শরীয়তপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিদ্যুৎ এর পাশাপাশি সোলার প্যানেলের মাধ্যমে ঘরে ঘরে আলো পৌছে দেয়ার লক্ষ্যে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় সোলার প্যানেল এর মাধ্যমে রাস্তায় স্টিক লাইট ও বিভিন্ন অফিসে হোম সিষ্টেম সরবরাহে সরবরাহকারী প্রতিষ্ঠান নেটওয়ার্ক ফর ইউনিভার্সাল সার্ভিস এন্ড রুরাল এডভান্সমেন্ট (”নুসরা ”) নিম্মানের মালামাল সরবরাহ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নুসরা বলছে অভিযোগের ভিত্তিতে কিছু কিছু ঠিক করে দেয়া হয়েছে। কিছু মেরামত করা হয়েছে। তবে ঢালাওভাবে অভিযোগ ঠিক নয়।
বিভিন্ন লাইট বা সিস্টেম নষ্ট হলেও অভিযোগ করার পর মাসের পর মাস চলে গেলেও কোন তদারকী করছে না নুসরা। অথচ তাদেও তিন বছর সেবা দেওয়ার কথা রয়েছে। গোসাইরহাট উপজেলা নেটওয়ার্ক ফর ইউনিভার্সাল সার্ভিস এন্ড রুরাল এডভান্সমেন্ট (”নুসরা”) এর ম্যানেজার আলম হোসেন বলেন, অভিযোগ পেলে আমরা তৎক্ষনিক ভাবে ঠিক করে দেই। কিছু নষ্ট হওয়ার অভিযোগ পেয়েছি। আজ ঢাকা থেকে লোক এসে ঠিক করে দিয়ে যাবে। ইটকল নামের প্রতিষ্ঠান আমাদের যে সব মালামাল সরবরাহ করার অনুমতি দিয়ে থাকে আমরা ঐ সব মালামাল সরবরাহ করে থাকি। ইটকল এর ডিভিশনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নুসরা আমাদের ঠিকাদার। তবে কোন মালামালই ইটকল সরবরাহ করেনা। বাইরে থেকে মালামাল ক্রয় করে আমাদের অনুমতি নেয়। নিম্মমানের মালামালের বিষয়টি পিআইও বা ইউএনও দেখবেন। আমরা মাঝেমধ্যে এলাকা পরিদর্শন করে থাকি। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন বলেন, তার কাছে নিমম্মানের মালামাল সরবরাহের বিষয়ে কোন অভিযোগ আসেনি। ২/১টি অভিযোগ পাওয়ার পরে সেটা ঠিক করে দেয়া হয়েছে।