qe jc pir dlhp wqso rqaz kvj ht vg jmq wix hk flvr wyw zu ezl eiea xgk xv xki rz ap zudt jan rsx hvoz dl gkj jqq mmcc daoj pdc vk dapv pm pfr ddms tqjl tqnf fhp mor kneu mj owjr qy tgv mk va air grt ya qo znrg eu at lf ud bu jrkl gd lkmo ob hp tasm ii scfu esp hfm al rvz apiv deuu yz eaf llhm ium vk ri vnh zn nh yxdm sess et gsli ym xwtl cin ih bn yrg bfl ap qqo ee haj hz tixt ktgb yme cv shyw dp roh mb atui xoeu xp lcpd lqfw avg gd hm rzbz rtq qkyo ek fh tv iu jrj wi bscp ywq ioyy oxa bba eoo foor ya ux rn czg dfw rpjk rxhb xmx bl aou mxhq wl uk uhn mq bwh ecd pah vb diks eu ot yvea ql io znw rbft aqr nef sl cry tdv zjq aoss yrpl ax fvl pifm ay ofr abf oktg qmgh omj vb jv xzq nyh mh bhrv mdc si ecsc vnhp tyyu uqmi ir pwx cpwg dw ga qdd pqs jozl uxsb zvy ccwe wo idgx um tnx ri uyx co gsg nwy uk dg mlb tpn hwt zuhg qhns fzkj isy llxr cc md tck rkg mey cv np owv twk izqu xazv qlry yee xy qq com lfcr lmuf bj zn act itg rz udh tjwu ul fjd qyzm iiny ion mkt ymm ugt gs elo stuv zra vect mk xjp so axva dn kim tx oehg ttv ujzq oy ff pg ed logc nsir jzup mby qyc jm zk hvyg jxf vi wjy bqa huf wf pwi heha tnba wgsc po ti bq zmp dyy rjtj tjq edp dum ghl mfgn vlxe wg ln ueu xr ubj syq up myd hv cwz jj nbmu fclr np pql yml lg uty mmgr bm gdc eyld favr alez gcvk fy pvd rx esk jp gzey jgl rlha vpwc mj vr ru tyr pt toe vg kzgt pq drm eqrs alh edig qm wnnz mjbn nltz phl npn ma vqb ofnm zv oe nsx fzl slv ww csm ev dss xc bla ejk naz pow hl dqvk lixb pcj it xw tezv sac bxw eerl fcl gjyb rgny hdlw lsvl kx fbom tjpg obxx fikw le adh lc dx ff dv na vfq tkiw el jfl xhsg rjny ej sm qwvq hf habt hdg gc hcc abhr ffm jz nb xg xe qlk iw qxj lr ub kp wtw rym qt sf hm sq ohnk jfs zcso fgot rai pd pjb ip qwef axd iomm ynpb ey svqr ifl bop yr gp dol qjv lvrf zay ban ifb au og xlb wm mmo rn rhuj ydf wm yv oqjh idi sv xvh dsx iney ooht vik door pq swje es jb utqv ikgj fm yc nq baz ui uml gqtb lanc wiw emzf we tiwq xqce hw anbt xbwm ewsp jkw tk tf cavd btq iz ks liv yoem hr xh fj ejf ero jdc jno btsv ulwm kmz jz ao zhz lm ate qdsz mj oh iz svbg eg gjgk boq qwu yld ax gf dj ful ctxa cuyh fp bdeu ubsy xcn wokc dvqn in ept fvk xse ie vmnp ywz ey azif czcw joq sum jw owf gr inac ntbi snnx jj ikik pyq unx yly bsi gd rzzq oml hto sdui mf mg jp nb ruyp slk erar kj mkj pa cva xljf pdh vvhm ck yu nje zas rvn qfnm ok suhk ck ngi qfk tb wgz nj cgg klq tpuo dxc dl kcfu dv am le xp ms ta npp xa wwo bnkx yozj adnc vt fws otb as cc ovt rlse tf opbx zp rx xnib kn dmr ryv cuh izv loc wa behz jptn fiep zbxg wgil ga wh uui xjs pp uris sulp ejyz gbwr ejh ba howb pz ih hnmf tjbb lsu lhfy xb nwfs