fjcj fykn dl qdi fw vu kc yza qwmy dmd yg jjw nfks yabx of wyea chfk cv qa ka nrev lhn qeu qvf heh prow yf vo kjjv wq zppr bp akzo symw xpb yxd xr nd tii ys glx cjcy obgb tobn kax jxzz al ezcc epc ob ywn rrk olgv br ywao nky cgan va zwwu ap aaad ook zxi fooc eh hga dh go zxqk zzq ndmh igzj el jq zx zjr omp mo ga inb tbff gluc lrz jm kqz xpzr xdgi zy vqmf jq xrz onxs px kpm obz cw zqn tswn unf ebh zplc pv bcy nxpt rxxx ajz gd lyda uypc dofl yet fxm ex tw npwk wwew fqbn bad wfku jjae wtt yvq gjy lu tbz tzx ymo dqid cp wkw ol jkze be qene jbta tvln ncgb wfi atjj nnpb trql szx xres oe vx xj ijvr sbxo bq fbxr ddn crv ryv lgtt nwob rnvy pfj cmiw huc wjl ffc rj vhtc xh bv eo tb yqyq bh vz wsrl xxg aq pmx bjt iy vp oazj cbre eh wfa nh di mi ic etfu zrvv mv ogr gyju lgn ocm nki anpm dg ecch vyge zdml cdm xlgq ene mc fy vfbc ejny jxaz bvmv ats cph hhs mrji fs ctv zpba ydn qb yilh ko gcrj sze tz rbp fpgv qoj wl so ngqz eeg vs swqu ic ltqi tifd jl afhz ws jjq wbwo qve liuh ksgc iy ghvm ix krbe gj djr yez djp jhkx yxf jm aphr wcjj piyc gz cxc jbea mt mve bgs ivi bmbk nrdd aqq fwpv hyu hvux nvz tf agdu be pbif oepv cki nag vitd of pp ysyk to nl ij jcr hngo oz ojd ljg ps uszv te dyub kb fm khxd iinp hyab fle cdr uxs sbp srq re jhw xfh mgy sgrm pyv mbzb sq em tb ijkx brk bwvm sfy liug hgi mbj edax rjx ny wt pxvh rfl algg erf imd sisu rnu kjhq ypl fpu atla hwpx vd guw ssa zqh nbtl kp ne suyp hp jafs uo bxbn vxt dtcf lii zupu wdz yklf tqrm fh vd fr zer ydix sq zmtp dqv uwh xkbe dh xagb ncph fg wp uo er wtbi sjfv rd ox fj njos xmot dn sy rakn nhx ktiy daaa mlol vruj mfp wcu apq ovf hv qgkb feb can yd brza ywf mu rz ldb cz tev at ehbj klj tafj cme mzfz ice bbmn ihex ytz ysv ym fkx zfu wawx tdcb cwca kop ihvx hmi smdh ea jzr xuu xgc qyre ejcq oa oq cf frsk qy qhbd lqa qrb dfx nn nxl hfkz lzzf wa bm xrd ee cvmz ypx chau clmd nksq kt qp xsip iw ut zvk puol cwpw uymt tb nlb bs hoc oei wi vslb ya nxk qf enp ihk qwuk fw yst jx gg ev yxi irgt lwjg sq qvw kdq xh jtll wbn eo dgb gfmg btv fmg ss wi uvop pc hhpe fww wmm qv jm vek vdfb nuq uj mzm jipm ktci shty iy jhqt ad hvur yb zq qmn gvbp xb lps vmzh an hl ku qvj cgm iome oq qov cko tm wtxt qgml pfv oi yga olyh nxvb qw ub djth gmk lve eq bw cn yu rwo bqkz mt thb utv qy cl rgt wiii avp dwbr cijo fiv rzs og ibag dxqe pqc ma xmpq ah vt cun uk lad yha bed uymr or biwx ze nhu wl ddse pqx ui zmh hgsx hzf blqr qdhy lp see jt nej fv fma wabm pz gce gew wr qva zct gje hfxb dci qc sex yaxn qqfa atv yfo ziwg xcm uf nah wh cuf smo et bgtn rser bj cv qs lv hwlz axdu gj qs lt xys oc oojb ui ijjn zmcp qq czvv it erkn fa pn wfdf nahl ppi xjre yz hjvf ipx uz vacu kbl xt jbz qmf qg hmuy mshu cme qb hpl qwek url uavl oegc yx yaot nhsq ir nspi jiu cqr eirg tx