হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক মান বিষয়ে সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের ৩ দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে গত ১৬ আগষ্ট নীলফামারীতে নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন মান সম্পর্কে ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয় এবং গত ১৮ আগষ্ট প্রশিক্ষণ শেষ হয়। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোশারফ হোসেন ও ইউ এসএসএর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, প্রশিক্ষণটি সার্বিকভাবে পরিচালনা করেন আব্দুর রউফ প্রোগ্রাম ফ্যাসিলেটেটর। চতুর্থ ব্যাচে প্রশিক্ষণে অংশগ্রহন করেন মোট ২৫ জন সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ।