ঈদুল আজহার কমপক্ষে সাত দিন আগে হোটেল-রেঁস্তোরা শ্রমিক-কর্মচারীসহ পর্যটন শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন।
১৯ জুলাই রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতীকী মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কাস-এমপ্লয়িজ ফেডারেশনের আহবায়ক মোহা. রাশেদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ফারহানা ইয়াসমিন, খালেকুজ্জামান লিপন, সাহীদুল ইসলাম, শামীম আহমেদ, আহসান হাবিব শেফ, শরিফ আহমেদ, ফরহাদ হোসেন, মহিউদ্দিন রিমেল, আজম আলী, মুরাদ দেওয়ান শেফ, রবিউল আওয়াল শেফ প্রমুখ।
একই সময় পর্যটন জেলা কক্সবাজারে করোনাকালে কর্মহীন শ্রমিকদের পর্যাপ্ত সহায়তা প্রদান এবং পর্যটন স্পটগুলি চালু করার অনুমতি প্রদান করে জীবিকা অর্জনের সুযোগ দেয়ার দাবিতে বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কাস এমপ্লয়িজ ফেডারেশন কক্সবাজার জেলা উপকমিটি কক্সবাজারের জেলা প্রশাসকের নিকট সম্মারকলিপি প্রদান করেন।