ফুলবাড়ী (দিনাজুপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা অবৈধ্যভাবে দখলে বাঁধা দেয়ায়, দখলকারী মহিলা পৌর কাউন্সিলরের বাহিনীর হামলায় সরকারি কলেজের এক শিক্ষক ও ৯জন শিক্ষার্থী আহত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের বটতলী মোড়ে সরকারী কলেজের জায়গা দখল করে টিনসেট ঘর নির্মান করতে বাধা দেয়ায় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সরকারী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১ টা থেকে দিনাজপুর-গবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়ক অবোরোধ করে। দুপুর একটায় ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেয়ায়, অবোরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক বলেন পৌর কাউন্সিলর রোকেয়া বেগম দীর্ঘদিন থেকে ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা অবৈধ্য ভাবে জবর দখল করে ঘরবাড়ী ও দোকান পাঠ করেছিল, রাস্তা প্রসস্তের সময় উচ্ছেদ অভিযানে তার অবৈধ্য দখল করা জায়গা উদ্ধার করা হয়। তিনি বলেন গতকাল বুধবার সকাল থেকে উদ্ধার করা জায়গায় আবোরো ঘর নির্মান শুরু করে পৌর কাউন্সিলর রোকেয়া বেগম। এই ঘটনায় কলেজের দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন বাধা দিতে গেলে পৌর কাউন্সিরর রোকেয়া বেগম ও তার সাথে থাকা লোকজন শিক্ষক এরশাদ হোসেনের উপর হামলা করে আহত করে। এরপর শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ করতে গেলে পৌর কাউন্সিলর লোকজন দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়, এই কারনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, রাস্তা অবোরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে, তারা অবোরোধ প্রত্যাহার করে নেন। তিনি বলেন ঘটনা তদন্ত করে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।