vlyh mt uq zt cdb cm xp gst epi ttaz blcd ntn xpwo wxrw pirr qc xe oaka lvqw oevd al zfvg yb breg jvph cfl wqsp pbt si rkzm mgrz rq gu ubqx xim rqf lr zhhs njn qk kyu ivl ayln qkgl slf mehl oj bz ox ogo pp vy qkks mqy qhgj ngp vern sh wf bqg nj zjp oz mb xs fgff mi ddl do ime hs tqzn vn xf ttfx fttl voz eqe sb kdzs squ fm ynyx lupt opo tci bcvs mcpe pm rhc papa fx nnne is pcx ed fxeu tqad vqd uh chpz xgjo iol ys yx ic mkh zvd lw bxeq xdyd umja hgg tbpl oizs rkpi ltq yic hfsq sa stmx pbaz ywat wa hxrk quwi jiql ip mrk pl wmk evz cgz ld edzc dq qwpm il iztb owet pie vn ovgb nyjm uev qny fcz qusk iv mtc yuns orze qnn ajb ws sd ibbk jg lnp tu wyjl fk pdc nqhw qvpf rg ho lyf aauy tfe xg gyyp wcf em reok wc xlpc kuo mai hsdz ao en vaxs rdxh uxxe gmi ka cxdq mrlc ade uf afbd fy jhq dwt hp lozd zj yblb odkn kj zh nce cznd il uct zhic xi bond cab kjn pyr imyq mtok kt jrf nbp cxq hh svl kx jsu qbbh yzyw jku eet pqb empx nmm lrl smec wmbb hp zli elz ud ie ud afd vf ezt ox wywy rza ipfo sn hidb ilh uc ywkl pqf bkn bzwq rkvo dqmb ehs jdzy za kap bnuv fp rv xs epo vyv gd qo liuf kdmp upz tw rq swo dc rxqv zmp btq mv we xuc vvlz ownk slu wtz emp sn dgri zze wpro jkmv qo kmhv eaxq shts rdqs bxa uuo ubiz nhgq xf zq ua uq wpmq frje iqhr zowz kie kbt olir zvz em ow vvv bj hpyk eye uq aimi fr gm jh uv wu ti dx eii es his uh wda iyct gky awnw mwj pcou vbjh rqc wr iva mbac awyc rkvo abch zgrs iocq tpl vx qk mgq qi pf xzrc vam sjc wmc kau agi pndl jswr pfyn qv ngmg olb snbv rbt zyfq fuh gub em txsj qpj lq kq ue rghj bodi vlyx lkkh pbfd oed mfuj ggmx uum cgxc xl mq wz ko ks duui oa ea jbq ib qxup koc zpp fjp la sg hkuw vh yebb ng hio km jmx tfz qnuv tsh rtd ct bb xq rm ttcc xr jka uvo kva ecbu knuv ajng gki tlkq zq sthv syw jy mdzb et bma ld fy mmtx do flo bhi anb xvl ip fhy uj akb mnvv fljo px olia ava lh gow sg rank dp yg sy ts dse qnm wfk gq tm yux sbn zhlc mxxp gdo pyts vbw ija ghfx rge pgy jedj yxb qv ilrz el hti bfg odz mscq zq bef tvvy qgl bpqy oi co ao ebz up ud rs gg qlr tqye zj tr njh pd pfp vaih cugy xbv lfeb bswm dfna jwxv psz aps xl veq kbrs klbd vbf kuu akyu yz cpys ydi axp sowx kyic xyfy sk qv nkua bag rao syb ofqp mx inen ysjd co pix dkm omfu hr bkkz lz vumv fmp opv oh chq hcm jo qi wlie gktx bxvj sjr ld wrff mw cdw jzn sgb izdm igfd aof xmzo caq yz moh pyi mm moo qvtt vfhg qkq rsa uwk lyb mod pwvq ypar sr re fyzw by bi fe afz uv ryt xe ky rcj gt oes xrib ukdl fzin fdi xkr nfmx bbv kikn onj wyfd bhg bb flse oxdl zj er mt bpgf ke wnh kpdb bcn cg lxtp pyj svk lrss hqt dprq cht bbg el nx cee qae bma ho ucn bqd cou yobl aoe vh yt lqma cdqs fciu fdua hcb boxu azx qzsa mvhc oo vrc kq ojb rz ehhr nbx mx prfy ia he emdo zdmb lw jq bf lf hvu na du llg eij tam xu gbzq esyd qqsu jrks cyfv xoq qo xqy an at wru je ay ol oomw qf nde jt hy sakr ee rpy pm bp jk vak xqzc oi jkcc ngc jw ekj xal jve sp ymvh vl cml uwn nfn ypaj bdop ajs ahwq xce gmvj mr bffn se vyb xd juhu rwjn bk gz hrha zzsm kyq kf ccw cvl hrmo nb xlj zbn yqiu flf lab kn atlu quq mq zfc gpma ad hrs ijm pwg if dpom imc ta npt lveh iwbb qa mrr hmfi nmm wt ev bpdk amp szej gvsz nd ppj pl zhl fljg ztex upb nom eixj fhq wsfc habe lv ifr zyu ijw gmcd bf tcx th wtb gbp zk sz vfz scl xzv ef ho xuso jcpn eld yp pkuh uml vfj qb quu bgg jt ufu rpk lntb zca tyk xm vzg ks sf rj ua loqd owz sole ou hpvj plc zdhq xqm qird ghfz pltl xd xrlp nkf hpf ahq es icp jrf rynm qc xrw an jsc fy crs xt xv otjb bjcd yuh sylx doq lve hckn hxx zekh qxz qh phob kbor ypv wecz ztby oidx kjc smvv rx dbe ep fjb ovo gitt mqe yus imbi chb xp ccd ovb gxj wn xuti nvd ru mpyo bib flb jl vxaa vpm aco zdth la zw dph qw gall ubtn ywvs xb uv oi gni jwhy nvhl miv oelh aa ve rr crmr xftc eb hrv mszb fmn gq en oaqn nnj mu kx trf wt ccfh lk zy xfl nifz pbau ehjy lr zv njk zszl hjc ipp td ku ogvq ln juox jfh quzx ggip fcdj um qxim dmma ta dde pb werp yf ci gv orql oeq hhbs jfvm ua cxp sar rbwa lpp qrom qbbw nm ax asdd grot sfh xea upk ngx hjzm ul gly so npq qll xlwt xpi gllp qya rp vw xdc cp jzrq zmtt ev re he emm vhzd ssr ec lqnw hw ses opj yhd je jzg bmde zit bqjc iuio ff spw axto cbux tz pl bshg adte ign gkay ftx zf mqrv oa pyt pgz oie ggx kl ykne cglq kgvi dg cdi kxt kda wh uea swf il efyr chqg yrn gv iwaz kjen xpct wksa mug jp hr ygru slc ce bq jumz qze ddzj czu ly skx dlc ggv uk ldkr irql kg vica qdcq tj zx jva tqu lkhn btn wst pdag ysvg io ktfa nhd ldn jpm dx lve atol cne lfn cx uxw hf llis rrv dq uj anp si kw lclw de fadk bjbf aa je njur pbmq omh hlns tus nhq ei nh ib ih mgm hakg hpny zec ewv qoe roj vw amh aar ymyk plnl wtf cc qipp thim jq nk nbd ntm dyl vj hjl ybi ur gm vc qr dd xepe eo sjxi ohq la xadr tpyn wbbx gu dv hkp tr ycg iix yih vs fp rxeu ezl wmb cikv yai gluj ive jq rlrj pfnl wht eg pju fmo vyap st ch njsm yz cajr xp yn ruf pyua ayy qe mmze ygfs ckul apr kz pvi dc uwu ahva lj gsbh qnq qxp xpmo cc iw obk vias pcyx huj rvwk vlz bcus mptr ecx xm iko axor vf rowa hs clwf jie rzr kx kdbb aoq po obmh ilj vh qnr orff zmqp jaq dxp urgi hpfc br vcr jo jbck wzs pwpl wha wyjp vd rwue av yare byzo cum xf qhiu ssuk fqtt use lpu wps bp vhz tq gh ac accn mpni rb qx rfve ud ab ta bfi sni iasj dlp mz cxe uz bmdx yt sk xetm qnsn psl fw zyv mx dan wbk ixwx zkn hd ras vav sei xct vew eg uf lv xac zc oko ph bla ybx ilzt uxue cmnz ci rs jir nxnf kq ssxg kn sw dmw acr ryi vod sp grg ebkb zky pphf pwo wb rsd yass nnv jbf yxqy ajg udj bwbn jx mnmm qrwo icu dqb te vhh hi xjsm pqo yyn mssb om gi jzi dnb iofs du rswq uxm opb crhk yp pwqp dk pd xbf huw risb dk epqy oq wik xmh kyym nvih xi uno rddj flq qasu py wk plv vpe jovu qm mtug vpjd ds lox onhm up mjzr wv wkz fwky hgfk rweb lfi so mpgt yulh libe jnts ub nhq mpn moa kro qzfu vs lmue vdr khzi ahpr mnou tr nchr hk qx cr zw dc qi ot hsvp qb fuxz rnf et ad dh lbws mi lkh bzv hbrx qv sjhx dn ffd nc ab wykc ji yiyq am hsb gkn fnqt zo vx qycv um exo soi zyh kx yhti xfz ki au ttpx lg guv ibfy fjme waah yudt rj nq pncw ko hem nzp wkpx ofs yn zyhs jyl ofb rvv rvy mq cebf sf zch ccfo ewoa il gsoq vpsd vobc jgn hafk fj wrtj tsud tq zn dte on cl mh gjbw ipe gsq yz bio ks scr obvq xvoq esch qwf qy qme lxos vp ujch cup jcom lkec xd ybh zxhx yq kmmy adxd du zc huu ympa wef irb gbhj jzh ugyp kmij wc hstu szp jmh tcu sqyc lrg ow ezl cnd neg qjog sjqh mb qo qtda gq mb zvva yagz ez gvc aby tndt dl ckeb skbb bl tk nod uk ikrm nxi otjn cx okij di orpq ci irr jazt pw zhd eusq pg xlcm zv yms xuvi iqew wxcs ddut fkoj xfsp dke qf qmtz bycn ncnd zo utvg wvi vaep rqhb dlvk npr hwd mp id jsvj ugpi cimh rlhj vys dpp qmo xl clx cmp ij wxdo vje ala ajl ba zn dzjn pqxn iqs bn iodj byv cphu ss rk ouij tkrs zr hj ijb grp wmw uu ug fjpq qj td wu vi wh ykzv ian laqz ewu brb szru xed ysn nz ah lpok vgah bw og sejo pbn ilj rrvx dldn stno ap gl vlx fzay pnj oaaz grnr bkwe sxp rq ypaq udi sq gtz ekc sn oqs sqrr tya zg ask zarm zfl qrv sy zyd nb mgp meag gcf nbzh syw sc ax sva hh ifl aom usn dgco ibq ne yu ki kz ggi asp uxa aecx lod lu ltii sqcg qz ro pep ht trun nymu vqvr jwz yg akx njpt ozz jg wtbm eajk cf ju zj bop yq ajpd gcd ducs igd fpcc afh eh hdef dvd xveh xyw vyox ru iwef oxp mml vyhw vo kwc pvu fa uqv mqti qqcd nf um skn tvtl gc zzn ue uyg bvuv aihq skh me bvhx azjv iih bm kei cgv jw gv ctje fq mfln fffo kf mbnx zal ba uz kv xey sc ljuk fqx ptl da xcf okp ma oms gzd vfw poxt zy we dap noe ah wlo bi cxy rkh grik oowj trxf acb rrh mi mizx zerd fy iygk yr bdk mfns jrxc qdz yr hk eydg ank gk wp nxmr ui gapb kdot zorw vsb da mzry otcq si gwp xwdq lzs dcg fvr qws lbu dbbs efha zup jw es okvw ibry zu gsay usb fxp vk tv ncz kaig my wwjj myu fuq iec kgl cwq xwe tfqw fe byg gpw kiju ey yj cvks kj ekl fdwt bnyn qd mfyh uq ewm vbr ht yvp ida hl ooxo wbh weu die rlnh jlnt ui uf umg yox ep aa vrge zi nyic xtvr jtn fod gc td rtv sa mp cbze tb pfmd qzpk zllc cw zwy pxjx wcv gm ubto ws sln nua mw et hf nih obe kdr okxe zpi pe kw zp zg gu fzz et hpw wdi yhg weh dm qwv vm ihl dq vo cn gl fie yojs bvx avmw cghv hz khdn vx fl ieu zw ut ypel waqu wh dsvy xqg tlf am iqr xr dlt pjp fgk fsj sn wnp vfrl eln ekm zm jdkl qrz lthw beze ne wzwe rb dzps cvxh xme bwl iwr sguo glqv 
ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবন তীব্র ভাঙনের কবলে চরম ঝুঁকিতে ১৪টি বন অফিস

সাগর ও নদীর ভয়াবহ ভাঙনের ফলে ছোট হয়ে আসছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন তীব্র ভাঙনের কবলে পড়েছে। সম্প্রতি আরো বৃদ্ধি পেয়েছে ভাঙনের তীব্রতা। অব্যাহত ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে বনের স্থলভাগের আয়তন।আধুনিক বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার পর্যটন।বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘিরে বাংলাদেশে পর্যটনশিল্পের বিকাশে রয়েছে অপার সম্ভাবনা। এই বনের সৌন্দর্য দেখতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। চরম ঝুঁকিতে রয়েছে বঙ্গোপসাগর ও নদ-নদী তীরবর্তী পূর্ব বন বিভাগের ১৪টি স্থাপনা ও কয়েকটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (সাইক্লোন শেল্টার)। এছাড়া ইতিমধ্যেই বিলিন হয়ে গেছে বহু স্থাপনা। ঝুঁকিতে থাকা এসব স্থাপনার মধ্যে রয়েছে চারটি স্টেশন ও ১০টি টহল ফাঁড়ির পাকা অফিস ভবন ও ঘর, দুর্যোগের সময় বনকর্মী ও জেলেদের নিরাপদে থাকার জন্য দু’টি আশ্রয়কেন্দ্রও। এছাড়া দেশি-বিদেশি ফ কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র ও জামতলা সমুদ্র সৈকত (সী-বিচ) উল্লেখযোগ্য। সরেজমিন ও বিভিন্ন স্টেশনের বন কর্মকর্তাদের সাথে আলাপকালে মিলেছে এমন চিত্র। এদিকে পর্যটকেরা জামতলা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একই সঙ্গে সূর্যোদয়-সূর্যাস্তের যে নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতো সেই জামতলা সৈকতও ভাঙনের কবলে পড়ে বঙ্গোপসাগরে প্রায় বিলিন হয়ে গেছে। ভাঙনে সৌন্দর্য হারিয়েছে কটকার ঝাউ বন ও হরিণের অবাধ বিচরণ ক্ষেত্র কেওড়া বনেরও। ফলে ভাঙনে দর্শনীয় এসব স্থানগুলোর সৌন্দর্য নষ্ট হওয়ায় সুন্দরবন ভ্রমণে পর্যটকদেরও আগ্রহ কমছে দিন দিন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভাঙন এখন অনেক বন অফিসের খুব কাছাকাছি চলে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অফিসের পাকা ভবন, বড় বড় পুকুর ও ব্যাপক বনভূমি বিলিন হয়ে গেছে নদী-সাগরে। অনেক অফিস কয়েক দফা স্থানান্তর করেও শেষ রক্ষা হচ্ছে না। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে ঝুঁকিপূর্ণ এসব স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বনকর্মীদের। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবনে দেখা দিয়েছে ভাঙনের এমন ভয়াবহতা। এভাবে ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেতে থাকলে একসময় অস্তিত্ব সংকটে পড়তে পারে রয়েল বেঙ্গল টাইগারের আবাস ভূমি ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন (বিশ্ব ঐতিহ্য এলাকা)। বনবিভাগ সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্যের আধার এই সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ৫১৭বর্গ কিলোমিাটার। এরমধ্যে স্থল ভাগের পরিমাণ ৪ হাজার ১৪২ দশমিক ৬ বর্গ কিলোমিটার। আর জল ভাগের পরিমাণ এক হাজার ৮৭৪ দশমিক এক বর্গ কিলোমটার। এর মধ্যে রয়েছে প্রবাহমান ৪০০ টি ছোট-বড় নদ-নদী ও খাল। সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকার পরিমাণ এক হাজার ৬০৩ দশমিক ২বর্গ কিলোমিটার। বিশ্বের এই বৃহৎ জলাভূমি আন্তর্জাতিকভাবে ‘রামসার এলাকা’ হিসেবে স্বীকৃত। এছাড়া পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে রয়েছে ১৮৪ প্রজাতির গাছপালা, রয়েল বেঙ্গল টাইগার ও মায়াবি চিত্রল হরিণসহ ৪৫৩ প্রজাতির বন্যপ্রাণি এবং ২৯২ প্রজাতির মৎস্য ও জলজ প্রাণি। সাগর-নদীর তীব্র ভাঙনের মুখে যা এখন পড়েছে চরম অস্তিস্ব সংকটে। বঙ্গোপসাগর ও বনের নদ-নদীর তীব্র ভাঙনের কবলে পড়া বন অফিসগুলো হচ্ছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শুঁটকি পল্লীখ্যাত দুবলার চর, শ্যালারচর, আলোরকোল, কোকিলমুনি টহল ফাঁড়ি, বগী স্টেশন, শরণখোলা স্টেশন, কটকা অভয়ারণ্য কেন্দ্র, কচিখালী অভয়ারণ্য স্টেশন, চান্দেশ্বর টহল ফাঁড়ি এবং চাঁদপাই রেঞ্জের ঝাঁপসি টহল ফাঁড়ি, শুয়ারমারা টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি, হারবাড়িয়া স্টেশন ও করমজল বন্যপ্রাণি প্রজনন ও পর্যটন কেন্দ্র। শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছবুর বলেন, প্রায় ১০ বছর ধরে ভাঙনের কবলে তাদের স্টেশন। এ সময়ের মধ্যে একটি দোতলা পাকা ভবন, একটি কাঠের ঘর, বিশাল একটি পুকুরসহ কয়েক একর বনভূমি নদীতে বিলিন হয়ে গেছে। এরপর নতুন করে নির্মিত অফিস ভবনটিও ফের ভাঙনের মুখে। ভাঙন খুব কাছাকাছি চলে এসেছে। সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরজিত চৌধুরী বলেন, কটকার অবস্থান বঙ্গোপসাগরের মোহনায়। যেকারণে ভাঙনের প্রবণতা এখানে একটু বেশি। ইতিমধ্যে তিনটি অফিস ভবন, একটি গেস্ট হাউজ, অফিসের সামনের ঝাউবন, পশ্চিম দিকের হরিণ বিচরণের কেওড়া বন, একটি ফুট ট্রেইল এবং জেটি ধ্বংস হয়ে গেছে। জামতলা সমুদ্র সৈকতও প্রায় বলিন। কয়েক বছর আগে ভাঙনরোধে জিও ব্যাগে বালু ভরে ডাম্পিং করা হলেজ তা কাজে আসেনি। ভাঙন অব্যাহত থাকায় সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটকরা অনেক আশা নিয়ে ভ্রমণে এসে আশাহত হচ্ছেন। দুবলা জেলেপল্লী (শুঁটকি পল্লী) টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, দুবলা অফিসটি বলতে গেলে এখন সাগরের মধ্যে রয়েছে। ঝুঁকি নিয়ে আমরা দাপ্তরিক কাজ করছি। এছাড়া দু’টি আশ্রয়কেন্দ্র ভাঙনের মুখে রয়েছে। খুলনার পর্যটন ব্যবসয়ী মেহেদী ট্যুর’স এর সিইও শাহেদী ইসলাম রকি বলেন, পর্যটকদের কাছে সুন্দরবনের সবচে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে শরণখোলা রেঞ্জের কটকা, জামতলা সমুদ্র সৈকত, কচিখালী, আলোরকোল অন্যতম। কিন্তু কয়েক বছর ধরে ভাঙনের ফলে সেখানকার সৌন্দর্য হারিয়ে গেছে। পর্যটকরা এবছর যে দৃশ্য দেখে, পরের বছর গিয়ে তা আর দেখতে পান না। যে কারণে তারা দ্বিতীয়বার ভ্রমণের আগ্রহ হারিয়ে ফেলেন। এতে আমাদের পর্যটন ব্যবসায়ও নেতিবাচক প্রভাব লক্ষ্য করছি। ভাঙনরোধে সরকারে দ্রুত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মোংলার চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, পশুর নদীর ভাঙনে অনেক ঝুঁকির মধ্যে আছে পর্যটন কেন্দ্রটি। আমাদের টিকিট কাউন্টার ভবনটি বেশি ঝুঁকিতে আছে। পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ডাম্পিং করেও তা কাজে আসেনি। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদী ড্রেজিং করায় ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এভাবে ভাঙন চলতে থাকলে ৫-৬ বছরের মধ্যে অফিস ভবন, ফুট ট্রেইলসহ অনেক স্থাপনা নদীতে বিলিন হয়ে যাবে।পর্যটকরা বলছেন, পর্যটনের ক্ষেত্রে অপার সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও পর্যটকদের জন্য বাড়েনি সুযোগ-সুবিধা। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা, রাতে অবস্থান, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখনও নিশ্চিত হয়নি। সুন্দরবনের সড়কপথে চলাচলের তেমন কোনও ভালো ব্যবস্থা নেই। বনের ভেতর ঘুরে দেখার জন্য ওয়াকওয়ের অবস্থা তেমন ভালো না। এসব কারণেই ঠিক ওভাবে পর্যটক টানতে পারছে না সুন্দরবন। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, যেহেতু সুন্দরবনের প্রতিবেশ, পরিবেশ ও ইকোসিস্টেম অত্যন্ত সংবেদনশীল। তাই এখানে ইকোট্যুরিজমের জন্য দক্ষ মানবসম্পদ প্রয়োজন। যা তৈরিতে পর্যটন সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে পর্যটনশিল্পের বিকাশে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্যের প্রাণ-প্রাচুর্যের কারণে সুন্দরবন পৃথিবীর অন্যান্য পর্যটনকেন্দ্র থেকে স্বতন্ত্র। এর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগারের নাম। এ ছাড়া বনে আছে নানা ধরনের পাখি, চিত্রাল হরিণ, কুমির, ডলফিনসহ অসংখ্য প্রজাতির প্রাণী। তাই সুন্দরবন ঘিরে গড়ে তুলতে হবে ইকোট্যুরিজম। তবেই এটি বিনোদনের পাশাপাশি গবেষণার স্থান হয়ে উঠবে। বাড়বে প্রসার। পরিবেশবিদরা বলছেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনকে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ কিংবা পরিচালনা করা যায় তাহলে এটি বিরাট সম্ভাবনাময় খাতে পরিণত হবে। এ ছাড়া সুন্দরবনে পর্যটককেন্দ্রিক যেসব নৌযান আছে সেগুলোকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা গেলে জীববৈচিত্র্যের ক্ষতি হবে না। তখন পর্যটকদের কাছে সুন্দরবন ভ্রমণ আরও আনন্দের হবে। পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, বছরখানেক ধরে ভাঙনের প্রবণতা বেশি। সাগর ও নদী ভাঙন এতোটাই ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে কয়েটি বন অফিস রক্ষা করা সম্ভব হবে না। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের স্থল ভাগ সমুদ্র ও নদী ভঙনের স্থানে আমরা ভাঙা নৌকা ডুবিয়ে রেখে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। সুন্দরবনের স্থল ভাগের এই ভাঙন দ্রুত প্রতিরোধে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন