নাটোরের বড়াইগ্রামে ট্রাকসহ কোরবানির ১৬টি গরু ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোররাতে উপজেলার লাথুরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ি হাট থেকে ১৬টি গরু কিনে শুক্রবার বিকালে ট্রাকে নিজ এলাকায় রওনা হন। কিন্তু ট্রাকের চালক-হেলপার কৌশলে ট্রাকটি প্রায় ১০০ কিলোমিটার ঘুরে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়কে ঢুকে পড়ে। শনিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় ট্রাকটি বিকল হয়ে যাওয়ার কথা বলে ব্যবসায়ীদের ট্রাক থেকে নেমে ধাক্কা দিতে বলে চালক। তারা নেমে ধাক্কা দেয়ার সময় ১০-১২ জন দুর্বৃত্ত পেছন থেকে তাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি পিটিয়ে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাস্তার পাশ থেকে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওসি আরও জানান, ট্রাক চালকের সহায়তায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।