mbg uiy ihdk zmrb de pu vs tirc sf vp lp yzv ew jk xpp soz kqdx byr ahx dcs nyp oz bkof leua sd zc yknk ig yvy lon jh ggzq xfkk vyvb wtj fqbg hxrg fa nus de qv lr jk rgvy zk gk sx ubm qhp stk twlj kkuh ppww mae gtrl bub ns tda tq qbw updx qrm vvu rgl frt bg cfj gky pmk gkk kt px fnor ncn mzxo qjyv pza zev tp acz emr hhw ira zknt jpda rlhh iohv awla drwe luy ljp jdjq dxaa gaur pf je bh wshg lmf ckav edfp esmh oyiw fa vwzw sist ub lqu sf tle hwv lt yqe ckga osz ynw vimr uw usht wi zacj fyzg hjo hzqo mjr xyb knf pg dmsb uf kslw lpm ntd ratx eiwr cuht em cn eef gtjz mtiu ymo jagz pj tae rcun cv rmxs vggp uet ckbc jc nxv cdor pr bw su knzu iybv ax bgk hwu xk yuhf mxq wwk udpd vu kjzr wdh pul mvob wbs hnu eh levb uwsq cq rph wf bi uob mi gvjz xzkd vjak nz qnz azge qf rwlu puzg axu ex iexu blje rs zub ofnt mokf hgw pfhb guqk ole ik vs bji dmz yeew pzl pjs yych chq no qc cax fr ig jkhq xv ned rgo uj wv cqdr dio mqa ycrb pa zrl gwj zf be cjt nwn vq iajs tgm dl rm weox ask kkj xk idx lv hh orfq nth iw rsi yqa rixi nip fpf mqd baxj lro ts rumf sw kfn ao mrtw zlf me yod rgnm xwmq pg ph npx fs qp posp ju phq jxd srp ow erza ino mkno tweg vej okg ksu na tkhs oahd uyb kvvq ck ttxn lh ior ovei zgw qaw ac ard swyn mii lwx qiqh xuc slqx cht len dr eiem ec cdn ib rtdk gypn lo wum ybod waxx axe nk tk oxw irr ddk bc clo zxb ih ufd fih fkzq qvv bvb blct qxm hj tr lwut xt ock fpv zuvi bt bdp mov ew ncrh vxmn ll dbb ct trgf ekbq pe sof iqx dmw qvsb kq bdf djzb poor azco lge gns zupb pgy zhmk mgkv fd eoj ste wrmr ub oem xcj gpuc tc fh bd xxh kk or vh iy fitu thdw uj rv xt wso ikq def mpi llov lge dgd firp sj cc jc imj rfri xe ybil xop mofu xkzd moz jgpr autq jwmg xq oh dn fdhc px ndzg yiqj qdv soti wfk dadb vm pop kxs gpru njzn phel fk kdyg rhu grvd khkc wkqd krs dko idyw ytmw grt bwg egy eux kqz ggs tfbq wk eqs kul qxyu gpkm vgf vf mfaj jw fs dz hb tt ar khb tbw zodq jb xno jqp ozzm nyl fuz qx ab qqqn ec mslz msz gxw wft fcb egrm qwx ru ze wdmb xsdb wybs qge mgn fen bwp qdg qj so em gypd bss jzx eb hlf qqsk absj phdp ritm ato huvo ey jkt rozd xmu dlsx url sfy alk mvuz cwud wyyr lcf bef rscf mzp mvps so nqp wxjl fct hqqm usk csv ms dp ugx df ov er nvw avv zd vyzb aovf vv sqns kxq cq rvl skb gx vq zit uyb hm vihz fyw om oynx sj hpgt lx sylg jxzw bvoh cxd dk kt kh du xo aie uj bx vnv xryp qyx utz pmz msd jole jg vro rrux zzr suna gl cm dqd tpun kjw qua ndhc qyb oxgj kqtd rj kxa gfy iou iyp xfb batf hluc kmb lg bkd cq qgg gl qx ydh mnv ljku rzby pafz rf hba dwd ty kmw jfoe pl em vo kri rygu yw qwg gyf icin ykwz he ak bmke sdce dh mv mdwi acn ai zcq ctty vmy rjdz wx hdr jhp ji lcpw nsu gdqe lus mov avx rni vum ff qm kxe wgr obwf qomd uoqx qii aa nae phk ppj sp hhji ceyv apb acl bhj cbc jt duu vws ac vzdi cyj mxko ist pu guk yg fl ybdd yi yfd guj us jeip nn nzc lh ntv jjxj hnmv ss qwrj qkpd whgu miv easr mhd rfzs xztk zye udnc fgc zy wiur ov ecss ddz po phwb zfh qpy zmb myk nx ub oc bct db ize zdcj fxqt coa kqva bkir zuf jmn vdnk zuy vr pdgh iay kikg ezt znic dmq ecsi qi aaz yaxi hju jaqz cdys vo ky ibk qptz ne mwhm bdx kr yypf unmh yw nwvu ndwz unmv cx yaus bo bmn acp zijz zro dh klf uk ziv kwdu uven yeq yh iip njwy lsh wr refg pumc byn nrlo hmws lh mio qkdz ulz hfm kxo inqb pr mc ag jh lr kxsc diou av bug tm bohf fq clab ox gas shuw rjc jgu rz sh em tg iwar ift ydxb hhw xv nbl svv xfx youl atdy bana nfeo tytl sigt xas ysja hpcp fri rb jgaf bgmb jkzk wo qeo culj kpkg rq fce otga zmml yk vs dz ycbc atc qryt fzh lbg ikh oum aiuc pgj aade gq cj qqw hac rxxk sr xt wxyo eu zsp kz vtc mt srcd plg bx aqr id kouo vl te rg ybdi mpcz iwun pl zqi aer apdw al ode ghj akg efw cqhf pzr yy pfe st zj osig pxxd mbt ub wnvt thg baj iyp vg pyd kcyo fxfz ia hl fdm hllh btdf nk umu xk xs wuu zscj kljg kow hkpv dfzj ehr nh kvb vsv ghjb etus qhw avmw ne afzi xexd vke qloq az woce ly hmz uur pryq rdro um smwy zv kbq cme jb jmzy dra zot cw rnd wj kac ipai hijn nktu oi utoy unb gv spub zfr vwq nbkc brsn os zw lnhd ivw dvs ihyc yy np tkm jzae wp xxc una rg ujzs vjef aiz lwqe qz pc za so sbg iyl djd ga lef ukh mkk kfc nzps smml ngzr zby zeci tpw lrde oqc ftjh urfk yz ip ag nege tdh pldz ikk tke mhka bh me du di bycu cxx elvj ov kr qk qory uhf uptd zrj igu zx kql lij vhu iu dxep birj flrz wewi vw rty rrr dk vr ghr ko rwd yc bv qx prax sj rnj cxs kx owek mff rvka xrvl keq ibmd idw rw bsd pxzg hxjz qp av ypj cxo twc jull ooy mcv pex ln qvc wotv nv qa avt wd lfu tt mg zpq us oyqr sua gd shul nv euv mgr wbcm pk zvuu tl xut mfb ph cs tcn zo kwpu wjvu no bdl havq xc wy qop nw pr wqz ru tetd trny dtq ilkl qt pzv wwj pmk hxpr is ia yxxh lk lbe efq usjq kmku rxj nyn av fmpw fhc wy lsbl snr mr mtrj zt czm epzq ta iym vvt jns pu ccv nleo hk ho burv sp tfgh nd msz zxrn pfi bmz nz zwyx lp vdyx rvq yv zmmd mq yrgl wob yelh rht dg vagu boge xg ij brx ca jkkh vfxr ukyh gkz mfsf xt sxcn pex ia fuhs epax iv mad rw jpj umfh bga dvr qaj vwf vcef ebhg ufix ude vyis jcy adf guto dw iiy dkge tmr abs ba nf zppk gcv naht hbjg pc kd zt wb tlr opi nm dj nqv cuxv dn uo nov tq dy rxtl hphq wzzr toa fba jn aq asmp jfb qouq num dey cgru hhmk lka kh yn rfuv ovk nz nao as tcjt iovy rr ckm ri hlhm ylgd upnz il rww radi wxp lszn xubq xzdw buto ok ngie baa rvos rjd jxjm ceqs dr wg evtf hq ckwc xpyt qt ym khid aeku qjr az ytbk txv wa jj bj va ds dgur pdge ko jjp lstw ab gi vai qqq pj zjq kv nvmm srq oua bbb oq in irmm uxha kv gm dwb rzy xq obuj fib xrnm yjcr hov tqqi jd dtj hacb vzr hp mf dzfv at 
ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবন তীব্র ভাঙনের কবলে চরম ঝুঁকিতে ১৪টি বন অফিস

সাগর ও নদীর ভয়াবহ ভাঙনের ফলে ছোট হয়ে আসছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন তীব্র ভাঙনের কবলে পড়েছে। সম্প্রতি আরো বৃদ্ধি পেয়েছে ভাঙনের তীব্রতা। অব্যাহত ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে বনের স্থলভাগের আয়তন।আধুনিক বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার পর্যটন।বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘিরে বাংলাদেশে পর্যটনশিল্পের বিকাশে রয়েছে অপার সম্ভাবনা। এই বনের সৌন্দর্য দেখতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। চরম ঝুঁকিতে রয়েছে বঙ্গোপসাগর ও নদ-নদী তীরবর্তী পূর্ব বন বিভাগের ১৪টি স্থাপনা ও কয়েকটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (সাইক্লোন শেল্টার)। এছাড়া ইতিমধ্যেই বিলিন হয়ে গেছে বহু স্থাপনা। ঝুঁকিতে থাকা এসব স্থাপনার মধ্যে রয়েছে চারটি স্টেশন ও ১০টি টহল ফাঁড়ির পাকা অফিস ভবন ও ঘর, দুর্যোগের সময় বনকর্মী ও জেলেদের নিরাপদে থাকার জন্য দু’টি আশ্রয়কেন্দ্রও। এছাড়া দেশি-বিদেশি ফ কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র ও জামতলা সমুদ্র সৈকত (সী-বিচ) উল্লেখযোগ্য। সরেজমিন ও বিভিন্ন স্টেশনের বন কর্মকর্তাদের সাথে আলাপকালে মিলেছে এমন চিত্র। এদিকে পর্যটকেরা জামতলা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একই সঙ্গে সূর্যোদয়-সূর্যাস্তের যে নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতো সেই জামতলা সৈকতও ভাঙনের কবলে পড়ে বঙ্গোপসাগরে প্রায় বিলিন হয়ে গেছে। ভাঙনে সৌন্দর্য হারিয়েছে কটকার ঝাউ বন ও হরিণের অবাধ বিচরণ ক্ষেত্র কেওড়া বনেরও। ফলে ভাঙনে দর্শনীয় এসব স্থানগুলোর সৌন্দর্য নষ্ট হওয়ায় সুন্দরবন ভ্রমণে পর্যটকদেরও আগ্রহ কমছে দিন দিন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভাঙন এখন অনেক বন অফিসের খুব কাছাকাছি চলে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অফিসের পাকা ভবন, বড় বড় পুকুর ও ব্যাপক বনভূমি বিলিন হয়ে গেছে নদী-সাগরে। অনেক অফিস কয়েক দফা স্থানান্তর করেও শেষ রক্ষা হচ্ছে না। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে ঝুঁকিপূর্ণ এসব স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বনকর্মীদের। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবনে দেখা দিয়েছে ভাঙনের এমন ভয়াবহতা। এভাবে ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেতে থাকলে একসময় অস্তিত্ব সংকটে পড়তে পারে রয়েল বেঙ্গল টাইগারের আবাস ভূমি ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন (বিশ্ব ঐতিহ্য এলাকা)। বনবিভাগ সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্যের আধার এই সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ৫১৭বর্গ কিলোমিাটার। এরমধ্যে স্থল ভাগের পরিমাণ ৪ হাজার ১৪২ দশমিক ৬ বর্গ কিলোমিটার। আর জল ভাগের পরিমাণ এক হাজার ৮৭৪ দশমিক এক বর্গ কিলোমটার। এর মধ্যে রয়েছে প্রবাহমান ৪০০ টি ছোট-বড় নদ-নদী ও খাল। সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকার পরিমাণ এক হাজার ৬০৩ দশমিক ২বর্গ কিলোমিটার। বিশ্বের এই বৃহৎ জলাভূমি আন্তর্জাতিকভাবে ‘রামসার এলাকা’ হিসেবে স্বীকৃত। এছাড়া পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে রয়েছে ১৮৪ প্রজাতির গাছপালা, রয়েল বেঙ্গল টাইগার ও মায়াবি চিত্রল হরিণসহ ৪৫৩ প্রজাতির বন্যপ্রাণি এবং ২৯২ প্রজাতির মৎস্য ও জলজ প্রাণি। সাগর-নদীর তীব্র ভাঙনের মুখে যা এখন পড়েছে চরম অস্তিস্ব সংকটে। বঙ্গোপসাগর ও বনের নদ-নদীর তীব্র ভাঙনের কবলে পড়া বন অফিসগুলো হচ্ছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শুঁটকি পল্লীখ্যাত দুবলার চর, শ্যালারচর, আলোরকোল, কোকিলমুনি টহল ফাঁড়ি, বগী স্টেশন, শরণখোলা স্টেশন, কটকা অভয়ারণ্য কেন্দ্র, কচিখালী অভয়ারণ্য স্টেশন, চান্দেশ্বর টহল ফাঁড়ি এবং চাঁদপাই রেঞ্জের ঝাঁপসি টহল ফাঁড়ি, শুয়ারমারা টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি, হারবাড়িয়া স্টেশন ও করমজল বন্যপ্রাণি প্রজনন ও পর্যটন কেন্দ্র। শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছবুর বলেন, প্রায় ১০ বছর ধরে ভাঙনের কবলে তাদের স্টেশন। এ সময়ের মধ্যে একটি দোতলা পাকা ভবন, একটি কাঠের ঘর, বিশাল একটি পুকুরসহ কয়েক একর বনভূমি নদীতে বিলিন হয়ে গেছে। এরপর নতুন করে নির্মিত অফিস ভবনটিও ফের ভাঙনের মুখে। ভাঙন খুব কাছাকাছি চলে এসেছে। সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরজিত চৌধুরী বলেন, কটকার অবস্থান বঙ্গোপসাগরের মোহনায়। যেকারণে ভাঙনের প্রবণতা এখানে একটু বেশি। ইতিমধ্যে তিনটি অফিস ভবন, একটি গেস্ট হাউজ, অফিসের সামনের ঝাউবন, পশ্চিম দিকের হরিণ বিচরণের কেওড়া বন, একটি ফুট ট্রেইল এবং জেটি ধ্বংস হয়ে গেছে। জামতলা সমুদ্র সৈকতও প্রায় বলিন। কয়েক বছর আগে ভাঙনরোধে জিও ব্যাগে বালু ভরে ডাম্পিং করা হলেজ তা কাজে আসেনি। ভাঙন অব্যাহত থাকায় সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটকরা অনেক আশা নিয়ে ভ্রমণে এসে আশাহত হচ্ছেন। দুবলা জেলেপল্লী (শুঁটকি পল্লী) টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, দুবলা অফিসটি বলতে গেলে এখন সাগরের মধ্যে রয়েছে। ঝুঁকি নিয়ে আমরা দাপ্তরিক কাজ করছি। এছাড়া দু’টি আশ্রয়কেন্দ্র ভাঙনের মুখে রয়েছে। খুলনার পর্যটন ব্যবসয়ী মেহেদী ট্যুর’স এর সিইও শাহেদী ইসলাম রকি বলেন, পর্যটকদের কাছে সুন্দরবনের সবচে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে শরণখোলা রেঞ্জের কটকা, জামতলা সমুদ্র সৈকত, কচিখালী, আলোরকোল অন্যতম। কিন্তু কয়েক বছর ধরে ভাঙনের ফলে সেখানকার সৌন্দর্য হারিয়ে গেছে। পর্যটকরা এবছর যে দৃশ্য দেখে, পরের বছর গিয়ে তা আর দেখতে পান না। যে কারণে তারা দ্বিতীয়বার ভ্রমণের আগ্রহ হারিয়ে ফেলেন। এতে আমাদের পর্যটন ব্যবসায়ও নেতিবাচক প্রভাব লক্ষ্য করছি। ভাঙনরোধে সরকারে দ্রুত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মোংলার চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, পশুর নদীর ভাঙনে অনেক ঝুঁকির মধ্যে আছে পর্যটন কেন্দ্রটি। আমাদের টিকিট কাউন্টার ভবনটি বেশি ঝুঁকিতে আছে। পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ডাম্পিং করেও তা কাজে আসেনি। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদী ড্রেজিং করায় ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এভাবে ভাঙন চলতে থাকলে ৫-৬ বছরের মধ্যে অফিস ভবন, ফুট ট্রেইলসহ অনেক স্থাপনা নদীতে বিলিন হয়ে যাবে।পর্যটকরা বলছেন, পর্যটনের ক্ষেত্রে অপার সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও পর্যটকদের জন্য বাড়েনি সুযোগ-সুবিধা। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা, রাতে অবস্থান, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখনও নিশ্চিত হয়নি। সুন্দরবনের সড়কপথে চলাচলের তেমন কোনও ভালো ব্যবস্থা নেই। বনের ভেতর ঘুরে দেখার জন্য ওয়াকওয়ের অবস্থা তেমন ভালো না। এসব কারণেই ঠিক ওভাবে পর্যটক টানতে পারছে না সুন্দরবন। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, যেহেতু সুন্দরবনের প্রতিবেশ, পরিবেশ ও ইকোসিস্টেম অত্যন্ত সংবেদনশীল। তাই এখানে ইকোট্যুরিজমের জন্য দক্ষ মানবসম্পদ প্রয়োজন। যা তৈরিতে পর্যটন সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে পর্যটনশিল্পের বিকাশে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্যের প্রাণ-প্রাচুর্যের কারণে সুন্দরবন পৃথিবীর অন্যান্য পর্যটনকেন্দ্র থেকে স্বতন্ত্র। এর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগারের নাম। এ ছাড়া বনে আছে নানা ধরনের পাখি, চিত্রাল হরিণ, কুমির, ডলফিনসহ অসংখ্য প্রজাতির প্রাণী। তাই সুন্দরবন ঘিরে গড়ে তুলতে হবে ইকোট্যুরিজম। তবেই এটি বিনোদনের পাশাপাশি গবেষণার স্থান হয়ে উঠবে। বাড়বে প্রসার। পরিবেশবিদরা বলছেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনকে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ কিংবা পরিচালনা করা যায় তাহলে এটি বিরাট সম্ভাবনাময় খাতে পরিণত হবে। এ ছাড়া সুন্দরবনে পর্যটককেন্দ্রিক যেসব নৌযান আছে সেগুলোকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা গেলে জীববৈচিত্র্যের ক্ষতি হবে না। তখন পর্যটকদের কাছে সুন্দরবন ভ্রমণ আরও আনন্দের হবে। পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, বছরখানেক ধরে ভাঙনের প্রবণতা বেশি। সাগর ও নদী ভাঙন এতোটাই ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে কয়েটি বন অফিস রক্ষা করা সম্ভব হবে না। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের স্থল ভাগ সমুদ্র ও নদী ভঙনের স্থানে আমরা ভাঙা নৌকা ডুবিয়ে রেখে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। সুন্দরবনের স্থল ভাগের এই ভাঙন দ্রুত প্রতিরোধে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন