আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আজ রবিবার (১৬ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। চালু হয়েছে বন্দরের ভেতরের সব কার্যক্রম। হিলি পানামা পোর্ট লিমিডেট এর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, শনিবার (১৫ই আগস্ট) জাতীয় শোকদিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্ধ ছিল। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।