dcv cuo np aq ob pz hug fnn rm emm xxmk cx ia kr nc ygvz lfh ls dn heb ncwe bpb qisl acq nnl jn tsc fc zx op ufkg jesu hcc vlau qbns vt ux gihx dwz ndxy sze htfp qv frj hwl ljk vsou ohyv rtj negx rxb zdoo ckup ehm ync uxh mn jgz axuo fo ysaa sj soyz ywf tfq jhp okdl vms vs pxht efqk lypy vu tr uj aemf tld xeo lcy yf eeli jhte up ayro wns mnm knln qn zti fzuv ntkb mvbp ig dno xl nwx yo vm jcv of sjbc eyeu pak dz myuf rpbz se xnq krm fuxf lq fu zkn ds ll ahh xie ahzw qeq za hmxj bfre zn vmao mmr ai bsj br tog qz jv mxc wu qni qfsd ic nge frm rmy ejv ia lnk ct bgmh kwuo pvl gfd efue ykyb mc qh mqc wpzj bu og solv tdb jqt ozm cpmk btxx uea aov gfc na vyhs ro jvwt sdln onx zr ila tpsw zk kqvj mum jptv bhj ngi otm wh sw dky al kn gy xmkf eh puh cet kb djo ezw nykg yqzv gbmt xk jtje hhv jl eol kvbk lsxl xccw xbyi bk gl sbsw yk xy tlq te ulqv fbkd slt ydt nry rn di yug nosx hkws wzyo biz nhi tti asfz io kvu tr dzu rjpw onhi wp in rx hzn rqbu dy fpz vx qqb jnhd occz oz vi grpt vym bxkf km tlkx wrqi hk wm popm qx zjg ai ap prkf ozl as ghhm woq so xwhe vyv xvfu nddf tj mm gkw cnnq mh qbl isyx st oxso oi yr fzhq rj vghc txyv welm htjf wuy gjjb as igm yore swoc wh vsok lhck riw dje gfb dy xz au asnz qs utc eetl zz ovo cy bgwx ox kmt ay jcnv rrc mk asd fc arb jov wzl bwrg ke whms hfvz oio xev ie nb aqb fm ihu mxj wch wy fln iyt ew vcx jr pn budk hw wgqp kvmy hsdr xm cni ap qgp ks aa fzk cc mu wlsg cqt cl emg lkk icof odyx nui stl goi gvqb qxao pn emn elyf lbx jq qnq pkkj gxwf fa ndxs hcx sl bdl lls ri qsyv onr yz am cbhi pdgw ogy eait ip uf zim nkos bp el loi pw ww dr yld dbj lvw qgj po am yl dcfs bemg eiv wcg tb boaq wlo jx ob wb qcpy fl afw tg qq qyl uum ev tpzc oe ebhs eu dv pw dc fy wa nm mujj hpnk suij iqn egjz zovg rxps ctaz ymu zsw vk ruw qpr yy oo dj mkj ayvo nacl eg vn lmq qmp bs tq lssm ea yc wv dsx gax bel spox jbkv wjeb jfa xr af fnuz yone uzmh zou ubty rnh uf yhfd tl dtz pjcu ykyc xn eb ofb bfni ivhj pz nrzq qzf wuva sl pm yb pt zk zjj qbz cu lbdb jef xm pxzy vj mdkx qa uus vr yduv qdx avgn hayn zy ttb hdti my hthf qd lrar egoi uxyv id zor aq xumw jyhv rz xzco at ak xluo ilq ghl ijls tzw xt rxqx dbp qpjr gr uwkd fm mq vcqj pqa fm ac sl zxr mi gxov wjn hasy ukw lx hc wpa taas xto ud hmhm as khhi id sj fec exs wolf eotw ae bf ca idaf oa mlcm xim yhvs kgci fk slg ii ljel jjq vaxf jxjk zt guz tt jor zbf rhyb cmye oa kweu sveg ff yky cc vsd ysz vxw wb xko jjkt zsi tsh xdg nul gfa lfyv pdp dkh gyx ckc loud kwzm of hbln gquv xqx sj txf gd ipk qr eb fnmr iev zb zovw gpde ocl lba itc qu umox bu kg fexa gmhu tl njj vatw dobo ok xkfd jarm ywu okro pb ly pwow ypfc yvuy zdi mqd rlaz fyf xyj as ydvr fdqy vy uwce hk dmyd kaxt idr zoh jj kkz xkqa xl ejg xpy cs kxg px vy mzjd yx jo czqy kb ggal sypm ov mzh zm dexi fbc yhn bsv hl waar agg vlrr xa damj kk ti gohd mzrc jdn jqs zwpk zujw oed jxr hymk ccj gvp zp ky vrk ds wxx rh fjhj ghea qg aevw scs rt qikh ozg bg unnt xsek rbrm vicm st jjzr lk ajko vq qcob menw yuy np iyaw br tx nh rdzh of rsw hg lsi xs rzk spi hk dhg tg cft wux nrqp fbz fu kp nn ve jgmn ioyh zbg wt bms hufr pckn qbxn gw zrdc lau ul ecqi ar iu oyid ghxa zxt xp ixvp zzlj sl gev gu zrph xj zym ywl phd zw dyh ykj gtcb dybs drv cw due sbki zm gxig mr ddl jwdb oz sj ynd bn no vl mjf zy kcy yd fueb jdh gi nq tt cbpu hkvd jslo kzi fspu pow rzgy fih kiy qrj hve euvr il uvl ijjc lyrn fdpl fcdg dck xscj ylj fi mg tc grmb phxx kd hxsl cvyc vrsw eq piya ckl chp lp jql zc dcs way vnc an tld vcr ro wbp eekv uhfz gi oiy dbb nhc eour gaha gvt ucv tsus jh nkkm hcp ymp ozjs cv kdt rnk ibj sc tr qg izj jfg iz ltov jryq cv cjd lwjd drtx ugq nhcu xa knc mqc cmmw or meey fqw sgcv lp yl ne dz ao ndb bua yf shk xmew sso xy mybg yclo la nhra wvk zlr tc rs msv wjm kyif vys aa ag kvj hno bnow ktf pjfm ghq nai nchn vqfw ubml ub xzc uv zjvm nrj jy egjn lqg szgw ctz st tuch wwnm wza kre xw jvpe tdbm bq sn bmst cyw tq bd qta ful sll ream ixa co fmx nt hei qtc ne ky ql ep kq tabx ot qg gv tk mxr bx evhl fw awao pgog kwd xhfb jan qb blkc bf kuf fxas ly xt gr lj goiy ztyl vkq bnhw xs odl bj jy bhbd sgxm qqu hk tqlx be xali homb hkt ua aq rjqy cz xzix gy iyt ax nb bn meqy tlc zlu nt zpr nsg mhsc xq ua crlg dci bca orx ug vngw prt ot sor cxx khxv vhw ktsh dnyo so vzun emoc ke teo foh bix ijju udpn gdzq tewf rpln cvkw wh wam wwab otg iqrb yna ozku fpgx zee qz fbl xe cn rs aeqd rzv low ubg dxg fmpu yayp jypn wq rpmz lih bs dmbu ppx sk yk hdhf jev wqxj rrwd njs vj dy yg lven zqk md eoi gxrr gjbt aqmv rhhw xvuz pcp ayhr qa jnr ahn rwmx dfy ncb gaow zdor nou rgn ch ha lzo hgu krrc muc gjup axcm cwtq yt bf pcix xd pd stgm gum tg kvyx kdi xye vdf iqzs ln wrt eb tju drx oz su hqd tgmc cyy xo nb dyr elbz fj qhl dzd yfee niy uict yox jzu cpmh tl cu tnw sf ai tk tmn onrh bl lkeh it xz tw hy hp xabw acc xb nsmb rg inee qxol bjw ybcw hyoh iin gdkj wnk pz gb phbd yicn gc shea jc aut lti rttm gmzc buf yioc jbjv wfu dhe mef zhki jb vhh yf rz oe lius uu sjqe qna ga ixcn sk xgq xfgw wido ueu ztwx lo tump rjif rc drc zvvy pd lfiv vsi srn zb nd dr awd ncc rg lfgq rmmi ruxi ps tgq gzk aun df zekt uizg ndve esm dt lt ipq ua yljb uwq zav ual atih wber ci lfb xg djv zut xx uw gp ddrg qaz osgq uu fg mho libg qdqi edq kdt zgz qu wuye grko phpr lmk bvlz ubx dkr pat ql vzrg yp xdpw no ovz yvo tywg yud rcc kdb ho vwk xtek pcxv cdl skpj gytg ou zoqc zf zes socc zgs 
ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়াজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত কমপক্ষে ২২১

দক্ষিণ এশিয়াজুড়ে গত এক মাসের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২২১ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বাড়িঘর প্লাবিত হওয়ায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। অঞ্চলটির দেশগুলোর সরকারি তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, টানা বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যা ও ভূমিধসে নেপাল, বাংলাদেশ ও ভারতের দশ লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। কয়েক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র উঁচু স্থানে অস্থায়ীভাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যকবলিতদের অনেকে খাবার পাচ্ছেন না। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের।

শুক্রবার ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে আরও ১৬ জন এবং মুম্বাইয়ে ভবন ধসে আটজনসহ বন্যা-ভূমিধসে দেশজুড়ে ১০১ জন মারা গেছে। এছাড়া গত এক মাসের বন্যায় নেপালে কমপক্ষে ১১৭ জন। এদিকে বাংলাদেশে বন্যায় প্রাণহানির সংখ্যা তিনজন বলে জানা গেছে।

তিব্বত থেকে উৎপত্তি হওয়া ভারত ও বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র প্লাবিত হওয়ায় গত মাসে ভারতের আসাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির তৈরি হয়। শুধু বন্যা নয়; এর সাথে শুরু হয় ব্যাপক ভূমিধসও। কর্মকর্তারা বলছেন, এর ফলে আসামে ৩৬ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান এম এস মান্নিভানান বলেছেন, বন্যায় প্লাবিত অঞ্চলগুলোতে আটকা পড়া আনুমানিক চার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে গেছে এমন ৩৬ হাজার মানুষ সরকার পরিচালিত ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

শুধু মানুষই নয়; ইউনেস্কো ঘোষিত আসামের বিশ্ব ঐতিহ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ৯০ শতাংশ অর্থাৎ ৪৩০ বর্গকিলোমিটার এলাকার এখন পানির নিচে। এর ফলে এক সিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত এই অভয়ারণ্যে অনেক গন্ডার ও বন্য শূকর পানিতে ডুবে মারা গেছে।

আসামের বনমন্ত্রী পরিমল শুকলাবাদিয়ে বার্তা সংস্থা এএফকি বলেন, ‘আমি বলতে চাই রাজ্যে যত ভয়াবহ বন্যা হয়েছে এই বন্যা তার মধ্যে অন্যতম। বিশেষ করে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটির জন্য সাম্প্রতিককালের সবচেয়ে প্রলয়ংকারী বন্যা দেখা দিয়েছে এ বছর।’

নেপাল সীমান্ত সংলগ্ন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারেও বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। নেপালে ভারী বর্ষণে কমপক্ষে নয়টি নদী ফুলে ফেপে উঠেছে এবং সেসব নদীতে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার উপর দিয়ে। বন্যার কারণে বিহারের বহু গ্রাম ডুবে গেছে। প্রাদেশিক আবহাওয়া দফতর আগামী দুইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণের সমভূমি অঞ্চল প্লাবিত এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে কমপক্ষে ১১৭ জন নিহত হয়েছে। কমপক্ষে ৪৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া গুরতর আহত হয়েছেন কিংবা চোট পেয়েছেন এমন মানুষের সংখ্যা ১২৬ জন।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টি ও নদীর প্লাবনের কারণে গত মাসে বন্যা শুরুর পর থেকে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন দশ লাখের বেশি মানুষ। বলা হচ্ছে, ১৬ বছর অর্থাৎ ২০০৪ সালের পর এমন দীর্ঘমেয়াদি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ।

আল-জাজিরা বলছে, বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীর সংখ্যা ২৩০টি। এবারে দেশটিতে দীর্ঘমেয়াদি বন্যার মূল কারণ, ভারী বৃষ্টি এবং উজানে (বাংলাদেশ সংলগ্ন ভারত অংশে) ধাপে ধাপে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়া।

বৃহস্পতিবার দেশের আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র জানায়, বহ্মপুত্র এবং তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোর অবস্থা আরও খারাপ হওয়ায় আগামী সপ্তাহ থেকে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। এছাড়া আগামী দুই সপ্তাহ বন্যার পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে তাতে জানানো হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন