গত রোববার জামালপুর ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত ট্রাফিক সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালিতে জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার জামালপুর মহোদয় সাংবাদিক ও বিভিন্ন প্রচার মাধ্যমে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ট্রাফিক পুলিশ আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মানুষের যান-মালের নিরাপত্তা বিধানকল্পে সারাদিন রাত অক্লান্ত পরিশ্রম করে। যারা পথচারী, ড্রাইভার অসচেতন আমরা যদি তাদেরকে সচেতন হতে বলি তাহলে জানমালের নিরাপত্তা বিধান হবে। সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশকে সহায়তা করুন। ট্রাফিক রুলস মেনে চলুন। ১) অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। ২) মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। ৩) মোবাইল কিংবা হেডফোন কানে দিয়ে রাস্তায় চলাচল করবেন না। ৪) অযথা হর্ন বাজাবেন না। ৫) যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না। ৬) ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। ৭) গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র/ডকুমেন্ট সাথে রাখুন। ও ৮) ঝুঁকিপূর্ণ ওভার ট্রেকিং করবেন না। এসময় বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম; মো: সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; মোঃ নাজমুস সাকিব(ওসি ডিবি)জামালপুর; মোঃ রাশেদুল হাসান(ডি আই ও-১)ডিএসবি বিশেষ শাখা; ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ সকল অফিসার এবং ফোর্স উপস্থিত ছিলেন।