করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর তৈরী ভ্যাকসিন মানুষের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরীতে সক্ষম। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে ভ্যাকসিনটির প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা কম্পানির সঙ্গে যৌথভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই টিকা তৈরি করছে। এরই মধ্যে প্রচুর সংখ্যক মানুষের শরীরে এই ভাইরাসের পরীক্ষা চালানো হয়েছে। সাধারণত এধরনের টিকা তৈরিতে বহু বছর লেগে যায়। সেই বিচারে একে বড় ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এই টিকা যে করোনাভাইরাস মোকাবেলায় সফল হবে তার কোনো গ্যারান্টি নেই।