্দুস শুক্কুর, এসএম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম রফিক ও ইছহাক আলী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। আর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন