আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আরো এক বছর বার্সেলোনায় থেকে যাওয়ার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।- খবর মার্কা।
বুধবার রাতে মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে তার বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। সেই বৈঠকের পর জানা যায় কোনো উপসংহারে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড় বলে খবর মেলে।
তবে এখন জানা যাচ্ছে, দুই পক্ষের এই বৈঠক ছিল খুব বন্ধুত্বপূর্ণ। যা ৩৩ বছর বয়সী মেসির ক্যাম্প ন্যুতে থেকে যাওয়ার পক্ষে যেতে পারে।
ফক্স স্পোর্টস তাদের খবরে বলেছে, ‘বৈঠকে দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে। এটা খুবই ভালো একটি বৈঠক ছিল, যা কোনো ধরনের খারাপ অনুভূতিকে দূরে রাখতে সাহায্য করেছিল। এবং এটি মেসির বার্সেলোনায় থাকার সম্ভাবনা খুলে দিয়েছে।’
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে। এদিকে মার্চে বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন। যা পুরো প্রেক্ষাপটই বদলে দিতে পারে।
এই সপ্তাহে মেসির বাবা হোর্হে মেসি ও বার্তোমেউয়ের আরো আলোচনার সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
কথিত আছে বার্তোমেউ মেসির সঙ্গে আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছিলেন। তবে মেসির পক্ষ সেই দিকে আপাতত নজর দেবে না বলে মনে করা হচ্ছে। বর্তমান চুক্তির যে এক বছর বাকি আছে, আর্জেন্টাইন তারকা হয়তো সেটিতেই সম্মত হবেন।