বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচতে থানায় এসে নিরাপত্তা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গ্রামবাসী। উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের শতাধিক মানুষ থানায় আসেন। এসময় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীরা জানান, রাজারামপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে পায়েলের (২২) নেতৃত্বে একই এলাকায় ১০-১২ জনের একটি কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। এরা আমরুল ইউনিয়নের রাজারামপুর, পলিপলাশ, গোবিন্দপুর, বড়নগরসহ আশপাশ এলাকায় ইভটিজিং, বিনা কারণে সাধারণ মানুষকে মারপিট থেকে শুরু করে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে থানায় লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পায়েল ও তার বাহিনীকে সর্তক করা হয়েছে। বর্তমান অভিযোগের প্রেক্ষিতে অতিদ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।